আমাদের কলনীর রাস্তা৷ ছোট বেলায় এই রাস্তায় কত হাটছি৷ এই রাস্তায় মিনি ক্রীকেট খেলছি৷ ছোট বেলায় আমরা প্রায় রাস্তায় ক্রীকেট খেলতাম৷ রাস্তায় ক্রীকেট খেলতে ভালোই লাগতো৷
এই রাস্তাটি বেশ চওড়া ছিলো। রাস্তার পাশে মেহগগাছ আছে৷ রাস্তাটি সিমেন্ট দিয়ে ঢালাই করলা৷ এটা আবাসিক মানুষদের ব্যবহারের জন্য তৈরি৷ এই রাস্তা গুলো অনেক টেকসই৷ আমি ছোট বেলা থেকে এই রাস্তা দেখে আসছি৷ এখন পর্যন্ত রাস্তায় ফাটল ধরে নি৷ আগে কার কাজ টেকসই ছিলো৷ তবে এখন সব কিছুতেই দূরনিতী ঢুকে গেছে৷ তাই রাস্তা-ঘাট তৈরি কিছুদিনের মাথায় ভেঙ্গে যায়৷ রাস্তা-ঘাট সুন্দর থাকলে ভালোই লাগে দেখতে৷ পরিষ্কার রাস্তায় হাটতেও বেশ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit