Steem Bangladesh Contest - Poetry | | Amader choto nodi | | 28-07-2021

in hive-138339 •  4 years ago 

  • আসসালামু আলাইকুম


  • আমি বাংলাদেশ🇧🇩 থেকে @saikat000



    আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে আমাদের ছোটো নদী কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।



    কবিতার লিংক




    আমাদের ছোটো নদী
    -রবীন্দ্রনাথ ঠাকুর


    আমাদের ছোটো নদী চলে বাকে বাকে,
    বৈশাখ মাসে তার হাটু জল থাকে।
    পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
    দুই ধার উচু তার, ঢালু তার পারি।
    চিকচিক করে বালি কোথা নাই কাদা,
    একধারে কাশবন, ফুলে ফুলে সাদা।
    কিচিমিচি করে সেথা শালিকের ঝাক,
    রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক।
    আর-পারে আমবন, তালবন চলে
    গায়ের বামুন পারা তারী ছায়াতলে।
    তীরে তীরে ছেলেমেয়ে নাইবার কালে,
    গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।


    তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আবৃত্তি। আশা করি আপনাদের ভালো লেগেছে।


    ধন্যবাদ সবাইকে🖤

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    অনেক সুন্দর হয়েছে ভাই আপনার কবিতা আবৃত্তি

    Dhonnobad vai ✌🖤

    সুন্দর হয়েছে অনেক

    Dhonnobad api ✌🖤

    সুন্দর হয়েছে

    Dhonnobad vai ✌🖤