স্পোকেন ইংলিশ ক্লাস ২:কিভাবে নতুন একজন ব্যক্তির সাথে পরিচিত হবেন

in hive-138339 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই?আশা করি অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

PicsArt_08-19-02.51.32.jpg

আমাদের মাতৃভাষা বাংলা।আমরা ছোট থেকেই মায়ের মুখ থেকে শোনে শোনে এই ভাষা শিখি।যা আমরা সহজেই বলতে পারি।কিন্তুু বর্তমানে ইংরেজি ভাষা শেখার গুরুত্ব অনেক।সব প্রাতিষ্ঠানিক সেক্টরে ইংরেজি ভাষা থাকবেই।বর্তমানে ইংরেজি শেখার গুরুত্ব অনেক । বর্তমানে ইংরেজি জানা ছাড়া কোন চাকরি চিন্তা করা যায় না। তাই আমাদের সবার উচিত প্রতিদিন কিছু কিছু করে ইংরেজি শেখা। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা জানবো কিভাবে একজন নতুন ব্যক্তির সাথে পরিচয় করতে হয়। তো চলুন শুরু করা যাক -

  1. I am a/an_______(আপনি কি কাজ করেন)

teacher,student, job holder, businessman

2.where do you live? (আপনি কোথায় কাজ করেন)

  • I worth for ________(আপনি যেখানে কাজ করেন সে কোম্পানির নাম বসান) as a/an________?

executive, senior executive, trainer, manager, Deputy manager.

3.where do you live (আপনি কোথায় থাকেন)

  • I live at/ I live in _____________

Dhaka, chattagram, sylhet, Bangladesh, America

4.I like to_______(আপনি কি করতে পছন্দ করেন)

study,watching movies, travel, cook

5.I Don't like to ________(আপনি কি করতে অপছন্দ করেন)

study,watching movies, travel, cook

6.I am a/an ___________ person(আপনি মানুষ হিসেবে কেমন)

gentle, lazy, creative, happy, friendly

7.I live with my ________(আপনি কার সঙ্গে থাকেন)

family, mother, father, brother, sister, friends

8.My Favourite colour is ______(আপনার প্রিয় রং বসাবেন)

white, Orange, pink, purple, green, black

9.can we participate in English speaking together?(আমরা কি একসঙ্গে ইংরেজিতে কথা বলার চর্চা করতে পারি?)

yes, no, of course, sure absolutely,let's do it.

10.পাল্টা প্রশ্ন আপনি করতে পারেন -

how about you? /what about you?

তো আজকের জন্য এটুকুই। আমরা প্রতিদিন একটু একটু করে শিখব আশা করি। কিভাবে উপস্থাপন করলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন তা আমাকে জানান।প্রথম ক্লাস টি এই লিঙ্কে প্রবেশ করুন :
স্পোকেন ইংলিশ ক্লাস ১ঃকিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয়

IMG_20201130_151730.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

সুন্দর পোস্ট করেছেন