THE DIARY GAME : 20.08.2020 - Busy daysteemCreated with Sketch.

in hive-138339 •  4 years ago 

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।
সকালটা শুরু হয় আমার ছোটবোনের ডাক শুনে।আমার উঠতে দেরি হয়ে যায় । এজন্য আমার ছোটবোন সকালে ডাক দেয় আজকে আমার সকালে ফজরের নামাজ মিস হয়ে যায়। ফোনে দেখি সকাল সাতটা বেজে গেছে। অন্যান্য দিন আমি সকাল সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠি। এরপর আমি দাঁত ব্রাশ করি তারপরে সকালে নাস্তার জন্য আমার বোন ডাক দেয়।
আমার বোন নুডুলস রান্না করেছিল। মাঝেমধ্যে আমরা নুডুলস খাই। আমার ভাতিজা টা নুডুলস খেতে অনেক পছন্দ করে।

IMG_20200819_173150.jpg

সুন্দর প্রকৃতি

এরপর আমি কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করি ।
আজকে আমার বিশেষ একটি কাজে আমাদের উপজেলাতে যেতে হয়েছিল। আমাদের বাড়ি থেকে উপজেলার দূরত্ব 15 কিলোমিটার। আমাদের উপজেলার নাম ঘাটাইল। আমাদের ঘাটাইলে বাংলাদেশের অন্যতম ক্যান্টনমেন্ট রয়েছে। এটি শহীদ সালাউদ্দীন সেনানিবাস। ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে ঘাটাইল উপজেলা সদরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় মধ্যেই ঘাটাইল ক্যান্টনমেন্ট।

IMG_20200816_121535.jpg

ঘাটাইল উপজেলা

আমি সকাল সাড়ে দশটার সময় ঘাটাইল উপজেলাতে উপস্থিত হই। বিশেষ একটি প্রয়োজন ছিল বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে আমি বিদ্যুৎ অফিসে যাই। অধিকাংশ সময়ে বিদ্যুত থাকেনা যখন আবহাওয়া ভালো থাকে সে সময় বিদ্যুতের সমস্যা বেশি দেখা যায়। আর এখন তো বর্ষাকাল বিদ্যুৎ না পাবারি কথা। বৃষ্টির সময় বেশিরভাগ সময়ে বিদ্যুত থাকেনা। আমাদের ভোগান্তি আরো বেশি হয় বিল সংক্রান্ত বিষয়ে। প্রায়ই বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় । আমাদের সমস্যা দেখা দিয়েছে ইউনিট এর তুলনায় আমাদের বিদ্যুৎ বিল বেশি নেয় । বিদ্যুৎ অফিসের কাজ শেষে আমার আত্মীয় বড় ভাইয়ের সাথে সেখানে দেখা করি।
তার একটি কম্পিউটারের দোকান রয়েছে। তিনি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যাবতীয় সব কম্পিউটারের প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়।

দুপুর দুইটার সময় আমি বাড়িতে চলে আসি এরপর আমি জোহরের নামাজ আদায় করি। আমি দুপুরের খাবার খাই। দুপুরে খাবারের জন্য আমার বোন টেংরা মাছের শুটকি এবং বেগুন ভর্তা করেছিল। সাথে আরো ছিল ডাল প্রায় প্রতিদিন কম বেশি থাকে খাবারে। ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বিকেলে আছরের নামায পড়ার পরে আমি আমার ভাতিজা চাচাতো ভাইয়েরা সবাই মিলে একসাথে গল্প করি, খেলাধুলা করি। বিকেলের সময়টা একটু ভাল লাগে বেশি। আর বিকেলের পরিবেশটা নিস্তব্ধতা থাকে। সন্ধ্যায় আমার এক মামা ফোন দেয় আমি তার সাথে কিছুক্ষণ কথা বলি। তিনি বাংলাদেশ পুলিশে চাকরি করেন।

সন্ধ্যা হলে আমি রুমে চলে আসি এরপর অজু করে মাগরিবের নামায আদায় করি। এরপর পড়াশুনা করতে বসে আমার টেবিলে। এরপর আমার ভাতিজা টা আমার কাছে আসে এবং আমরা সবাই মিলে একসাথে কার্টুন দেখি।

IMG_20200821_191840.jpg

কার্টুন

আমার ভাতিজা কাটুন বেশি পছন্দ করে। তাই আমিও মাঝে মাঝে কার্টুন দেখি।অধিকাংশ সময় আমাদের টিভিতে কার্টুন এবং খবর দেখা হয়। আমি ঘাটাইল থেকে ভাতিজার জন্য চকলেট নিয়ে এসেছিলাম। সে চকলেট পেয়ে অনেক খুশি হয়েছিল।

এরপর আজকের রাতের খাবার খাই। রাতের খাবারের জন্য আমার বোন তেলাপিয়া মাছ ভাজি করেছিল। তেলাপিয়া মাছ ভাজি খেতে আমার বেশ ভালোই লাগে। আমাদের বাড়ির পাশে বেশ কয়েকটি পুকুর রয়েছে সেখানে মাছ চাষ করা হয়। বর্ষার পানির আগে সেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হতো। আমরা তেলাপিয়া মাছ কিনে আমাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম।

এরপর আমরা সবাই কিছুক্ষণ গল্প করি। পরে আমার রুমে এসে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই। অন্যদিনের তুলনায় আমি কিছুটা ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পরেছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You wrote such a beautiful blog

আকাশের ছবিটা অনেক সুন্দর হয়েছে।করোনাভাইরাস এর সময়কাল এরপর থেকে রাস্তাঘাট যানবাহন খুবই সীমিত চলে।
কাটুন দেখি কাটুন দেখতে আমার খুব ভালো লাগে।
মটু পাতলু আমার খুব পছন্দের একটি কার্টুন।খুব ভালো লিখেছেন ভাইয়া আপনার দিনটি অনেক সুন্দর ছিল।
#onepercent
#bangladesh

ধন্যবাদ @fariy

এইটা কি কার্টুন? নাম কি?

পঞ্চতন্ত্রের মন্ত্র

You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game


We Love Contests


One Percent For Everyone


Also join LUCKY 10S