My Best Craft - Pen Holder | | by @saikat000 | | 09-05-2022

in hive-138339 •  3 years ago 

20% beneficiaries goes to @steemit-bd

আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।


Steem Bangladesh কর্তৃক আয়োজিত Share with us your best craft কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। এটি আসলেই একটি চমৎকার কন্টেস্টট। কেননা এর মাধ্যমে আমাদের ভিতরে থাকা সুপ্ত প্রতিভাগুলো জাগ্রত হবে। ধন্যবাদ জানাই সেই ভাইকে যিনি এই কন্টেন্টটিকে বেছে নিয়েছেন। আমি আজকে একটি কলমদানি বানিয়েছি।

আমার বানানো কলমদানি

20220508_235721 (1)-01.jpeg

রঙিন কাগজ দিয়ে এই কলমদানিটি বানাতে আমার প্রচুর সময় ব্যায় হয়েছে। এই কলমদানিটিতে কলম, পেন্সিল, টুথব্রাশ, টুথপেষ্টসহ আরো অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যাবে। কলমদানিটি বানানোর ধাপগুলো আপনাদের দেখানো হলো।

উপকরন

20220508_213314.jpg

  • রঙিন কাগজ
  • টিউব গাম
  • কাচি
  • জেলপেন

ধাপ - ০১

20220508_213654.jpg

20220508_213831.jpg

প্রথমে একটি কাগজ নিয়ে বর্গাকারে কাচি দিয়ে কেটে নিলাম। এরপর একে একে মোট ছয়টি কাগজ একইভাবে সমান করে কেটে নিলাম।

ধাপ - ০২

20220508_214020.jpg

20220508_214118.jpg

তারপর একটি কাগজ মাঝখান বরাবর একটা করে নিয়ে আবার সোজা করে দুই পাশে দুইটা ভাজ করে নিলাম। আর নিচের অংশটুকু আরেকটা ভাজ দিলাম।

ধাপ - ০৩

20220508_215308.jpg

20220508_215342.jpg

তারপর ডানপাশের অংশটুকু ভাজ করে অর্ধেক অংশ পর্যন্ত নিয়ে গেলাম। একইভাবে ডান পাশের অংশটুকুও ভাজ করলাম।

ধাপ - ০৪

20220508_215743.jpg

20220508_220203.jpg

এরপর যেখানে যেখানে ভাজ করেছি সেখানে সেখানে টিউব গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। আর এক পাশে একটা হাসির ইমুজি একে নিলাম।

ধাপ - ০৫

20220508_220636.jpg

তারপর যেই পাশে ইমুজি আছে ওই পাশটা উপরে যে পাশে ইমুজি নেই ওই পাশটা নিচে রেখে টিউব গাম দিয়ে ভালোভাবে আটকে দিলাম।

ধাপ - ০৬

20220508_223715.jpg

এরপর উপরের খামটির মতো করে একইভাবে একে একে মোট ছয়টি খাম বানিয়ে নিলাম।

ধাপ - ০৭

20220508_225014.jpg

20220508_224938.jpg

তারপর একটার সাথে আরেকটা টিউব গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এভাবে একে একে ছয়টা খাম একসাথে জোড়া লাগিয়ে দিলে কলমদানি হয়ে গেলো।

ধাপ - ০৮

20220508_225509.jpg

কলমদানি তৈরি হলো ঠিকই কিন্তু তলা তো নেই। তাই তলা বানানোর জন্য কলমদানির মাপ নিয়ে দুইটা কাগজ কেটে নিয়ে টিউব গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

ধাপ - ০৯

20220508_225859.jpg

এরপর আবারো টিউব গাম দিয়ে তলাটি পুরো কলমদানির সাথে এটে দিলাম। ব্যাস এইবার সম্পন্ন হলো আমার কলমদানি বানানোর কাজ।

ধাপ - ১০

20220508_235721 (1)-01.jpeg

তারপর কলমদানিতে আমার কয়েকটা কলম রেখে দিলাম। এইবার এটি স্বয়ংসম্পূর্ণ হলো।

কলমদানির সাথে আমার সেলফি

20220508_230329.jpg

এইবার কলমসহ কলমদানিটি নিয়ে আমি একটা সেলফি তুললাম। নিজের বানানো কলমদানিতে কলম রেখে বেশ ভালোই লাগছে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @ilias12@travel777 কে আমন্ত্রণ যানাচ্ছি।


ধন্যবাদ সবাইকে


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুণ হইছে😊

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

সুন্দর হইছে।

ধন্যবাদ ভাই

Hi dear,
You have not done any power up in the last 30 days. So you are not club5050. Be sure to follow at least club5050 to get support from the art curation team.

@nishadi89 ; Art curation team ( The Perfect Seven )

Cc :- @boss75, @shamimhossain

20220510_121624.jpg

Hey @nishadi89 mam, Thanks for your information. I just got 10.5 steem power up.

My pleasure dear. Remember to power up as much steem as you transfer to deepcrypto8.
Example ; If the transfer steem is 50
should be 50 steem powered up.

Then you can get support from the curation teams. ☺️
Good luck..

Thank you sister We will check the status every day from now on.