🌃Night photography challenge🌃 Steem Bangladesh 🌃25-04-2021

in hive-138339 •  4 years ago 

আসসালামুআলাইকুম বন্ধুরা, সবাইকে রমজান মোবারক. আজকে আমি স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত নাইট ফটোগ্রাফি চ্যালেঞ্জ এ অংশ গ্রহন করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক:-



Image 2021-04-25 at 11.14.09 PM.jpeg


Image 2021-04-25 at 11.14.17 PM.jpeg

কামার একটি প্রাচীন পেশা যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা। মূলত হিন্দু ধর্মের জনগোষ্ঠী এই পেশায় জড়িত। একসময় গৃহস্থালি ও কৃষিকাজে ব্যবহৃত অধিকাংশ লৌহযাত যন্ত্রপাতি কামাররা প্রস্তুত করতেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দা, বটি, পেরেক, শাবল, কুড়াল, ছুরি ইত্যাদি।

কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে ছিল লাঙ্গলের ফলা, কাস্তে, নিড়ানি, খুন্তি ইত্যাদি।[১] কামারদের কারখানা ক্ষুদ্রশিল্পের আওতায় পড়ে। কামারের কর্মস্থলকে বলে কামারশালা। কামারশালায় হাপর দিয়ে কয়লার আগুন-কে উস্কে রাখা হয়। এই আগুনে লোহা গরম করে তাকে পিটিয়ে বিভিন্ন আকারের জিনিস তৈরি হয়।[২] বাংলাদেশের অধিকাংশ কামারই বৈষ্ণব হলেও কিছু শাক্তধর্ম ধর্মালম্বী কামারও দেখা যায়।
source



DeviceRealMe
ModelNarzo 30a
Regulation1040*780
F.stopf/2.8
Exposure Time1/196 sec.
ISO SpeedISO-100


আশাকরি ছবিগুলো অনেক ভালো লেগেছে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!