Steem Bangladesh Contest - Movie Review | | Suriya The Brave Soldier | | 02-08-2021

in hive-138339 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত মুভি রিভিউ কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে আমার অন্যতম প্রিয় নায়ক আল্লু অর্জুনের সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার মুভি এর উপর রিভিউ দিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।



🎞️ সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার 🎞️



সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার হলো না পেরু সুরিয়া না ইল্লু ইন্ডিয়া মুভিটির হিন্দি ডাব ভার্সন। এটি একটি অ্যাকশন ধর্মী মুভি যার প্রধান চরিত্রে রয়েছে সাউথের স্টাইলিশ স্টার আল্লু অর্জুন।

images (7).jpeg
Source

মুভি সম্পর্কে কিছু তথ্যঃ

পরিচালকবক্কন্তম বংশী
প্রযোজকশ্রীধর লগদপতি, বানি বাস, সুনীল চৌধুরী, কে. নাগেন্দ্র বাবু
রচিয়তাবক্কন্তম বংশী
অভিনয়েআল্লু অর্জুন, অনু এম্মানুয়েল, অর্জুন সারজা
চিত্রগ্রাহকরাজীব রবি
সম্পাদককোটাগিরি বেঙ্কেটেশ্বর রাও
প্রযোজনা কোম্পানিরামলক্ষ্মী সিনে ক্রিয়েশন
পরিবেশকমডার্ন মুভিজ
মুক্তিমূল ছবিঃ ০৪ মে ২০১৮, হিন্দি ডাবঃ ০৭ সেপ্টেম্বর ২০১৮
দৈর্ঘ্য১৬৮ মিনিট
দেশভারত
ভাষাতেলেগু
আয়১০০.৫ কোটি টাকা (প্রায়)


চরিত্রসমূহ



images (8).jpeg
Source

  • সুরিয়াঃ এই মুভির প্রধান চরিত্র হলো সুরিয়া যেটিতে আল্লু অর্জুন অভিনয় করেছে। সুরিয়া চরিতে তার কাজ তথা আর্মির ডিউটির প্রতি ভালোবাসা ও অন্যায়কারীদের প্রতি ক্রোধ প্রকাশ পায়।

  • বর্ষাঃ বর্ষা হিসেবে এই মুভিতে অভিনয় করেছে অনু এম্মানুয়েল। বর্ষা চরিত্রে তার পরিবারের প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়।

  • রাধা কৃষ্ঞানঃ এই চরিত্রে অর্জুন সার্জা অভিনয় করেন। চরিত্রটি হলো সুরিয়ার বাবা। এই চরিত্রে তার কাজের প্রতি তার এখনিষ্ঠা দেখা যায়।

  • ছাল্লাঃ ছাল্লা হলো এই মুভির ভিলেন। এই চরিত্রে অভিনয় করেছে আর. সরৎকুমার। এই চরিত্রে নিজের ক্ষমতার বলে সাধারণ মানুষের প্রতি নির্যাতনের বিষয়টি লক্ষ করা যায়।

  • ছাল্লার ছেলেঃ এই চরিত্রে অভিনয় করেছেন ঠাকুর অনুপ সিং। বাবার ক্ষমতার বলে নিজেকে অনেক বড় মনে করা, আইন-কানুন না মানা, মানুষের উপর অত্যাচার করা ইত্যাদি প্রকাশ পেয়েছে এই চরিত্রে।

  • কিশোরঃ কিশোর হিসেবে ভেন্নেলা কিশোর অভিনয় করেছেন এই মুভিতে। একজন বন্ধুকে সাহায্যের জন্য সুন্দর মনোভাব প্রকাশ পেয়েছে এই চরিত্রে। এছাড়াও আরো অনেকে অভিনয় করেছেন এই মুভিতে।


মুভির কাহিনী



Screenshot_20210802-131305_YouTube.jpg

Screenshoot from my phone

মুভির শুরুতে একজন পুলিশ অফিসার ভাঙ্গা হাত নিয়ে সেনানিবাসে প্রবেশ করে। তারপর তিনি সেই সেনানিবাসের প্রধানের সাথে দেখা করেন। তিনি সেনানিবাসের প্রধানকে বলেন সুরিয়ার কথা। কিভাবে তার হাত ভেঙ্গে গিয়েছে সেটাও বলেন।

Screenshot_20210802-131429_YouTube.jpg

Screenshoot from my phone

Screenshot_20210802-131743_YouTube.jpg

Screenshoot from my phone

এই মুভিতে হিরোর এন্ট্রি হয় একটি নাইট ক্লাবে। সেখানে সে মিনিষ্টারের ছেলেকে মারে তারপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পুলিশ অফিসার স্টেশনে সিগারেট জ্বালালে সুরিয়াও সিগারেট ধরায়। যার ফলে অফিসারের অনেক রাগ হয় এবং তিনি সুরিয়ার উপর পানি দেয়।

Screenshot_20210802-132226_YouTube.jpg

Screenshoot from my phone

তারপর সুরিয়া রেগে গিয়ে অফিসারসহ পুরো থানার সব পুলিশকে ইচ্ছেমতো পেটায়। সেনানিবাসে এক পাকিস্তানি কয়েদি ছিলো সুরিয়া তাকেও মেরে দেয়। যার কারনে সেনানিবাসের প্রধান সুরিয়াকে বহিস্কার করে। এতে করে সুরিয়ার বর্ডারে যাওয়ার স্বপ্ন ভেঙে যায়।

Screenshot_20210802-132501_YouTube.jpg

Screenshoot from my phone

তারপর সুরিয়ার গডফাদার মেজরের সাথে কথা বলে এবং সুরিয়ার জন্য একটা শেষ সুযোগ চায়। মেজর গডফাদারের কথা ফেলতে পারেন না এবং তিনি বলেন যে এটাই শেষ সুযোগ। তারপর তিনি সুরিয়াকে একজন লোকের কাছ থেকে সাক্ষর নিয়ে আসতে বলা হয়। যদি সে সাক্ষর নিয়ে আসতে পারে তাহলে তার বর্ডার যাবার স্বপ্ন বেচে থাকবে। সুরিয়া যানতে পারে যে যার কাছ থেকে তাকে সাক্ষর নিয়ে আসতে হবে সে তার বাবা।


Screenshot_20210802-132632_YouTube.jpg

Screenshoot from my phone

প্রথম সাক্ষাতে সুরিয়ার বাবা তাকে না চেনার ভান করে প্রশ্ন করে এবং সাক্ষর দেয়ার বেপারে কোনো কথা না বলেই চলে যায়। এতে করে সুরিয়ার তার বাবার প্রতি রাগ হয়।

Screenshot_20210802-133229_YouTube.jpg

Screenshoot from my phone

২য় সাক্ষাতে সুরিয়ার বাবা সুরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনে এবং সাক্ষর সম্পর্কে কিছু না বললে সুরিয়া রেগে গিয়ে তার বাবাকে অনেক কিছু বলে।

Screenshot_20210802-133402_YouTube.jpg

Screenshoot from my phone

তারপর সুরিয়ার বাবা তাকে নিজের ছেলে বলে সবার সামনে ঘোষণা দেয়। তারপর সুরিয়া তার বাবাকে সবার সামনে বলে আমাকে এমন কিছু করতে দাও যেটা করলে তুমি সাক্ষর দিবে। তাপর সুরিয়ার বাবা সুরিয়াকে বলে ২১ দিন যেন সে তার রাগকে নিয়ন্ত্রণে রাখে। কারন ২১ কেউ কোনো কিছু থেকে বিরত থাকলে তার সেই অভ্যাস বদলাতে পারে। তারপর থেকে সুরিয়ার মিশন শুরু হয়।

Screenshot_20210802-133814_YouTube.jpg

Screenshoot from my phone

Screenshot_20210802-133555_YouTube.jpg

Screenshoot from my phone


তারপর সে সেখান থেকে রাগ হয়ে বেড়িয়ে পরে ও রাস্তায় ছাল্লার ছেলে ও তার দলবলকে মারে। তারপর থেকে সুরিয়া তার রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্ঠা করে। একদিন ছাল্লার গাড়ি খারাপ হওয়ার ছাল্লা সুরিয়ার গাড়িতে সারাদিন ঘুরে বেড়ায় ও তার অবৈধ কাজকর্ম করে। সেগুলো দেখে সুরিয়ার অনেক রাগ হয় কিন্তু তবু্ও সে তার রাগকে নিয়ন্ত্রণে রাখে।

Screenshot_20210802-133846_YouTube.jpg

Screenshoot from my phone

তারপর একদিন তাকে পুলিশ স্টেশনে একটা কেসের সাক্ষী হিসেবে ডাকা হলে সে বলে যে সেদিন সে কিইইছু দেখেনি। কারন ২১ দিন তার কোনো ঝামেলায় জড়ানো যাবে না। সেখানকার একজন পুলিশ অফিসারের কথা শুনে সুরিয়া অবাক হয়ে যায় আর নিজেকে নিজের কাছে ছোটো মনে হয়

Screenshot_20210802-133949_YouTube.jpg

Screenshoot from my phone

Screenshot_20210802-134113_YouTube.jpg

Screenshoot from my phone

তারপর ২১ দিন পূরন হওয়ার পর ঠিক যেই মুহূর্তে সুরিয়ার বাবা সাক্ষর করবে তখনই সুরিয়া বলে যে সে হেরে গেছে। বর্ডারে যাওয়ার জন্য সে তার চরিত্রটাকেই হারিয়ে ফেলেছে। এই বলে সে ওখান থেকে চলে যায় সেই মুক্তিযোদ্ধার বাড়ি তাদেরকে ছাল্লার ছেলের হাত থেকে রক্ষা করার জন্য। ছাল্লার ছেলে ও তার দলবলকে সুরিয়া দৌড়িয়ে দৌড়িয়ে মারে এবং ছাল্লার বাড়িতে গিয়ে ছাল্লার লোকজনকে মেরে তার সাথে কথা বলে।

Screenshot_20210802-134238_YouTube.jpg

Screenshoot from my phone

তারপর ছাল্লা সুরিয়াকে বলে যে সে কি চায়। তখন সুরিয়া বলে যে সে শান্তি চায়। সেই মুক্তিযোদ্ধার ছেলে বেপাত্তা ছিলো। মিডিয়া তোলপার হয়েছিলো তাকে নিয়ে। অবশেষে সে ফিরে আসে ও ভারতের পতাকা উড়িয়ে সবাইকে জানান দেয় যে তার বাবা যেই দেশের জন্য যুদ্ধ করে পা হারিয়েছে সেই দেশের প্রতি তারো ভালোবাসা আছে।

Screenshot_20210802-134311_YouTube.jpg

Screenshoot from my phone

তারপর সুরিয়া ভেবে নেয় যে তার আর কোনোদিন বর্ডারে যাওয়া হবে না। কিন্তু সুরিয়ার বাবা পেপারে সাক্ষর করে সুরিয়াকে দিয়ে দেয় এবং বলে তুমি জিতেছো। সুরিয়া খুশিতে কেদে ফেলে ও তার বাবাকে জড়িয়ে ধরে। তারপর সুরিয়ার বর্ডার যাওয়ার মধ্য দিয়ে মুভিটি শেষ হয়।



রেটিং



IMDb6.8
Personal7.5/10
Rotten Tomatoes88% like
Google users92% like


আমার মতামত



images (11).jpeg
Source

সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার একটি অসাধারণ অ্যাকশন মুভি। আমার মনে হয় এমন কোনো মুভি প্রেমী নেই যে এই মুভিটি দেখে নি। একজন সেনার তার কাজের প্রতি কতটা ভালোবাসা থাকলে সে তার নিজের অভ্যাস বদলানোর চেষ্ঠা করে তা এই মুভিতে দেখা যায়। আল্লু অর্জুনের অ্যাকশন সিনগুলো ছিলো দেখার মতো। আমি এই মুভিটি ৮-১০ বার দেখেছি। যতবারই দেখি ততই ভালো লাগে। যারা এখনো এই মুভিটি দেখেন নি তারা অবশ্যই দেখে নিবেন। কারো সময় নষ্ট হবে না।



তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের গেম রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে।



ধন্যবাদ সবাইকে🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Sundor hoyeche apnar movie review

Dhonnobad vai ✌🖤

খুব সুন্দরভাবে সাজিয়ে রিভিউ দিয়েছেন।

Dhonnobad vai ✌🖤

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.