Steem Bangladesh Contest - Write about my aim in life by @sahadathossen

in hive-138339 •  4 years ago  (edited)

আমার জীবনের লক্ষ্য


জীবনের লক্ষ্য নিয়ে কিছু কথাঃ-

source


প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো লক্ষ্য থাকে।হতে পারে তা ছোটো আবার হতে পারে তা বড়।লক্ষ্য ছোট না বড় তা মূল বিষয় না মূল বিষয় হলো একটা মানুষ তার লক্ষ্যে কতটা দৃড়।আমরা খুব ছোটো বেলা থেকেই আমাদের লক্ষ্য ঠিক করে রাখি কিন্তু খুব কম মানুষই পারে নিজের লক্ষ্যে স্থির থেকে সামনে আগাতে।স্বপ্ন আমরা সবাই দেখি তবে সেই স্বপ্ন মনে গেথে সে অনুযায়ী সামনে চলাটাই সব চাইতে চ্যালেঞ্জিং বিষয়।আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার জীবনের লক্ষ্য(Aim In Life) এবং তার বাস্তবায়ন।


🔳জীবনের লক্ষ্য মানে কি?🔳

source


একটি মানুষের স্বপ্ন থেকেই তৈরি হয় জীবনের লক্ষ্য। লক্ষ্য ব্যাপারটা হলো,আমরা মানুষ, আমরা একটি বা একাধিক উদ্দেশ্য নিয়ে আগাই ওই উদ্দেশ্যকে একটা নির্দিষ্ট সময় এর মধ্যে পূরণ করা বা অর্জন করাই হলো লক্ষ্য।আর সেই লক্ষ্য যদি হয় জীবন গঠনের জন্য তাহলে তা হলো জীবনের লক্ষ্য।


🔳জীবনের লক্ষ্য নিবার্চন🔳

source


আমরা সবাই ই কম বেশি স্বপ্ন দেখি,সেই অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করি।কিন্তু মানুষের একটি মাত্রই জীবন এবং তা যেনো আমরা সুন্দর ভাবে যাপন করতে পারি তার জন্য দরকার একটি নির্দিষ্ট লক্ষ্য,যা অত্যন্ত জরুরি।আমরা জীবনের অনেকটা সময় নষ্ট করি বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে যার জন্য আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারিনা,যার আসলে কোনো ক্ষতিপূরণ আমরা দিতে পারিনা।একটি মানুষ তখনই সফলতা অর্জন করতে পারে যখন সে তাতে দৃড় হয়।লক্ষ্যহীন মানুষ সফলতা অর্জনে হয় অপারগ। বৈঠা ছাড়া নৌকা যেমন সমুদ্রে তীর খুজে পাবেনা, তেমনি লক্ষ্য ছাড়া মানুষ জীবনে সফলতা খুজে পাবেনা।একজন বিশিষ্ট ব্যাক্তি বলেছেন,"মানুষের জীবন প্রথম থেকেই বিবেচনা করে চেওয়া উচিত যে সে কোন কাজের জন্য উপযুক্ত এবং কোন কাজে আগ্রহী"।যদি কিছুদিন পর পর লক্ষ্য বদলায় তাহলে সফলতার ছৌয়া পাওয়া খুব কঠিন।লক্ষ্যে স্থির থেকে তাতে পরিশ্রম দিলে সফলতা একদিন আসবে।তাই প্রথমে জীবনের লক্ষ্য নির্বাচন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ।


🔳জীবনে কাজের গুরুত্বপরিমাপ🔳

source


|| কাজ হলো একজন ব্যাক্তির একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞানার্জন করে তাতে নির্ভর করে জীবন নির্বাহী করা।এই জ্ঞানের প্রয়োগের মাধ্যমে যে অর্থ উপার্জিত হয় তা দিয়ে জীবন-যাপন করাই হলো কাজ বা কর্ম।

|| মানুষের বেচেঁ থাকার জন্য টাকার প্রয়োজনীতা খুব বেশি অর্থাৎ যা না হলেই নয়।জীবনকে নিজের মতোন করে সাজাতে বা সুন্দর ভাবে চলাতেও টাকার প্রয়োজন যার জন্য দরকার পেশা বা কাজের।আর কাজটি যদি হয় নিজের পছন্দের বা নিজের স্বপ্নের লক্ষ্যের তাহলে তো কথাই নেই।লক্ষ্য অনুযায়ী কাজের আনন্দ যে কি তা কেও যতদিন অর্জন করতে পারবেনা ততদিন উপলব্ধি করতে পারবেনা।


🔳জীবনের লক্ষ্য নির্বাচনের সঠিক সময়🔳

source


||মানবজীবনের লক্ষ্য নির্ধারণের একদম পারফেক্ট সময় হলো ছাত্রজীবন।কারণ ছাত্রজীবন হলো পরিশ্রমের সময়,অধ্যবসায়ের সময়,কষ্ট করে কোনোকিছু অর্জনের সময়।তাই আমরা যদি ছাত্রজীবনে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে,কোনো উদ্দেশ্যে স্থির হয়ে তার জন্য পরিশ্রম করি তাহলে লক্ষ্য অর্জন একেবারেই নিশ্চিত সাথে অবশ্যই সৃষ্টিকর্তার চাওয়া ও মিলতে হবে।তাই আমাদের উচিত ছাত্রজীবনে নিজের লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে সেই অনুযায়ী আগানো এবং সেই অনুযায়ী সাধনা করলেই আমরা পাবো অর্জন।


🔳আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য🔳

source


||আমার খুব ছোটো বেলা থেকেই ইচ্ছা আমি একজন সফল ইঞ্জিনিয়ার হবো এবং তা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার।কারণ আমার খুব ছোটো থেকেই ফ্রেব্রিক্স,কালার,ডিজাইন,কাপড়ের ম্যাটেরিয়াল,এসব এর সাথে সম্পর্কিত প্রযুক্তি গুলো বা মেশিন এসব নিয়ে ইন্টারেস্ট। ছোটোবেলার যখন বাবা-মা কাপড় কিনে আনতেন তখন আমি ভাবতাম কি সুন্দর আর নিপুণ ভাবে একটা সম্পূর্ণ কাপড় তৈরি হয়।কতটা পরিশ্রম এর মধ্যে আছে, কিভাবে সুতো গুলো এমন নানাধরণের হয় ইত্যাদি ইত্যাদি।এবং আমি আমার লক্ষ্যের দিকেই অগ্রসরমান।তাতে অবশ্যই আমি গর্বিত এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।



🔳টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার লক্ষ্যের পরিণতি🔳

source


||আমার লক্ষ্য হলো আমি টেক্সটাইল এর ফেব্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো।ফেব্রিক এর বাংলা মানে হলো কাপড়।অনেকেই ভাবে কাপড় এর বিষয়ে আবার কিসের ইঞ্জিনিয়ারিং কিন্তু তারা জানেনা অনেক অনেক জটিল ধাপ পার করে সম্পূর্ণ কোয়ালিটিফুল কাপড় উৎপাদন করা হলো এই ধাপটির লক্ষ্য।ফেব্রিকে জব সেক্টর খুবই ভালো।বর্তমানে আমাদের দেশে বিদেশি মুদ্রার প্রধান খাত হলো আরএমজি সেক্টর।কারণ, তার অন্যতম কারণ হল ডেনিম।ডেনিমের প্রোডাকশন মানেই হলো ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এর একটি খাত।ওভেন ফ্যাক্টরি বলি আর নিটিং ফ্যাক্টরিই ই বলি না কেনো ফেব্রিক ইঞ্জিনিয়ার ছাড়া চলা সম্ভব নয়।সাথে এই সাব্জেক্ট নিয়ে পড়লে বিদেশে অনেক বেশি চাকরির সুযোগ থাকে।আমার ইচ্ছা আমি এই সাব্জেক্ট এ পড়া শেষ করে দেশের বাইরে উচ্চশিক্ষা এবং চাকরির জন্য এপ্লাই করবো।এবং আমার দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেই ভুল ধারণাটা আছে তা নির্মুল করবো এবং ব্যাক্তিগত উদ্যোগে এই সেক্টরকে আমাদের দেশে আরো শক্তিশালী করার চেষ্টা করবো কারণ আমাদের দেশে অনেকেই জানেনা উচ্চশিক্ষা নিয়ে এসে আমাদের দেশে কতটা পরিবর্তন ও উন্নতি করা সম্ভব যাতে আমাদের দেশ ও অন্য দেশ গুলো থেকে কোনো অংশে কম না হয়।কারণ কোনো দেশকে উন্নত করতে চাইলে যা যা প্রয়োজন তার মধ্যে একটি হলো শিল্পায়নে উন্নতি এবং অর্থখাতের বৃদ্ধি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটি মানুষের স্বপ্ন থেকেই তৈরি হয় জীবনের লক্ষ্য। লক্ষ্য ব্যাপারটা হলো,আমরা মানুষ, আমরা একটি বা একাধিক উদ্দেশ্য নিয়ে আগাই ওই উদ্দেশ্যকে একটা নির্দিষ্ট সময় এর মধ্যে পূরণ করা বা অর্জন করাই হলো লক্ষ্য।আর সেই লক্ষ্য যদি হয় জীবন গঠনের জন্য তাহলে তা হলো জীবনের লক্ষ্য।

এই লেখা টুকু ভালো লেগেছে৷ সুন্দর লিখেছেন ভাই।

ধন্যবাদ ভাই ♥

দুআ করি, আপনি জীবনে সফলতা অর্জন করুন

ধন্যবাদ