আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমিয়ান্স
কেমন আছেন সবাই, আশা করি ভালো।
প্রথমেই @steem-bangladesh কে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আজকে আমি একটি জনপ্রিয় মোবাইল গেইম সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো।
চলুন শুরু করা যাক।
Pro Evolution Socce(PES21)/ পেস ২১
বর্তমান বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় অনলাইন মোবাইল গেইম হলো প্রো ইভোলিউশন সোকার বা পেস। এই গেইমটি প্লে-স্টোর থেকে ৩০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। আমি এখন আলোচনা করব এন্ড্রয়েড ফোনের সবচাইতে ভালো ও সেরা ফুটবল গেম পেস২১ নিয়ে। এন্ড্রয়েড ফোনের যদি বেস্ট ফুটবল কোন গেম হয় তাহলে নিঃসন্দেহে Pes football game ই হবে।
পেস গেইমের রিলিজ ডেট ও স্পেসিফিকঃ
এন্ড্রয়েড মোবাইলে এই গেইমটি প্রথম রিলিজ হয় ১৩ সেপ্টেম্বর ২০১৬ সালে। পেস২১ এর সর্বশেষ মোবাইল ভার্সন (V 5. 3. 0) যেটা রিলিজ হয়েছে ০৪/০৮/২০২১। পেস২১ গেইম মোবাইলে ডাউনলোড করতে ১.৯ জিবি জায়গা নেয়।
রেটিংসঃ
প্লে-স্টোরে পেস২১ এর রেটিংস হলো ৪.৩।
পেস২১ এর উৎসঃ
Developer : PES Productions
Publisher :Konami
Director :Yoshikatsu Ogihara
Series :eFootball Pro Evolution Soccer
পেস২১ এর সেটিংসঃ
ইন্সটল হওয়ার পর গেম ওপেন করতে হবে। এরপর গেইমের ভিডিও সেটিংসে গ্রফিক্স ও ফ্রেম রেট ঠিক করে নিতে হয়। গ্রাফিক্স Low, Stadard & High থাকে। ডিভাইস অনুযায়ী যেকোনো একটা গ্রাফিক্স সিলেক্ট করতে হয়। আর ফ্রেম রেট ৩০ ও ৬০ থাকে এটাও ডিভাইস কেমন তার উপর নির্ভর করবে।এরপর পেস২১ এর ভিতরে যেতে হবে।
ম্যাচ খেলার সেটিংসঃ
ম্যাচ খেলতে গেলে Beginer, Amateur, Regular, Professional, Top player & Superstar মুডে খেলা যায়। Beginer এ খেলা সবচেয়ে সহজ আর Superstar এ খেলা সবচেয়ে কঠিন। কঠিনক্রম-
Superstar> Top Player> Professional> Regular> Amateur> Beginer.
ফ্রেন্ডলি ম্যাচঃ
ফ্রেন্ডলি ম্যাচ এই গেইমে অন্য একটি মাত্রা যোগ করেছে।কেউ চাইলে তার বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ খেলতে পারবে।
এ গেমে প্রত্যেকের আলাদা আলাদা একটি ইউনিক কোড দেয়া থাকে। যা ব্যবহার করে যে কেউ, যে কাউকে ফ্রেন্ড্ররিকুয়েস্ট দিতে পারে ও বন্ধু হতে পারে।
পরস্পরের ফ্রেন্ড হবার পর যে কেউ তার বন্ধুর বিপক্ষ দল হয়ে খেলতে পারবে।
ইভেন্ট ম্যাচঃ
এর মধ্যে যে যতো ভালো ও যতো বেশি খেলতে পারবেন, ততোবেশি আপনার আইডি কে জিপি, কয়েন, ট্রেইনার ইত্যাদি দিয়ে সমৃদ্ধ করে ফেলতে পারবেন।
ইভেন্ট ম্যাচগুলো ২ ভাবে হয়ে থাকে
১৷ অনলাইন ইভেন্ট
২। অফলাইন ইভেন্ট
★অনলাইন ইভেন্টঃ
অনলাইনে খেলতে হয়। এবং ৩টি করে ম্যাচে মোট তিনটি খেলা থাকবে।
★অফলাইন ইভেন্টঃ
যতো বেশি খেলা যাবে ততোবেশি জিপি ও ফ্রি ট্রেইনার পাবে। ট্রেইনার দিয়ে দলের প্লেয়ারদেরকে বেশি পরিমাণে স্কিল্ড ও শক্তিশালী করতে পারবে।
ম্যাচ ডেঃ
ম্যাচডে তে কম্পিটিশন হয় পুরো ওয়ার্ল্ড ব্যাপি। গ্রুপ ভিত্তিক অনলাইন ম্যাচ খেলা হয়।কেউ ইচ্ছেমতো কোনামি থেকে সিলেক্টেড যে কোন গ্রুপে জয়েন করতে পারবেন।
স্কোয়াড তৈরিঃ
যে কেউ তার পছন্দমতো ফুটবল বিশ্বের যে কোন ক্লাব বা কান্ট্রি নিয়ে খেলতে পারবে। যে যার সাপোর্টার সে সাধারণত সে দলই নিজের জন্য পছন্দ করে নেয়।
তবে পেসে কেউ ইচ্ছে করলেই যে কোন প্লেয়ারকে তার দলে ভিড়াতে পারবেন না।
কীভাবে প্লেয়ার সাইন করা যায়ঃ
★ Box draw: ম্যাচ খেলে যে জিপিগুলো কালেক্ট করবেন সে গুলো দিয়ে সে প্লেয়ার কিনতে পারবে। প্রতি ২৫k জিপি দিয়ে সে একটি ড্র করতে পারবে। মাঝে মাঝে ম্যাচ খেলে ফ্রি ড্র বক্স পাওয়া যায়।
★Auction: এ পদ্ধতি টা অনেকটা নিলামে প্লেয়ার কেনার মতো। কিছু ক্লাব/কান্ট্রির ভাগ ভাগ করে প্লেয়ার দেয়া থাকবে। সময়মতো যে সবচেয়ে বেশি দাম হাঁকাতে পারবে।Player auction তার হয়ে যাবে।
★Trade: পছন্দের প্লেয়ার নেবার জন্য এ পদ্ধতিটি সবচেয়ে ভালো ও গ্যারান্টেড। এক কার্ডের একই প্লেয়ার যদি কারো৩টি থাকে তাহলে সে তিনটি প্লেয়ার এর বিনিময়ে একটি পছন্দ মতো সে কার্ডের যে কোন প্লেয়ার পছন্দমতো নিতে পারে।
তাছাড়া প্রতি ১০০ কয়েন দিয়ে একটি ফিচার খেলোয়ারও সাইন করানো যায়
পেস ২১এ বেশ কিছু কার্ডের প্লেয়ার রয়েছে। কার্ডভেদে তাদের পারফরম্যান্স কম-বেশি হয়ে থাকে।
খেলোয়ার কার্ডঃ
Legend>Iconic>Feature Black>gold>bronze>white
Legend card এর প্লেয়ার সব থেকে ভালো, এভাবে সবচেয়ে কম শক্তিশালী প্লেয়ার হচ্ছে White card এর প্লেয়ারগুলো।
ব্যাক্তিগত মন্তব্যঃ
আমি এই গেমটি ৩বছর যাবত খেলি। আমার কাছে খুব ভালো লেগেছে। গেমটিকে সেরা ফুটবল গেম হিসেবে বিবেচিত করাই যায়। এই গেমটি খেললে সে একটি সেরা অনলাইন ফুটবল গেমের অভিজ্ঞতা পাবে বলে মনে করি।
Please powerup or we have to stop supporting you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ok brother. I will try to do it soon
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
13% plagarism found.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit