Steem Bangladesh contest /Top post topic :- 🎾Sports🎾

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম ❤️🥀

আশাকরি সকলে ভালো আছেন। আমি ও ভালো আছি।আজকের Steem Bangladesh এর টপ পোস্ট টপিকঃ খেলাধুলা। আজকে আমি আপনাদের সাথে উপস্থাপন করব 🎾ব্যাডমিন্টন 🎾 সম্পর্কে। তাহলে শুরু করা যাক

download (3).jpg

Source :https://www.google.com/search?q=badminton&client=ms-opera-mini-android&channel=new&biw=393&bih=724&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwjTpJT2j4HxAhUWxzgGHVrHAS0Q_AUIBigB&biw=393&bih=724#

ব্যাডমিন্টন একপ্রকার র‍্যাকেট ক্রিয়া। এটি একক ভাবে অথবা যুগ্নভাবে খেলা হয়। এটি খেলার জন্য নেট দ্বারা বিভক্ত একটি কোর্ট প্র‍য়োজন। তবে অবশ্যই কোর্টটি আয়তকার হতে হবে।খেলোয়ার র‍্যাকেটের সাহায্যে তার প্রতিদ্বন্দ্বীর কোর্টে শাটলককটি ছুড়ে দিয়ে স্কোর সংগ্রহ করেন। শাটল একবার মাটি স্পর্শ করলেই একটি স্কোর হয়।

download (4).jpg

Source : https://www.google.com/url?q=https://www.nydhi.com/blogs/news/effective-tips-for-regular-badminton-racket-maintenance&sa=U&ved=0ahUKEwiq5ejJmILxAhU04zgGHbqhArQQr4kDCA4&usg=AOvVaw0oHFt55_dTMsVAhMffWmHq

এই ক্রিয়াটির সংস্থার নাম "ব্যাডমিন্টন ওয়াল্ড ফেডারেশন "। এই ক্রিয়ারটির উপনাম " র‍্যাকেট"। এই ক্রিয়ায় কোনো শারীরিক সংস্পর্শ নেই। এই ক্রিয়াতে দলে এক অথবা দুইজন সদস্য খেলতে পারে। এই ক্রিয়ার জন্য শাটল কক ও র‍্যাকেট প্র‍্যয়োজন। এটি ১৯৯২ থেকে অলিম্পিক এ শুরু হয় এবং এখন ও চলছে।

ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা এই খেলা উদ্ভাবন করেন। তারা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলককে একটি নেট যুক্ত করে এই খেলা চালু করেছিলেন। ব্রিটিশ গ্যারিনসন নগরীতে পুনরায় এই খেলা বিশেষ জনপ্রিয় ছিলো বলে এই খেলার অপর নাম পুনাই।

আমাদের দেশে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। আমাদের দেশে গ্রামে গন্জে এই খেলা জনপ্রিয় একটি খেলা। তবে আমদের দেশে এই খেলা বিশেষ করে শীতকালে খেলা হয়। অনেক আয়োজনের সাথে এই কালে খেলা হয়। আমদের দেশে জাতীয় ভাবে ও অনুষ্ঠিত হয়।

১৯৩০ সালে বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। এটির বর্তমান নাম ব্যাডমিন্টন ওয়াল্ড ফেডারেশন। আধুনিক বিশ্বে ইউরোপের বাহিরে চীন, ইন্দোনেশীয়া, মালয়েশিয়া ও দক্ষিন কোরিয়াতেও ব্যাডমিন্ট বেশ জনপ্রিয়।

এই ছিল ব্যাডমিন্টন সম্পর্কে আমার সংক্ষিপ্ত ধারনা। আশা করি ভালো লাগেছে।

বিদায়

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ছবি গুলো ঠিক করেন। কপিরাইটেড ইমেজ ইউস করেছেন। https://pixabay.com/ থেকে অথবা গুগল এর ক্রিয়েটিভ কমনস এর ছবি ইউজ করেন। ধন্যবাদ।

Thank you

Please use copyright free image and you can also use some markdown for better one👍