Music - Gojol || O Modinar Bulbuli || My First Music in My Life

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম

সকলে কেমন আছেন ?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আমি অনেক ভালো আছি ।Steemit আমাদের প্রতিদিন নিত্যনতুন কনটেস্ট নিয়ে আসছে ।তারই ধারাবাহিকতায় আজ বিষয় হল মিউজিক নিয়ে ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLNvy5WY7HoPdwAhrSsp9McPRrk2LUg4PBgxXUeHY6oJbP7GuMZak38468epHvFbo2aXpNFgGN75ZsdmURMNkikfPWs3QwcxNr.jfif

আমার গাওয়া গজলটি


গজল এর লিরিক্স


ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

যতন করে হৃদয় মাঝে,
যতন করে হৃদয় মাঝে
একা, একা নিরিবিলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

সেই ফুলেরি পাপড়ি গুলো ঝরে পড়ে না,

মুগ্ধ করা সুভাষ তাহার কভু শেষ হয়না,

সেই ফুলেরি পাপড়ি গুলো, ঝরে পড়ে না,
মুগ্ধ করা সুভাষ তাহার কভু শেষ হয়না,
সেই সুভাষে বেকুল হয়ে
সেই সুভাষে বেকুল হয়ে,

গায় তোমারই গিতালি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হৃদয় মাঝে
যতন করে হৃদয় মাঝে,
একা একা নিরিবিলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

মনের কাবায় তুমার ছবি,
নিত্য দিনে আখি,
তোমার নামের চন্দ মালা আর কবিতা লিখি,

মনের কাবায় তুমার ছবি,
নিত্য দিনে আখি,
তোমার নামের চন্দ মালা আর কবিতা লিখি,
কবি ও কবির সাথে,

কবি ও কবির সাথে,
বড়ই সাদের মিতালি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হ্রদয় মাঝে,
যতন করে হৃদয় মাঝে,
একা একা নিরিবিলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,।

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,।
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি
source

আমি ভালো ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম । ভুল ত্রুটি হলে মাফ করবেন

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর একটি গজল। সবাই এই গজলটা পছন্দ করে।

ধন্যবাদ ভাই

GOOD !! FRIEND !!