Steem Bangladesh Contest - Movie Review | | Rangasthalam

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম



আমি বাংলাদেশ🇧🇩 থেকে @saikat000



আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত মুভি রিভিউ কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে যে মুভিটির উপর রিভিউ দিতে যাচ্ছি সেটি হলোঃ



রাঙ্গাস্থালাম



images (11).jpeg
Source


এই মুভিটি ১৯৮০ সালের পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে এটি ৩য়। মুভিটিতে একশন, রোমান্স, কমেডি সব কিছুই আছে।


মুভি সম্পর্কে কিছু তথ্যঃ

পরিচালকসুকুমার
প্রযোজকওয়াই. নবীন, ওয়াই. রবি শংকর, ভি. মোহান
রচিয়তাসুকুমার
শ্রেষ্ঠাংশেরাম চরণ, সামান্থা আক্কিনেনি
সুরকারদেভি শ্রী প্রসাদ
চিত্রগ্রাহকআর. রথনাভেলু
সম্পাদকনবীন নুলী
প্রযোজন কোম্পানিমিথরি মুভি মেকারস
পরিবেশকমিথরি মুভি মেকারস
মুক্তি৩০ মার্চ, ২০১৮
দৈর্ঘ১৭৪ মিনিট
দেশভারত
ভাষাতেলেগু
ব্যায়৬০ কোটি রুপি
আয়২১৬ কোটি রুপি (প্রায়)


মুভির কাহিনী



Screenshot_20210701-095209_XPlayer.jpg

Screenshoot


মুভির শুরুতেই হিরোর এন্ট্রি হয়। হিরোর এন্ট্রি তেমন যাক জমকপূর্ণ ছিলো না। চিট্টি বাবু (রাম চরণ) সাইকেলে করে এম. এল. এ. এর কাছে যাচ্ছিলো। কিন্তু চিট্টি বাবুর পৌছানোর আগে এম. এল. এ. এর এক্সিডেন্ট হয়ে যায়। তারপর তাকে সে হাসপাতালে নিয়ে যায়। তারপর মুভির কাহিনী প্রথম থেকে শুরু হয়।


চিট্টি বাবুর বড় ভাই কুমার বাবু (আধী) দুবাই থেকে ফেরত আসে। চিট্টি বাবু হলো একজন বধির। তার এই সমস্যার কারনে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

Screenshot_20210701-111348_XPlayer.jpg

Screenshoot


Screenshot_20210701-112107_XPlayer.jpg

Screenshoot

কুমার বাবু ছিলো খুব ভালো মনের মানুষ। গরীবের দুঃখ তার সহ্য হয় না। তাই বাড়িতে ঢোকার আগেই তার সামনে এক গরীবকে অত্যাচারিত হতে দেখলে সে তার হয়ে ঋন পরিশোধ করে।

Screenshot_20210701-112840_XPlayer.jpg

Screenshoot


মুভির হিরোইন লাক্সমির (সামান্থা আক্কিনেনি( সাথে চিট্টি বাবুর দেখা হয় খুবই অসাভাবিকভাবে। প্রথম দেখাতেই চিট্টি বাবুর লাক্সমিকে ভালো লাগে। তারপর একদিন মার্কেটে লাক্সমির জন্য চিট্টি বাবু মারামারি করে এতে লাক্সমিও চিট্টি বাবুকে পছন্দ করা শুরু করে।


একদিন এক বৃদ্ধ লোককে চিট্টি বাবু পানি থেকে বাচায়। লাক্সমি তখন জানতে পারে যে চিট্টি বাব্য বধীর এবং তার মন পরিষ্কার। তখন সে চিট্টি বাবুর প্রেমে পড়ে যায়।

Screenshot_20210701-115406_XPlayer.jpg

Screenshoot


Screenshot_20210701-115629_XPlayer.jpg

Screenshoot

সোসাইটি যে মানুষকে লুট করতেছে এটা কুমাড় বাবুর চোখে পরে। তারপর সে লাক্সমিকে নিয়ে প্রেসিডেন্টের কাছে যায়। কিন্তু সেখানে কুমার বাবুকে ২০,০০০ রুপি জরিমানা করা হয়।

Screenshot_20210701-115818_XPlayer.jpg

Screenshoot


তারপর চিট্টি বাবু তার চেলার কাছ থেকে সেই রাতের আসল ঘটনা জানার পর রেগে যায়। শিশু নাইডু তার দাদিকে অপমান করেছিলো। চিট্টি বাবু শিশু নাইডুর আস্তানায় গিয়ে সবার সামনে মেরে আসে। তারপর তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে অনেক মারে। কুমার বাবু প্রেসিডেন্টের কাছে গেলে তিনি তাকে ফেরত দেয়। অবশেষে এম. এল. এ. এর কাছে গিয়ে কুমার বাবু চিট্টি বাবুকে জেল থেকে ছাড়ায়।


তারপর কুমার বাবু প্রেসিডেন্ট পদের জন্য নমিনেশন নেয়। রাঙ্গাস্থালামে পরিবর্তন আনার জন্য ও মানুষের সেবা করার জন্য সে প্রেসিডেন্ট পদে নমিনেশন নেয়।

Screenshot_20210701-120020_XPlayer.jpg

Screenshoot


Screenshot_20210701-120136_XPlayer.jpg

Screenshoot

ধাপে ধাপে তারা এগোয় এবং চিট্টি বাবুর মনে দুশ্চিন্তা যাগে যে তার ভাইকে কেউ মেরে ফেলবে। একদিন কুমার বাবুর উপর আক্রমণ হয় এবং চিট্টি বাবু অনেক চেষ্ঠা করেও তার ভাইকে বাচাতে পারে নি।

Screenshot_20210701-120217_XPlayer.jpg

Screenshoot


তারপর আসে আসল টুইস্ট। মুভির আসল ভিলেন কে সেটা মুভির শেষ পর্যায়ে জানা যায়। এম. এল. এ. কুমার বাবুকে মারার জন্য লোক পাঠিয়েছিলো। চিট্টি বাবু এম. এল. এ. এর সেবা করে তাকে কোমা থেকে ভালো করে। যখন তার মিনিস্টার হওয়ার সুযোগ আসে তখন চিট্টি বাবু তাকে মেরে ফেলে।




আমার মতামত



আমি মূলত রাম চরণের একজন বড় ভক্ত। আমি তার প্রায় সবগুলো মুভিই দেখেছি। রাঙ্গাস্থালাম মুভিটি সত্যি অসাধারণ একটা মুভি। মুভির কাহিনী একদম ইউনিক। মুভিতে একশন, রোমান্স, ফ্যামিলি ড্রামা সব ছিলো। রাম চরণ তার ভাইকে ভীষণ ভালোবাসতো। মুভিটি অনেক সুনাম অর্জন করেছে। আপনারা যারা এখনও মুভিটা দেখেননি তারা দেখে নিবেন।




রেটিং



আইএমডিবি৮.৪/১০
নিজস্ব রেটিং৯/১০
বুক মাই শো লাইক৭৮%
রোটেন টমেটোস লাইক১০০%
গুগল ইউজার লাইক৮৭%


তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। করোনা পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।




ধন্যবাদ সবাইকে🖤🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর হয়েছে

Thank you bruda🖤