Day: 129 | Top post topic - Tree plantation 🌴 | 02 ‍April 2021

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম


@sajjadsohan


From:Bangladesh


𝓣𝓻𝓮𝓮 𝓹𝓵𝓪𝓷𝓽𝓪𝓽𝓲𝓸𝓷


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমাদের আজকের টপিক বৃক্ষরোপণ, চলুন শুরু করা যাক।


গাছ আমাদের বন্ধু। ছোটবেলা থেকেই আমরা গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন তা আমরা গাছ থেকে পাই। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে গাছ তা গ্রহণ করে। এতে


  • আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকে।
    একটি গাছ থেকে আমরা যেমন অক্সিজেন পাই
    আবার যদি ফল গাছ হয় তাহলে ফল পাই ফলের মৌসুমে
    যদি ফুল গাছ হয় তাহলে তাঁর সৌন্দর্যে আমরা মুগ্ধ হই।

বর্তমান সময়ে আমাদের দেশে গাছের সংখ্যা খুবই কম। তাই আমাদের সকলের উচিত বৃক্ষরোপণ করা। একটি দেশের স্বাভাবিকভাবে 25 ভাগ গাছ থাকা দরকার। কিন্তু আমাদের দেশে 25 ভাগের খুবই কম গাছ রয়েছে । এরপর মানুষ আশ্রয়ের জন্য ঘর বাড়ি তৈরীর জন্য এবং বিভিন্ন কাজে গাছ কেটে ফেলে। এতে করে আমাদের দেশে গাছের সংখ্যা আরো দিন দিন কমছে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রয়োজন হচ্ছে আমাদের বাসস্থান, এর ফলে প্রতিনিয়ত মানুষের চাহিদা পূরণ করার জন্য আমরা বিভিন্ন সময়ে গাছ কেটে থাকি। এভাবে চলতে থাকলে আমাদের পরিবেশ হুমকির সম্মুখীন হবে।


আজকে আমাদের @steem-bangladesh টপিক ছিল বৃক্ষরোপণ। @steem-bangladesh কে ধন্যবাদ এত সুন্দর একটি টপিক দেয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে বৃক্ষরোপণের প্রাথমিক ধাপ গুলো দেখাবো।


বৃক্ষরোপণ এর জন্য প্রয়োজনীয় জিনিস।

  • একটি গাছের চারা
  • নিড়ানি বা কাঁচি
  • পানি পাত্র এবং পানি

আমার জানালার পাশে একটি আমগাছ খুব অবহেলায় বেড়ে উঠছিল। যেহেতু আজকের টপিক বৃক্ষরোপণ তাই আমি ওই অযত্নে থাকা আমগাছটি একটি খোলা জায়গায় রোপন করার চিন্তা করলাম।


ধাপ ১

IMG_20210402_163826-01.jpeg

প্রথমে খুব যত্ন সহকারে গাছের চারা সংগ্রহ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কিছু পরিমাণ মাটিসহ যার একটি সংগ্রহ করা যায়।

ধাপ ২

IMG_20210402_163906-01.jpeg

খেয়াল রাখতে হবে আমরা যেখানে গাছ রোপন করব, তার আশেপাশে যদি আগাছা থাকে। প্রথমেই নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে । একটি গাছের রোপনের জায়গা নিড়ানি দেয়া বা পরিষ্কার জায়গা নির্ধারণ করা খুবই প্রয়োজন।

ধাপ ৩

IMG_20210402_163952-01.jpeg

নিড়ানি দেয়া বা জায়গাটি পরিষ্কার করার পর, মাটি গর্ত করতে হবে। মাটি কতটুকু গর্ত হবে তা নির্ধারণ করে গাছের শিকর কতটুকু বড়।
পরিমাণমতো গর্ত করে নিতে হবে ।

ধাপ ৪

IMG_20210402_164100-01.jpeg

এবার গাছটি রোপন করার পালা। গাছের রোপন করার সময় তাড়াহুড়ো করা যাবে না। একটু সময় নিয়ে সাবধানের সাথে রোপণ করতে হবে, রোপণ করার সময় খেয়াল রাখতে হবে যেন নষ্ট না হয়।
তারপর গর্তটি মাটি দিয়ে ভরাট করতে হবে।

গাছটি যেহেতু মাত্র রোপণ করা হয়েছে, গাছ এখন অনেকটা দুর্বল। যদি প্রয়োজন হয়, গাছকে সোজা রাখার জন্য একটি লাঠি ব্যবহার করতে পারেন। আমার গাছটির সাপোর্টের প্রয়োজন হয়নি।

ধাপ ৫

পানি দেয়ার সময়।

এবার গাছে পানি দেয়ার পালা। এমনভাবে পানি ছিটিয়ে দিতে হবে যেন গাছের পাতা, গাছের গোড়া এবং আশেপাশের মাটি ভিজে। তবে অতিরিক্ত পানি দেয়া যাবে না।

IMG_20210402_164508-01.jpeg

পানি দেয়ার পর গাছটিকে সতেজ মনে হচ্ছে।
এভাবে আমার বৃক্ষরোপণ শেষ হলো।


IMG_20210402_164536-01.jpeg

বিদায় বেলা গাছটির সাথে একটি সেলফি।

আমাদের প্রতিটি মানুষের উচিত বৃক্ষরোপণ করা। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেকেরই কাজটি করা উচিত। আমরাই পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেতে।

cc:-
@steemitblog

@steemcurator01

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর হইছে অনেক।

ছবি তুলে দেয়ার জন্য ধন্যবাদ ❣️❣️

nice post brother.

thank u bro

nice work

Thanks nice post

really great work bro