আসসালামু আলাইকুম
আমার গাওয়া গজলটি
গজল এর লিরিক্স
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হৃদয় মাঝে,
যতন করে হৃদয় মাঝে
একা, একা নিরিবিলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
সেই ফুলেরি পাপড়ি গুলো ঝরে পড়ে না,
মুগ্ধ করা সুভাষ তাহার কভু শেষ হয়না,
সেই ফুলেরি পাপড়ি গুলো, ঝরে পড়ে না,
মুগ্ধ করা সুভাষ তাহার কভু শেষ হয়না,
সেই সুভাষে বেকুল হয়ে
সেই সুভাষে বেকুল হয়ে,
গায় তোমারই গিতালি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হৃদয় মাঝে
যতন করে হৃদয় মাঝে,
একা একা নিরিবিলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
মনের কাবায় তুমার ছবি,
নিত্য দিনে আখি,
তোমার নামের চন্দ মালা আর কবিতা লিখি,
মনের কাবায় তুমার ছবি,
নিত্য দিনে আখি,
তোমার নামের চন্দ মালা আর কবিতা লিখি,
কবি ও কবির সাথে,
কবি ও কবির সাথে,
বড়ই সাদের মিতালি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হ্রদয় মাঝে,
যতন করে হৃদয় মাঝে,
একা একা নিরিবিলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,।
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,।
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি
source
খুবই সুন্দর একটি গজল। সবাই এই গজলটা পছন্দ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
GOOD !! FRIEND !!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit