স্পোকেন ইংলিশ ক্লাস ১ঃকিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয়steemCreated with Sketch.

in hive-138339 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই?আশা করি অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

PicsArt_08-18-04.19.39.jpg

আমাদের মাতৃভাষা বাংলা।আমরা ছোট থেকেই মায়ের মুখ থেকে শোনে শোনে এই ভাষা শিখি।যা আমরা সহজেই বলতে পারি।কিন্তুু বর্তমানে ইংরেজি ভাষা শেখার গুরুত্ব অনেক।সব প্রাতিষ্ঠানিক সেক্টরে ইংরেজি ভাষা থাকবেই।বর্তমানে ইংরেজি শেখার গুরুত্ব অনেক । বর্তমানে ইংরেজি জানা ছাড়া কোন চাকরি চিন্তা করা যায় না। তাই আমাদের সবার উচিত প্রতিদিন কিছু কিছু করে ইংরেজি শেখা। তো আমি মোনজারিন শাহীদ আপুর স্পোকেন ইংলিশ বই থেকে প্রতিদিন পার্ট পার্ট করে আপনাদের শেখার জন্য কিছু ইংরেজি দেব। আশা করি আপনারা একটু একটু করে ইংরেজি শিখবেন।তো আজকে আমরা জানবো কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয় -

  1. Hi, My name is _____________(আপনার নাম বসান)
  2. I come from_____ (আপনার দেশের নাম)
  3. I live in_________(আপনার এলাকার নাম বসান)
  4. I'm. (আপনার বয়স বসান )
  5. There are_______(আপনার পরিবারের সদস্য সংখ্যা বসান)people in my family. They are_____(আপনার পরিবারের সদস্যদের বসান)
  6. I'm a student at________(আপনার শ্রেণী)
  7. My major is________ (আপনার মূখ্য বিষয়)
  8. My favorite subject is_______ (আপনার প্রিয় বিষয়)
  9. My hobbies are _______(আপনার শখ )
  10. In my free time, I also enjoy _____(আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন )
  11. 1 (don't) like/ dislike/ hate________(আপনি কি করতে পছন্দ করেন)
  12. My favorite food/ drink is_______(আপনার প্রিয় খাবার
  13. I like ________(আপনার পছন্দের মুভির ধরন বসান) movies.
  14. My favorite singer/ band is _________(আপনার পছন্দের প্রিয় সংগীত শিল্পীর নাম বসান)
  15. I study English_______ (আপনার উদ্দেশ্য বসান)
  16. I would like to be a/ an _____(আপনি কি হতে চান এবং তা কেন হতে চান বসান)

তো আজকের জন্য এটুকুই। আমরা প্রতিদিন একটু একটু করে শিখব আশা করি। কিভাবে উপস্থাপন করলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন তা আমাকে জানান। আজকের ক্লাস গুলো সহজ ছিল। আমরা ধীরে ধীরে কঠিন গুলোতে আগাবো। আশা করি আপনারা পাশে থাকবেন।
IMG_20201130_151719.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!