Poetry || সংকল্প || কাজী নজরুল ইসলাম By @sajjadsohan || 28 July 2021 || 2% Beneficiaries to @bd-charity

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ২৮ ই জুলাই, বুধবার ।


সংকল্প


Business Name.jpg


MY Poetry Recitation


সংকল্প

কাজী নজরুল ইসলাম


থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, –
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরন-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার-বানে।

কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের আভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে;
শুনবো আমি, ইঙ্গিত কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।

কোন বেদনায় টিকি কেটে চণ্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।
আয়র্লণ্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরে;
তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ-গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটে;
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব- জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।।

source


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

flower-1685716_640.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Sundor hoase viaa

ধন্যবাদ ভাই।🍂

❤️❤️❤️

কাজী নজরুল ইসলামের কবিতাগুলো অসাধারণ। ভালো আবৃতি করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অসাধারণ অনেক সুন্দর হয়েছে ভাইয়া।🥰

আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🥰

ভালো আবৃতি করেছেন। ভাই

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

আপনার কবিতা আবৃত্তি অনেক সুন্দর হয়েছে।

Thank u so much apu

অসাধারণ আবৃত্তি। খুবই সুন্দর হয়েছে।।

আপনার ভয়েস মাশাআল্লাহ 👌

আপনাকে অসংখ্য ধন্যবাদ🥰🥰

ভালো ছিলো অনেক আপনার কবিতা আবৃত্তি

Thank u so much bro🥰

really...........

অনেক সুন্দর হয়েছে কবিতা আবৃত্তি

Your voice tune is awesome & Nice Recitation..keep it up..

it's my pleasure thank you so much