আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
- আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। @abuahmad ভাই একটি সুন্দর কন্টেস্ট দিয়েছেন। সেটি হলো Review It.
- আমি একটা মুভি রিভিউ দেয়ার মাধ্যমে কন্টেস্টটিতে অংশগ্রহন করতে যাচ্ছি। আমি যে মুভিটির উপর রিভিউ দিতে যাচ্ছি সেটা হলোঃ
দ্যা সুপার খিলারি ৩
দ্যা সুপার খিলারি ৩
সুপার খিলারি ৩ হলো আমার অন্যতম প্রিয় নায়ক রাম পোথিনেনি ও কীর্তি সুরেশ অভিনিত একটি রোমান্টিক মুভি।
মুভি সম্পর্কে কিছু তথ্যঃ
আসল নাম | নেনু শেলেজা |
---|---|
পরিচালক | কিশোর তিরুমালা |
লেখক | কিশোর তিরুমালা |
প্রযোজক | শ্রাবন্তী রবি কিশোর |
অভিনয়ে | রাম পোথিনেনি, কীর্তি সুরেশ, সত্যরাজ |
সিনেমাটোগ্রাফি | সমীর রেড্ডি |
সম্পাদক | শ্রীকর প্রশাদ |
প্রযোজনা সংস্থা | শ্রী শ্রাবন্তী সিনেমা |
মুক্তির তারিখ | ১জানুয়ারি, ২০১৬ |
চলমান সময় | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলেগু |
চরিত্রসমূহ
চরিত্রসমূহ
- হারিঃ হারির চরিত্রে অভিনয় করেছেন এনার্রাজেটিক স্টার রাম পোথিনেনি।
- শেলুঃ শেলেজা অরফে শেলুর চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ।
- শ্রীনিবাস রাওঃ এই চরিত্রে অভিনয় করেছেন বাহুবলীর সেই কাটাপ্পা অর্থাৎ সত্যজিত।
- অশোকঃ প্রিন্স সিসিল শেলুর ভাই অর্থাৎ অশোক চরিত্রে অভিনয় করেছেন।
- সেচ্চাঃ হারির জমজ বোন অর্থাৎ সেচ্ছার চরিত্রে শ্রীমুখি অভিনয় করেছেন।
- মহর্ষিঃ এই চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত।
- হারির বাবাঃ হারির বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ। এছাড়াও আরো অনেকে অভিনয় করেছেন এই মুভিতে।
মুভির কাহিনী
মুভির কাহিনী
একদিন হারি ও তার বন্ধু রাতে মদ খেয়ে রাস্তায় হাটতেছিলো। হারি যেই সময় পড়ে যাচ্ছিলো তখন হঠাৎ করে এক অচেনা পরীর মতো মেয়ে এসে হারিকে পড়ে যাওয়ার হাত থেকে বাচায়। হারি মেয়েটাকে দেখে টাশকি খেয়ে যায়। তারপর ধীরে ধীরে ঘটনাক্রমে মেয়েটা অর্থাৎ শেলুর সাথে হারির দেখা হয় এবং তখন হারির কোনো না কোনো একটা ভালো কাজ করে। যার ফলে হারিকে শেলুর ভালো লাগে। এরপর হারি যখন নিশ্চিত ছিলো যে শেলু তাকে ভালোবাসে তখন সে শেলুকে প্রপোজ করে। কিন্তু শেলুর জবাবে হারি থমকে উঠে। সেখানে আবার কিছু গুন্ডা আসে শেলুকে নিয়ে যাওয়ার জন্য হারি তাদেরকে মারে। তারপর শেলু চলে যায় এবং হারিকে আর তার সাথে যোগাযোগ করতে বাধা করে। তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে।
এরপর হারি একদিন জানতে পারে যে তার বোন শেলুর ভাইকে ভালোবাসে। তারপর হারি শেলুর ভাই অশোকের সাথে দেখা করে এবং তাদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে শেলুর বাবা ও দাদুর মধ্যে যে ঝামেলা ছিলো সেটার সমাধান করে সবার প্রিয় পাত্র হয়ে উঠে। কিন্তু মহর্ষি এসে সব গোলমাল করে দেয়।
এদিকে বাপজি শেলুকে কিডন্যাপ করলে শেলুর বাবা হারিকে ফোন করে শেলুকে নিয়ে আসতে বলে। হারি বাপজির লোকদের সাথে মারামারি করে শেলুকে নিয়ে আসে। তারপর সেখানে শেলুর বাগদত্তা হারিকে অপমান করে। শেলু হারিকে চলে যেতে বললে সে চলে যায়। তারপর রাতে শেলু তার বাবাকে বলে যে সে হারিকে কতো ভালোবাসে।
তারপরের দিন সকালে শেলুর বাবা শেলুকে সেই পুরনো স্কুটিতে করে স্টেশনে নিয়ে যায়। সেখানে হারির সাথে দেখা হলে হারিকে জড়িয়ে ধরে। হারিও শেলুর পাত্রকে কিডন্যাপ করে রেখেছিলো। তারপর তাদের বিয়ের পর বাচ্চা হয় এবং বাচ্চাকে নিয়ে শেলু ও শেলুর বাবা শেলুর প্রিয় জায়গায় বসে ছিলো মুভিটি এখানেই শেষ হয়।
রেটিং
IMDb 6.7/10 Google like 91% Personal ratting 7.3/10
আমার মতামত