Music contest "bela bosh reverse" @sajjad26 (2-6-2021)

in hive-138339 •  4 years ago 

চাকরিটা আমি পাইনি বেলা এখনো,
অনেক কষ্ট বুকে চাপা দিয়ে বলছি,
সম্বন্ধটা এইবার তুমি ভাঙতে যেও না যেন
বেকার আমি হন্যে হয়ে টলছি।
চাকরিটা আমি পাইনি বেলা এখনো,
অনেক কষ্ট বুকে চাপা দিয়ে বলছি,
সম্বন্ধটা এইবার তুমি ভাঙতে যেও না যেন
বেকার আমি হন্যে হয়ে টলছি।
চাকরিটা আমি পাইনি বেলা সত্যি,
প্যানেল লিস্টে ঝুলিয়ে রাখা নাম,
মোটা অংকের বাহানায় তোলাবাজি চাহিদায়
ডিগ্রি আমার মেধা বদনাম।
বেলা বেলা... বেলা...
আমার ফেরার পালা
পারব না আর ফিরতে পিছুটানে,
হাজার হাজার স্বপ্ন গুলো এভাবেই ভেঙে গিয়ে
প্রাক্তন প্রাক্তনের এর হাহাকার ।
বেলা বেলা.. বেলা.....
আমার ফেরার পালা,
টাকার খেলায় হেরে গেছি বারবার
এই ছেঁড়া জামা ছেঁড়া চটি আর ময়লা কলারে খুঁজে নিও কোন চায়ের দোকানে ।
সত্যিই এবার বেলা তুমি চলে যাচ্ছো।
ফাঁকা দুই হাতে পড়ে থাক লেখা গান,
সময় সাত দিল না আর তোমার কাধ পেল না আর ,
ব্যর্থ প্রেমের ব্যর্থ অভিমান।
সত্যিই এবার বেলা তুমি চলে যাচ্ছো।
ফাঁকা দুই হাতে পড়ে থাক লেখা গান,
সময় সাত দিল না আর তোমার কাধ পেল না আর ,
ব্যর্থ প্রেমের ব্যর্থ অভিমান।
এভাবে তোমায় হারাব বেলা ভাবেনি,
শত সহস্ত্র বিপ্লবের অঙ্গীকার,
রাজনীতির এই নোংরা খেলায় শিকার মোরা দুজনে,
হয়নি শুধু প্রেমের অভিসার।
বেলা বেলা... বেলা...
আমার ফেরার পালা
পারব না আর ফিরতে পিছুটানে,
হাজার হাজার স্বপ্ন গুলো এভাবেই ভেঙে গিয়ে
প্রাক্তন প্রাক্তনের এর হাহাকার ।
বেলা বেলা.. বেলা.....
আমার ফেরার পালা,
টাকার খেলায় হেরে গেছি বারবার
এই ছেঁড়া জামা ছেঁড়া চটি আর ময়লা কলারে খুঁজে নিও কোন চায়ের দোকানে ।

Thank you @steem-bangladesh💝

thank you all

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Outstanding bro... 💕

❤️

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.