Steem Bangladesh Contest - Game Review | | 🎮 Free Fire 🎮 | | 27-07-2021

in hive-138339 •  4 years ago  (edited)

হ্যালো বন্ধুরা,


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত গেম রিভিউ কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে আমার প্রিয় গেম ফ্রি ফায়ার এর উপর রিভিউ দিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।



🎮 Free Fire 🎮



আমাদের বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অনলাইন গেম হলো ফ্রি ফায়ার। এটি আমার অন্যতম প্রিয় একটি গেম। এটি ২০১৯ সালের সর্বাধিক ডাউনলোড হওয়া গেম

Screenshot_20210727-133743_Free Fire.jpg

Screenshoot

গেম সম্পর্কে কিছু তথ্যঃ

নির্মাতা১১১ ডটস স্টুডিও
প্রকাশকগেরিনা
ইঞ্জিনইউনিটি
মাধ্যমঅ্যান্ড্রোয়েড, আইওএস
মক্তি৩০ সেপ্টেম্বর, ২০১৮
ধরনব্যাটল রয়্যাল
কার্যপদ্ধতিমাল্টিপ্লেয়ার


সার্ভারসমূহ



Screenshot_20210727-133750_Free Fire.jpg

Screenshoot

ফ্রি ফায়ার গেমটি বিশ্বব্যাপি খুবই জনপ্রিয়। সারা বিশ্বে বিলিয়নেরও বেশী মানুষ এই গেমটি খেলে। এতো মানুষ একটি সার্ভারে খেললে অনেক সমস্যা দেখা দিবে। তাই গারিনা গেমটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কয়েকটি আলাদা আলাদা সার্ভারে বিভক্ত করেছে। সার্ভারগুলো হলোঃ
  • সিঙ্গাপুর সার্ভার
  • ইন্ডিয়া সার্ভার
  • পাকিস্তান সার্ভার
  • ইন্দোনেশিয়া সার্ভার
  • নর্থ অ্যামেরিকান সার্ভার
  • মিনা সার্ভার
  • ব্রাজিল সার্ভার
  • রাশিয়ান সার্ভার
  • বাংলাদেশ সার্ভার


সেনসিভিটি



Screenshot_20210727-112838_Free Fire.jpg

Screenshoot

ফ্রি ফায়ার খেলায় সেনসিভিটি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফ্রি ফায়ার গেমটি ভালোভাবে খেলতে হলে সেনসিভিটিকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। সেনসিভিটির জেনারেল বাড়িয়ে দিলে মোবাইল অনেকটা ফ্রি হয়ে যায় এবং খুব সহজেই ৩৬০° ঘোরানো যায়। তারপরে আসা যাক রেড ডটে। রেড ডট বেশী করে দিলে বডিতে গুলি লাগে বেশী আর কম করে দিলে যারা হেডশট মারে তাদের গুলি হেডে লাগে বেশী। ২× ৪× ও স্নাইপার এর স্কোপ ততোটা গুরুত্বপূর্ণ বিষয় না। তবে সবাই এগুলো ১০০ করে দিলে খেলে আর ফ্রি লুকও ১০০ করলে ভালো হয়।



কাস্টম এইচ ইউ ডি



Screenshot_20210727-112849_Free Fire.jpg

Screenshoot

কাস্টম এইচ ইউ ডি হলো ফ্রি ফায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কে কিভাবে খেলবে কতো আঙ্গুল দিয়ে খেলবে সেই হিসেবে আলাদা আলাদাভাবে কাস্টম এইচ ইউ ডি সাজাতে হয়। সবাই নিজের নিজের কাস্টম এইচ ইউ ডি নিজে তৈরি করে আবার কেউ কেউ অন্যের দেখে কপি করে। আমি ২ ফিঙ্গার প্লেয়ার। উপরের ছবিটিতে ওটা আমার কাস্টম এইচ ইউ ডি। আমার মতে ২ ফিঙ্গার প্লেয়ারদের জন্য এটি বেস্ট কাস্টম এইচ ইউ ডি। কিন্তু সবার কাছে এটা মনে হবে না। সবার কাছে নিজের নিজের কাস্টম এইচ ইউ ডি বেস্ট কেননা তারা ওই সেটিং এ খেলে অভ্যস্ত।



ট্রেনিং



Screenshot_20210727-155443_Free Fire.jpg

ফ্রি ফায়ার গেমটিতে ট্রেনিং সেকশন এর ব্যবস্থা রয়েছে যা খুবই উপকারি। সাধারনত কোনো ম্যাচ খেলতে গেলে একবার মরে গেলে আবার প্রথম থেকে খেলতে হয়। কিন্তু ট্রনিং-এ যতবারই মরি না কেনো সাথে সাথে আবার রিভাইভ নেয়া যায় তাও আবার কোনো টিমমেটও লাগে না। অনেকে ট্রেনিং-এ মুভমেন্ট স্পীড বাড়ানোর জন্য খেলে আবার অনেকে হেডশট মারার প্রাকটিচ করে। একজন ভালো ফ্রি ফায়ার খেলোয়াড় হতে হলে প্রতিদিন ২-৪ ঘন্টা ট্রেনিং-এ প্রাকটিচ করতে হবে।


গেম মোড



Screenshot_20210727-155539_Free Fire.jpg

Screenshoot

ফ্রি ফায়ারে প্রধানত ২ ধরনের ম্যাচ খেলা যায়। যথা-
  • ক্লাস স্কোয়াড
  • ম্যাপ ম্যাচ

এই ম্যাপ ম্যাচ ও ক্লাস স্কোয়াডের আবার বিভিন্ন ভাগ আছে।

ম্যাপ ম্যাচঃ

Screenshot_20210727-113054_Free Fire.jpg

Screenshoot

ম্যাপ ম্যাচে প্লেন থেকে নেমে লুট করে খেলতে হয়। একা খেললে ৫০ জন দ্বৈত খেললে ২৫ টা দল মোট ৫০ জন ও স্কোয়াডে খেললে ১৩ টা দল মোট ৫২ জন ম্যাপে নামে। শেষ পর্যন্ত যে বেচে থাকবে সে বুইয়া পাবে মান ম্যাচটি সে জিতে যাবে। ক্লাসিক ও র‍্যাংক দুইভাবে ম্যাপ ম্যাচ খেলা যায়।

  • বারমুডা
  • কালাহারি
  • বারমুডা রিমাস্ট্রেড
  • পুর্গাটরি

এই চারটি ম্যাপে ক্লাসিক ম্যাচ খেলা যায়। আর র‍্যাংক ম্যাচে এই চারটির মধ্যে যেকোনো একটি ম্যাপে ম্যাচটি খেলা যাবে।

ক্লাস স্কোয়াডঃ

Screenshot_20210727-160757_Free Fire.jpg

Screenshoot

ফ্রি ফায়ারে বর্তমান ক্লাস স্কোয়াড মোড খুবই জনপ্রিয়। ক্লাস স্কোয়াডের আবার বিভিন্ন ভাগ আছে।

  • ক্লাস স্কোয়াড বারমুডা
  • ক্লাস স্কোয়াড কালাহারি
  • ক্লাস স্কোয়াড বারমুডা রিমাস্ট্রেড
  • ক্লাস স্কোয়াড র‍্যাংক

ক্লাস স্কোয়াড র‍্যাংক বর্তমানে সবচেয়ে বেশী জনপ্রিয়। কেওনা এখানে লুট করতে হয় না। সবাইকে সমান টাকা দেয়া হয় যেটা দিয়ে সবাই বন্দুক, গ্রেনেড, ভেস্ট, হেলমেট, গ্লুওয়াল সব কিনতে পারে। ক্লাস স্কোয়াড মোডে ৪ জন করে খেলতে হয়।



গ্রাফিক্স ও গেমপ্লে



Screenshot_20210727-114617_Free Fire.jpg

ফ্রি ফায়ার গেমটির গ্রাফিক্স অসাধারণ। গ্রাফিক্সের কোয়ালিটি ইচ্ছেমতো বাড়া কমা করা যায়। নরমাল মোবাইলগুলোতে সবাই স্মুথ করে দিয়ে খেলে আর একটু ভালো মোবাইলে স্টান্ডার্ড এবং গেমিং মোবাইল বা পিসিতে সবাই আল্ট্রা করে দিয়ে খেলে। ফ্রি ফায়ার গেমটি খেলা খুবই সহজ। অন্যান্য সব ব্যাটল রয়্যাল গেমের মতো এটিতেও সবাই মিলে ফাইট করে। শেষ পর্যন্ত যে থাকে সে বা তার দল ম্যাচটি জয়ী হয়। প্রত্যকের হেলথ ২০০ এইচ পি করে থাকে। গুলি লাগলে আস্তে আস্তে সেটা কমে যায়। হেলথ কমে গেলে মেডকিট ব্যবহার করে সেই এইচ পি আবার বাড়ানো যায়। ২০০ এইচ পি শেষ হয়ে গেলে সে মারা যায় আম্র স্কোয়াডে হলে নক ডাউন হয়ে যায়। দ্বৈত বা স্কোয়াডে নক ডাউন হলে টিমমেট রিভাইভ দিতে পারে। এটি একটি সহজ ও বিনোদনমূলক গেম। আমি নিজে ফ্রি ফায়ারের একটি মন্টেজ ভিডিও বানিয়েছি। এডিটও আমি নিজে করেছিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।

ভিডিও লিংকঃ



গেমের ক্ষতিকর দিকসমূহ



Screenshot_20210727-114617_Free Fire.jpg

Screenshoot

এই ফ্রি ফায়ার গেমটি অনেক জনপ্রিয় ও বিনোদনমূলক গেম হলেও এর কিছু ক্ষতিকর দিক রয়েছে। সেগুলো হলোঃ

  • টপ আপ। সবচেয়ে বড় সমস্যা হলো টপ আপ। টপ আওএর করার জন্য অনেকে টাকা চুরি করে বা না খেয়ে টাকা জমিয়ে টপ আপ করে।
  • সময় নষ্ট। অনেকে ফ্রি ফায়ার গেমটি সারাদিন ধরে খেলে। যার কারনে তার অনেক সময় নষ্ট হয় ও লেখাপড়ার অনেক ক্ষতি হয়।
  • শারীরিক ও মানসিক সমস্যা। একটানা অনেক সময় ধরে গেম খেললে চোখের সমস্যা হয়ে থাকে ও ব্রেইন এর উপর অনেক চাপ পড়ে। যার কারনে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত-এর শিকার হতে হয়।
  • বিবাদ। এখন প্রায়ই শোনা যাচ্ছে যে ফ্রি ফায়ার খেলা নিয়ে বিবাদের কারনে মারামারিতে কয়েকজন আহত।

এরকম আরো অনেক ক্ষতিকর দিক আছে এই গেমের।



রেটিং



গুগল প্লে স্টোর৪.২/৫
ফেসবুক৪.৬/৫
আপ টু ডাউন৪.৪/৫
পার্সোনাল রেটিং৪.৫/৫



আমার মতামত



Screenshot_20210727-133828_Free Fire.jpg

Screenshoot

ফ্রি ফায়ার গেমটি আমার প্রিয় একটি গেম। অনলাইনে যতগুলো গেম আমি খেলেছি তার মধ্যে ফ্রি ফায়ার আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছে। এই গেমটি খেলতে যেমন ভালো লাগে তেমনি অন্যের গেমপ্লে দেখতেও ভালো লাগে। আমার মনে হয় এমন কোনো গেমার নেই যে এই গেমটি খেলে নি। তবে আমাদের এই গেমটি খুব সতর্কে সাথে খেলতে হবে। কেননা গেমটিতে আসক্ত হয়ে অনেক ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গেমটি খেলবো শুধুমাত্র বিনোদনের জন্য কেউ গেমের প্রতি আসক্ত হবো না।



তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের গেম রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে।



ধন্যবাদ সবাইকে🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ রিভিউ।অনেক কিছু তুলে ধরেছেন রিভিউটিতে। ধন্যবাদ !!!

ধন্যবাদ ভাই ✌️🖤

অনেক সুন্দর হয়েছে

ধন্যবাদ ভাই ✌️🖤

অসাধারণ রিভিউ ছিলো

ধন্যবাদ ভাই ✌️🖤

khub valo heace vae

Dhonnobad vai ✌🖤

ওয়াও! অসাধারণ রিভিউ। পোস্টটি সুন্দরভাবে সাজিয়েছেন।

Dhonnobad vai ✌🖤

সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন। রিলিজ হওয়ার পর বেশ কয়দিন গেমটি খেলেছিলাম।

ধন্যবাদ ভাই। আমি এখনও খেলি গেমটা

সুন্দর হয়েছে

Dhonnobad ✌️🖤