Top post topic - Movie review || Godzilla vs Kong (2021) || 15 April 2021

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম


@sajjadsohan


From:Bangladesh


𝑀𝑜𝓋𝒾𝑒 𝑅𝑒𝓋𝒾𝑒𝓌


আমরা প্রায় সবাই গর্জিলা এন্ড কিংকং এই দুইটি ক্যারেক্টার এর সাথে পরিচিত। যুগ যুগ ধরে কয়েক দফায় আমরা এই দুটি ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে দেখেছি। এইবার 2021 সালে আমরা এই দুটি ক্যারেক্টারের মুখোমুখি সংঘর্ষ দেখতে যাব।
এই দুটি ক্যারেক্টারের অতীত থেকেই একটা যুদ্ধে ব্যাপার রয়েছে। এই দুটি ফেমাস ক্যারেক্টার একে অপরকে সহ্য করতে পারেনা।

Godzilla-Vs-Kong-New-Chinese-Poster-Banner.jpg

source


Godzilla vs. Kong – Official Trailer


  • Some Info About this movie

Movie Name : GODZILLA VS KONG
Released: 2021 Mar 31
Director: Adam Wingard
Genre: Action, Sci-Fi, Thriller


Screenshot_1.png

মুভির শুরুতেই দেখা যায় monster দের একটি আলাদা দুনিয়া। তাদের কে কিছু মানুষ দেখাশুনা করে রাখছে। Monster দের প্রয়োজনে মত তাদের একটি কৃত্রিম দুনিয়া তৈরি করে দেয়া হয়।


Screenshot_2.png

মুভির প্রথম দিকেই একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়। মেয়েটি কথা বলতে পারে না। মেয়েটি মাঝে মাঝেই monster দের দুনিয়ায় চলে আছে। মেয়েটি বোবা তাই ইশারা দিয়ে কথা বলে Monster Kong মেয়েটির কথা বুঝতে পারে। মেয়েটিকে Monster
বন্ধু মনে করে।


Screenshot_3.png

কিছু মিনিট পরেই দেখা যায়। Monster kong এই কৃত্রিম দুনিয়ায় আর থাকতে চায় না। Monster টি আকাশের দিকে গাছগুলোকে ছুড়ে মারতে থাকে। Monster টি বুঝতে পারে এটি কৃত্রিম দুনিয়া।]


Screenshot_4.png

Monster Kong এর এই রুপ আচরন এর জন্য কৃত্রিম দুনিয়ার অনেকটা ক্ষতি হয়। তার নিক্ষেপ করা জিনিস গুলো কৃত্রিম দুনিয়া ভেদ করে মানুয়ের দুনিয়া চলে আসে। তাই Monster টি কে মুক্ত করার কথা ভাবছেন কিছু scientist .


Screenshot_5.png

কিছু সময় পর দেখা যায়। আমাদের প্রিয় Godzilla হটাৎ করে মানুয়ের ক্ষতি করছে। Godzilla আগে মানুষের ক্ষতি না করলে ও এখন মানুষের দুনিয়াতে চলে আসে এবং মানুষের ক্ষতি করা শুরু করে।


Screenshot_7.png

শেষে Godzilla সাথে যুদ্ধ করার জন্য Kong কে মুক্ত করা হয়। কৃত্রিম দুনিয়া থেকে তাকে জাহাজে করে মানুষের দুনিয়াতে নিয়ে আসা হয়। তাকে ঘুমন্ত অবস্থায় এই কাজটি করা হয় এবং জাহাজের সাথে তাকে লোহার শিকল দিয়ে আটকে রাখা হয়।


Screenshot_8.png

ঘুম থেকে উঠার পর Kong বুঝতে পারে যে তাকে মুক্ত করা হবে। বোবা মেয়েটি সাথে কথা বলে Kong বিষয়টি Kong জানতে পারে।


Screenshot_10.png

Screenshot_11.png

যাত্রা পথে Godzilla বুঝতে পারে যে Kong কে মুক্ত করা হয়েছে এবং এই দুনিয়াতে চলে এসেছে। Godzilla পানি পথেই তার যুদ্ধ শুরু করে দেয়। Kong এর হাত পা বাধা ছিলো জাহাজের সাথে তাই বেশ কিছু সময় চেষ্টা করে বাধন মুক্ত করে সে ও যুদ্ধ শুরু করে দেয়।


Screenshot_12.png

জাহাজের উপর এই যুদ্ধটি 4K তে দেখলে বুঝা যায়ে, যে মভিটি তৈরি করতে এতসময় কেন লেগেছে। প্রায় ৫ বছর ধরে তৈরি করা হয় এই মুভিটি। মুভির প্রতিটি কাজ দেখলে বুঝা যায় কি নিখুত কাজ করেছে।

Godzilla vs Kong যুদ্ধ কেউ মারা যায় না। ক্লান্ত হয়ে Godzilla ফিরে যায়। Kong সাভাবিক ভাবে থাকা শুরু করে।

Screenshot_13.png

বিজ্ঞানীরা একটি কৃত্রিম Godzilla তৈরি করে। কৃত্রিম Godzilla টি বিজ্ঞানীদের পরিচালনায় ভুলের জন্য নিজে নিজে চলা শুরু করে এবং মানুষের ক্ষতি করতে থাকে। যখন ২ টি Godzilla মুখোমুখি হয় তখন তাদের মাঝে যুদ্ধ শুরু হয়।

কৃত্রিম Godzilla অধিক শক্তিশালী ছিলো। তার শরীরে অতিরিক্ত অনেক কিছু ছিলো। তাই Godzilla তার সাথে যুদ্ধে হেরে যা।


Screenshot_112.png

Kong তার সবটা শক্তি নিয়ে ফিরে আসে। Godzilla সাথে যুদ্ধ করার জন্য এখন Kong তৈরি। সবটা শক্তি নিয়ে যুদ্ধের জন্য আসে। তখন Godzilla ও কৃত্রিম Godzilla যুদ্ধ চলতে থাকে।


Screenshot_14.png

বোবা মেয়েটি Kong কে বুঝানোর চেষ্টা করে, যে Godzilla তাদের শত্রু না । কৃত্রিম Godzilla তাদের আসল শত্রু।

মেয়ে কথা বুঝতে পারে Kong এবং Godzilla কে সাহায্য করে। তারা ২ জন একসাথে কৃত্রিম Godzilla সাথে যুদ্ধ করে এবং জয় লাভ করে।

মুভির শেষ এর পর্বতে Kong এবং Godzilla তারা ২ জন বুঝতে পারে তারা একজন অন্য জনের শত্রু না । তাই Godzilla চলে যায়।
সবাই আগের মত বসবাস শুরু করে।

movie link: Godzilla vs Kong


𝐸𝓃𝒹𝒾𝓃𝑔

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thanks for the 100% unique post. Hope you will do better.

Screenshot_2021-04-15-22-13-19-546_com.mi.globalbrowser.jpg

thank u vai