Steem Bangladesh Contest - Recitation of Quran and Ghazals - @shakib735

in hive-138339 •  3 years ago 

সূরা বাকারা

নামের অর্থগাভী
শব্দের সংখ্যা৬,২২১
আয়াতের সংখ্যা২৮৬
রুকুর সংখ্যা৪০
সিজদাহ্‌র সংখ্যানেই
অক্ষরের সংখ্যা২৫,‌৫০০

আল-বাকারা | Al-Baqara | سورة البقرة


الٓـمّٓ ۚ﴿۱﴾الـم ۚ﴿۱

আলিফ-লাম-মীম।* আল-বায়ান

Alif, Lam, Mim

ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿۲﴾ذلک الکتب لا ریب ۚۖۛ فیه ۚۛ هدی للمتقین ۙ﴿۲﴾

এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত। আল-বায়ান

This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah -

الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡغَیۡبِ وَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ مِمَّا رَزَقۡنٰهُمۡ یُنۡفِقُوۡنَ ۙ﴿۳﴾الذین یؤمنون بالغیب و یقیمون الصلوۃ و مما رزقنهم ینفقون ۙ﴿۳﴾

গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল-বায়ান

Who believe in the unseen, establish prayer, and spend out of what We have provided for them,

وَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَ مَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ ۚ وَ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ ؕ﴿۴﴾و الذین یؤمنون بما انزل الیک و ما انزل من قبلک ۚ و بالاخرۃ هم یوقنون ﴿۴﴾

আর যারা ঈমান আনে তাতে, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাযিল করা হয়েছে। আর আখিরাতের প্রতি তারা ইয়াকীন রাখে। আল-বায়ান

And who believe in what has been revealed to you, [O Muhammad], and what was revealed before you, and of the Hereafter they are certain [in faith].

اُولٰٓئِکَ عَلٰی هُدًی مِّنۡ رَّبِّهِمۡ ٭ وَ اُولٰٓئِکَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۵﴾اولئک علی هدی من ربهم ٭ و اولئک هم المفلحون ﴿۵﴾

তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। আল-বায়ান

Those are upon [right] guidance from their Lord, and it is those who are the successful.

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا سَوَآءٌ عَلَیۡهِمۡ ءَاَنۡذَرۡتَهُمۡ اَمۡ لَمۡ تُنۡذِرۡهُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۶﴾ان الذین کفروا سواء علیهم ءانذرتهم ام لم تنذرهم لا یؤمنون ﴿۶﴾

নিশ্চয় যারা কুফরী করেছে, তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর, উভয়ই তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। আল-বায়ান

Indeed, those who disbelieve - it is all the same for them whether you warn them or do not warn them - they will not bMim
eve.

خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوۡبِهِمۡ وَ عَلٰی سَمۡعِهِمۡ ؕ وَ عَلٰۤی اَبۡصَارِهِمۡ غِشَاوَۃٌ ۫ وَّ لَهُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۷﴾ختم الله علی قلوبهم و علی سمعهم و علی ابصارهم غشاوۃ ۫ و لهم عذاب عظیم ﴿۷﴾

আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা। আর তাদের জন্য রয়েছে মহাআযাব। আল-বায়ান

Allah has set a seal upon their hearts and upon their hearing, and over their vision is a veil. And for them is a great punishment.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
মাশাল্লাহ আপনি অনেক সুন্দর তেলাওয়াত করেছেন

ওয়ালাইকুমুস সালাম ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ

তিলাওয়াতে কোথায় কোথায় কয় আলিফ টান দিতে হবে তা খেয়াল করে তিলাওয়াত করলে তিলাওয়াত আরো ভালো হতো। প্রতিটা মানুষের জন্য সহি ভাবে কোরআন করা দরকার।

ভাইয়া আপনার উপদেশ এর ধন্যবাদ। ভাইয়া আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, ইনসাল্লাহ পরের বার আরো ভালো হবে

ইনশাআল্লাহ

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.