Sports - মার্শাল আর্ট || 26 July 2021 || 2% Beneficiaries to @bd-charity

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ২৬ই জুলাই, সোমবার।

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকের @steem-bangladesh টপিক হলো Sports।


মার্শাল আর্ট


মার্শাল আর্ট আন্তর্জাতিক এবং অলিম্পিক একটি গেম। মার্শাল আর্ট নাম শোনেনি, কিংবা এই ধরনের মুভি ছোটবেলা দেখেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে।

আত্মরক্ষা, শারীরিক ব্যায়াম ,প্রতিযোগিতা , সুস্বাস্থ্য এবং মানসিক উন্নয়নের জন্য সবথেকে বেশি ভূমিকা রাখে মার্শাল আর্ট। এজন্যই প্রায় প্রতিটি দেশেই খুব জনপ্রিয় হয়ে যায় অল্প সময়ে।


istockphoto-474505098-612x612.jpg

source


এখানে মূলত আত্মরক্ষার জন্য হাত-পায়ের কৌশল ব্যবহার করা হয়, বিভিন্ন সময়ে লাঠি অন্য অস্ত্র ব্যবহার করা যায় তা শুধুমাত্র যুদ্ধের সময়।


মার্শাল আর্ট এর উৎপত্তি


  • প্রাচীনকালে প্রতিযোগিতা, যুদ্ধ এবং শিকার করার ক্ষেত্রে মার্শাল আর্টের ব্যবহার করা হতো।

  • ধারণা করা হয় ৬০০ শতাব্দীতে ভারত এবং চীনের মাঝখানে সর্বপ্রথম মার্শাল আর্ট এর উৎপত্তি হয়।

  • বোদ্ধ ধর্মাবলি একজন ভারতীয় সন্ন্যাসী সর্বপ্রথম এর প্রচলন ঘটায়।

  • সন্ন্যাসীর জীবনকাল সফরে তিনি প্রথমে চীন এবং পরবর্তী সময়ে জাপানে মার্শালাট প্রতিষ্ঠা করে যায়।


marshal-art.jpg

source


মার্শাল আর্ট খেলা


এটি প্রথমে আত্মরক্ষার জন্য ব্যবহার করা হলেও, প্রতিযোগিতা কিংবা খেলা হিসেবেও এর প্রচলন রয়েছে। খেলার জন্য হাত-পা ব্যবহার করতে পারবেন, বিশেষ সময় তরোয়াল কিংবা লাঠির ব্যবহার দেখা যায়।

হাত পা ব্যবহার করে কৌশলে নিজেকে বাঁচিয়ে, বিপক্ষ দলকে আঘাত করায় এই খেলার মূল। তবে বর্তমান সময়ে অলিম্পিক খেলায় বিপক্ষ দলকে গুরুতরভাবে আহত করলে তা ফাউল হিসেবে ধরা হবে।

এখানে কাউকে আঘাত করা মূল বিষয় নয়, কৌশল ,শক্তি এবং বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াই মূল বিষয় হিসাবে ধরা হয়।


মার্শাল আর্ট খেলোয়াড়


চীন দেশে শিশুদের জন্য মার্শাল আর্ট কে বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। এই খেলা মূলত দেহের গঠন বা ওজনের ওপর নির্ভর করে খেলা হয় তা যেকোনো বয়সের হতে পারে, তবে সমান সম্মানজনক বেল্ট অর্জনকারীর দুজনের মধ্যেই খেলা হয়ে থাকে ।

খেলায় অংশ নিতে পারবে:

  • পুরুষ খেলোয়াড়
  • মহিলা খেলোয়াড়
  • শিশু খেলোয়াড়

benefits-of-mma.jpg

source


নিয়ম কানুন


_61404585_bruce-lee-in-enter-the-drag.jpg

source


মার্শালাট কে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায় ধরন অনুযায়ী

  • স্ট্যান্ড আপ শৈলী
  • গ্রাফপলিং
  • আঁকিবাঁকা শৈলী
  • অস্ত্র ভিত্তিক শৈলী
  • ইমপ্যাক্ট

স্ট্যান্ড আপ শৈলী: এখানে হাত পায়ের কৌশল বা আর্ট কে বেশি প্রাধান্য দেয়া হয়। এই ক্যাটাগরিতে যে খেলা গুলো হয় তা হল:

  • বক্সিং
  • কারাতে
  • ক্র্যাভ ম্যাগা
  • কুং ফু
  • কিকবক্সিং

গ্রাফপলিং: এখানে মূলত বিপক্ষ দলকে আঘাত করা হয়, এবং নক আউট করার অপশন রয়েছে। এই ক্যাটাগরিতে যে খেলা গুলো হয় তা হল:

  • ব্রাজিলিয়ান জিও জিতুসু
  • রাশিয়ান সামবো
  • শুটফাইটিং
  • দঙ্গল

আঁকিবাঁকা শৈলী: এখানে আর্ট বা সৌন্দর্যকে বেশি প্রাধান্য করা হয় , বিপক্ষ দলকে আঘাত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে পায়ের ব্যবহার করা হয়। এই ক্যাটাগরিতে যে খেলা গুলো হয় তা হল:

  • আইকিডো
  • জুডো
  • শুয়াই জিয়াও

অস্ত্র ভিত্তিক শৈলী: এখানে বিভিন্ন ধরনের অস্ত্র যেমন লাঠি, তারোয়াল, চাকু ইত্যাদির কৌশল কে সুন্দর ভাবে তুলে ধরা হয়। এই ক্যাটাগরিতে যে খেলা গুলো হয় তা হল:

  • আয়াইডো
  • কালী

ইমপ্যাক্ট: এখানে বিশেষ ধরনের তারোয়াল, চাকু এবং শারীরিক শক্তির প্রয়োগ দেখা যায়। এই ক্যাটাগরিতে যে খেলা গুলো হয় তা হল:

  • তাই চি
  • চৈ গোং

ad8541cf7e080eca.jpg

source


বাংলাদেশ মার্শাল আর্ট


ব্যক্তিগতভাবে আমার ছোটবেলা থেকেই মার্শাল আর্টের প্রতি একটা আকরষন ছিলো। জ্যাকি চ্যান এর মুভি গুলো আমার খুব ভাল লাগত, ছোটবেলা থেকেই ব্রুসলির ফ্যান ছিলাম আমি।

তবে বাংলাদেশে এক সময় এর প্রচলন থাকলে ও বর্তমান সময়ে তার সংখ্যা খুবই কমে গেছে। ঢাকায় হাতে গোনা 2 3 টি জায়গায় মার্শাল আর্টের ভালো স্কুল রয়েছে এবং ক্ষুদ্র পরিসরে তাদের অনেক শাখা রয়েছে।

বাংলাদেশ যার ফাইট দেখে আমি মার্শাল আর্টের প্রতি আগ্রহী হই তিনি হলেন চিত্রনায়ক রুবেল (ওস্তাদ)

145919kalerkantho_18-7-19-Ak-12.jpg

source

মাঝখানে চিত্রনায়ক রুবেল( ওস্তাদ) বামে রয়েছেন টাইগার (ব্ল্যাক বেল্ট) ডানে রয়েছেন জাহাঙ্গীর ভাই ( ব্ল্যাক বেল্ট)

ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার অব ফাইট স্কুল


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

flower-1685716_640.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো লিখছেন,অনেক কিছু জানলাম এই পোস্ট থেকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ🥰🥰

ভালো একটা পোস্ট করলেন,সুন্দর হয়েছে আপনার পোস্ট

ধন্যবাদ আপু 🥰🥰

মার্শাল আর্ট সম্পর্কে খুব সুন্দরভাবে লিখেছেন

ধন্যবাদ ভাই একসময় অনেক আবেগ ছিল এই মার্শাল আর্ট এর উপর আমার।

আমার অনেক পছন্দের একজন লোক। অল্প বয়সে মারা গেছেন 😥।

কে মারা গেছে ভাই??

মার্শাল আর্ট সম্পর্কে অনেক নতুন তথ্য জানলাম তোমার পোস্টের মাধ্যমে।মার্শাল আর্টের ব্যপারে কিছুই জানতাম না আগে।
ধন্যবাদ তোমাকে ভাই।

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য তোমাকেও ধন্যবাদ।🥰🥰

অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই। এর জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার থেকে আরো সুন্দর সুন্দর পোস্ট উপহার পাবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, সর্বদা চেষ্টা করব সুন্দর সুন্দর পোস্ট করার। 🥰

💞💞💞💞

অলিম্পিক্সেও জুডো এবং তায়াকোয়ান্দোর প্রতিযোগিতা হয়। গতকালও কয়েকটা ম্যাচ দেখলাম।ভালো লিখেছেন।

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

আমার কাছের এক বড় ভাই তিনিও জুডো খেলে বাংলাদেশ ফেডারেশনে দু বার সিলভার অর্জন করেছে।

খুবই সুন্দর লিখেছেন ভাই।