The diary game : 8/12/2020 1st post in the community

in hive-138339 •  4 years ago 

বন্ধুরা আসসালামুয়ালাইকুম।
আশা করি আপনি সবাই সুস্থ আছেন। আমি অনেক বেশি ভালো আছি। ডায়রি গেম এর আজকে আমার প্রথম পোস্ট। জানি না লেখাটা কেমন হবে। আল্লাহ নাম নিয়ে লেখা শুরু করলাম।

IMG_20201208_140330.jpg

সকাল

আজ সকাল ছয়টার টার দিকে আমি ঘুম থেকে জেগেছি। তারপরে আমি ওয়াশরুমে গেলাম। তখন আমি দাঁত ব্রাশ করছিলাম।আর পরে হালকা কিছু খারাব খেয়ে প্রাইভিট দিকে রওনা হলাম। আজকে সকাল চারদিন কুয়াশার চাদরে চেয়ে আছে। সামনে কি আছে ভালো করে দেখা যায় না.এই কুয়াশা মোড়ানো রাস্তায় আমি আমার বাই সাইকেল নিয়ে রওয়না শুরু করলাম। আমার বাড়ি থেকে প্রাইভিটে যাইতে প্রায় ২০ মিনিট সময় লাগে। সময় ১১ দিকে প্ৰাইবিতে থেকে বাড়িতে আসলাম। সকালের হালকা কিছু খাবার খাওয়ার জন্য খুব খুদা লেগেছে। তাই বাড়িতে আসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম।

IMG_20201208_140830.jpg

দুপুর :

দুপুর ১টা সময় পুকুরে গেলাম গোসল করতে। গোসল করে আসে শরীরে খাঁটি সরিষা তেল মাগলাম। কারণ পুকুরের পারি এত পরিমান ঠান্ডা আপনারা পুকুরে গোসল না করলে বুজতে পারবেন না। জোহরএর নামাজ শেষ করে খাবার খাইতে বসলাম। মা আজ লাউ আর ডিম্ ভুনা করেছে। আজকের দুপুরের খাবার ভালোই হলো। খাবার শেষ করে ২ টা দিকে পড়তে বসলাম। পড়তে ভালো লাগে না সারা দিন শুধু পড়া আর পড়া। আজকে স্যার আবার নতুন লেসন ধরেছে। তাই আমি আগে বাগে সেই লেসন পড়তে শুরু করলাম। প্রায় ১ ঘন্টা পড়াশোনা করে বাড়ির বাইররে বের হলাম। এখন চারদিক কার পরিবেশ প্রায় কুয়াশা চাদরে ডাকা।

IMG_20201208_140352.jpg

বিকেল:

বিকাল বেলায় আমাদের এলাকার দোকানের দিকে গেলাম। দোকান থেকে কিছু পরিমান খাবার কিনলাম মানে পটেটো কিনলাম ৫ টাকা দিয়া এর পরে দোকানে কিছু টাইমে বসে থাকলাম। আর পরে বাড়িতে চলে আসলাম।

IMG_20201208_140124.jpg

রাত:

৬ টা সময় গাজী টিভিতে আলিফ লায়লা দেখলাম আর পরে পড়তে বসলাম । পড়াশোনা শেষ করে রাতের খাবার খেলাম। খাবার শেষ করে এখন পোস্ট লিখতে শুরু করলাম। কালকে প্রিভিতে এক্সম আছে এর জন্য আজ রাত ১১ পর্যন্ত পড়তে হবে।

IMG_20201208_173527.jpg

সবাই ভালো থাকে আর আমার পোস্ট কেমন হয়েছে জানাবেন। আমি এই গ্রুপ নতুন তাই আশা করি আমাকে সবাই সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!