সকাল
ফজরের আযানের পর পরই হঠাৎ ঘুম ভেঙে যায়।এরপর অনেক চেনা করে ও চোখে আর ঘুম আসে না। তাই টয়লেট করে এসে চুপ করে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক চালানো শুরু করলাম। ফেসবুক চালাতে চালাতে কখন ঘুমিয়ে পড়ি সেটা সকাল ৬.৩০ টায় উঠে ও বুঝতে পারি না। সকাল ৬.৩০ ঘুম থেকে উঠে। বিছানা ঠিক করে ঘর থেকে বাহির হয়ে হাতে ব্রাশ নিয়ে তাতে টুথপেষ্ট ভরিয়ে দাত মাজলাম। এরপর বাথরুমে গিয়ে হাতমুখ ভালোভাবে ধুয়ে সকালের নাস্তা করার জন্য ঘরে গেলাম। এরপর আব্বু-আম্মুর সাথে নাস্তা করলাম। নাস্তা শেষ করে একটু বই নিয়ে বসলাম। কিছুক্ষণ বই পড়ে বাসার বাহিরে ঘুরতে গেলাম। ঘোরাঘরি করে বাসায় এসে গেমস খেলে সময় পার করিয়ে দিলাম।
দুপুর
জোহরের আজানের পর পরই গোসল করে কাপড় পরিধান করলাম। এরপর ঘরে গিয়ে আব্বু-আম্মুর জন্য অপেক্ষা করতে লাগলাম কখন আসবে আর কখন আমরা একসাথে খাব। ৩০ মিনিট অপেক্ষা শেষে আমরা পরিবারের সবাই একসাথে দুপুরের খাবার খাইলাম। খাওয়া শেষ করে বিশ্রাম নিলাম।
বিকাল ও সন্ধ্যা
বিকালবেলা ঘুম থেকে উঠে হাত-মুখ ভালোভাবে ধুয়ে ফ্রেশ হলাম। এরপর বিকাল বেলা বাহিরে আমি আট আমার মিলে হাঁটলাম। কিছুক্ষণ হাঁটার পর সন্ধ্যা ঘনিয়ে আসলো। এরপর বাসায় গিয়ে বই পড়তে বসলাম।
রাত
১-২ ঘন্টা বই পড়ে। টিভির ঘরে গিয়ে আম্মু সাথে টিভি দেখলাম। টিভি দেখে আমি আমার ঘরে গিয়ে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক চালাইলাম।এরপর রাত একটু গভীর হতে শুরু করলে তাড়াতাড়ি করে রাতের খাবার খাইয়ে শুয়ে পড়লাম।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডায়েরি পোস্ট পড়ার জন্য। সকলে সুস্থ থাকবেন।
স্টীমিট ব্লগ আয়োজিত নমিনেশন পোস্টটি করিয়েন। শেষ তারিখ ১৯ ডিসেম্বর।
The Steemit Awards 2021
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit