The Diary Game : 15/08/2020

in hive-138339 •  4 years ago 

আসসালামুআলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন এবং ডায়েরি গেম খুব সুন্দরভাবে উপভোগ করেছেন।

আজ আমার ডায়েরি গেমের ১৫তম দিন চলছে।

কয়েকদিন থেকে খুব ক্লান্ত শরীর নিয়ে দিন কাটাচ্ছি। কারণ বেশি রাত জাগায় আমার খাওয়ার রুচি খুব কম হয়ে গেছে এই ক্লান্তির কারনে আমি ডায়েরি গেমের পোস্ট সময়মতো করতে পারছিনা । তাই আমি খুবই দুঃখিত।

যাই হোক প্রতিদিনের ন্যায় আজকেও সকাল 9 ঘটিকার সময় ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম,,ফ্রেশ হলাম সকালে নাস্তা করলাম নাস্তা করে আমি বাসায় একটু কাজ করলাম বাসায় অনেক কাজ ছিল আমি কয়েকটি বাঁশ ফাটাইলাম। এগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে যা দিয়ে আমাদের বাসায় ভাত তরকারি ইত্যাদি খাবার রান্না করা হবে। আমরা গরীব মানুষ বৈদ্যুতিক চুলা দিয়ে বেশি রান্না করিনা কেননা বৈদ্যুতিক চুলায় রান্না করলে অনেক বিল আসে এবং এটি আমাদের জন্য অনেক ব্যয়বহুল। যাইহোক কাজ করার পর পুনরায় ফ্রেশ হইলাম শেষ হওয়ার পর আমি টার্মিনাল বাজার গেলাম সেখানে গিয়ে বন্ধুদের সাথে কিছু আড্ডা করলাম আর দেখা করার পর আমি বাসায় আসলাম বাসায় এসে কিছু গান শুনলাম গান শুনে মনকে হালকা করা যায়।

কাজ করার সময়

2020-08-13-10-20-52-639.jpg

দুপুর হয়ে গেল কাপড় পরিবর্তন করে আমাদের টিউবওয়েলে গোসল করলাম।আবহাওয়া খুব গরম আমাদের দেশে আবহাওয়া এখন প্রায় রোদ বৃষ্টির মত কখনো রোদ কখনো বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না।বৃষ্টির খেলা খুব ভালোই লাগে দুপুরবেলা রোদ সন্ধ্যায় বৃষ্টি আবার সকাল বেলা রোদ সব মিলিয়ে রোদ-বৃষ্টির খেলা চলছে বর্তমান মৌসুমে।

আমি দুপুরের খাবার সাদা ভাত ছোলা পটল ও করল্লার ভাজি দিয়ে দুপুরে খাবার খাই। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম এরপর ফোন হাতে নিয়ে স্টিমিট একটু কাজ করলাম এবং বাংলাদেশি একটি নাটক দেখলাম। বিনোদনের আরেক নাম বাংলাদেশের নাটক। এত বিনোদন উপভোগ করা যায় বাংলাদেশের নাটকের দেখার মধ্যে দিয়ে যা অন্য কোন রিয়েলিটি শোতে পাওয়া যায় না।

বিকাল নেমে আসলো আমি ক্রিকেট খেলার জন্য মাঠের উদ্দেশ্যে রওনা দেই। মাঠে গিয়েই আমি নীল আকাশের দিকে তাকিয়ে থাকি আকাশ এক দিকে মেঘলা অন্যদিকে কালো মেঘে আবদ্ধ হয়ে আছে।খুব সুন্দর লাগছিলো প্রকৃতির এই দৃশ্য গুলি। আমি ক্যামেরা দিয়ে ছবি না তুলে থাকতে পারিনা। তাই আমি সঙ্গে সঙ্গে কয়েকটি আকাশের ছবি তুলে নিলাম।

বিকেলের মেঘলা আকাশ

IMG_20200815_164320.jpg

বিকেলের কালো মেঘের আকাশ

IMG_20200815_163945.jpg

আমরা সব খেলোয়াড়দের 2 দলে ভাগ করে নিলাম এবং আমরা ছয় ওভার করে ম্যাচটি অনুষ্ঠিত করলাম। আমি দলের অধিনায়ক ছিলাম এবং আমরা জয়ী হই এবং আমি ম্যান অফ দ্যা ম্যাচ আজকের খেলায়। খেলা শেষ হতে না হতেই প্রচন্ড ঝড় শুরু হয় বৃষ্টির সাথে সাথে বাতাস অনেক বেশি ছিল আমরা সবাই ব্যাট,বল ও ষ্টাম্প নিয়ে দৌড়ে গিয়ে এক জায়গায় অবস্থান করি। বৃষ্টি থামার পর আমি আমার বন্ধুর কাছে দেখা করতে বাজারে যাই সেখানে গিয়ে প্রথমত আমরা মাগরিবের নামাজ পড়ি।নামাজ শেষ করে আমি আমার বন্ধু হোন্ডা করে পার্বতীপুর থেকে হাবরা যাই সেখানে গিয়ে আমরা কিছু মুহূর্ত কাটাই। আমি রাতে বাসায় আসি বাসায় এসে ফ্রেশ হই এবং রাতের খাবার খেয়ে আমি ঘুমাই যাই।খুব ক্লান্ত থাকার কারণে আজকে আমি স্টিমিটে সময় দিতে পারিনি। এই ছিল আমার আজকের ডায়েরি আপনাদের অনেক ধন্যবাদ আমার পোস্টটি কষ্ট করে পড়ার জন্য। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।সে প্রত্যাশা রেখে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।

ধন্যবাদ।

#Bangladesh

@sajibmolla17

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিকেলের মেঘলা আকাশের ছবিটা খুবই সুন্দর হয়েছে।ক্রিকেট খেলা দেখতে আমার ভালো লাগে।
অনেক ভালোদিন কাটিয়েছেন।
#onepercent
#bangladesh

Yea! thank's

your blog is too good . you are describe your activity properly ..

Your photos are beautiful . nice click

Keep working and staying with us.

and stay with #thediarygame

Thanks for your blog

আপনার ব্লগ সুন্দর হয়েছে বিকেলের আকাশের দৃশ্য গুলি আপনি তুলে ধরেছেন তা অসাধারণ হয়েছে। মেঘলা আকাশ যখন শুরু হয় তখন আকাশ অন্য এক রূপ ধারণ করে। যেটি আপনার ছবিতে ফুটে উঠেছে। আপনি প্রতিদিন ক্রিকেট খেলেন খুব ভালো লাগলো ক্রিকেট বিশ্বে একটি জনপ্রিয় খেলা আমিও খেলি তবে ব্যবসার কারণে আর খেলা হয়না।
#onepercent
#bangladesh

How is your body now?
Thanks for sharing your daily diary.

#onepercent

#Bangladesh

I am fine now.

Screenshot_2020-08-16-22-18-28-217_com.twitter.android.jpg

Is this the field? The place looks very beautiful. #onepercent #bangladesh
image.png