Steem Bangladesh Contest : Photography

in hive-138339 •  2 years ago 

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।


20220805_182153~2.jpg

•. Location - MW28+PC7 Parbatipur, Bangladesh.

আমার প্রথম ফটোগ্রাফি হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন এর। আমাদের স্টেশন অনেক ব্যস্ততম রেলওয়ে স্টেশন এর মধ্যে একটি। এই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ট্রেন যোগাযোগ ব্যবস্থা আছে। তাই একটু ফটোগ্রাফি করে নিলাম।


20220805_182911.jpg

•. Location - MW38+38R Parbatipur, Bangladesh.

আমার দ্বিতীয় ফটোগ্রাফি হচ্ছে একটি গাছের। গাছটি মারা গেছে এবং গাছের ডাল গুলে শুকিয়ে গেছে। যার ফলে গাছে কোনও পাতা নেই। তারকারণে গাছের ডালে অনেক গুলো কাক বসে আছে।


IMG_20220311_181332~2.jpg

•. Location - PC44+CPM Dhaka.

আমার এবারের ছবিটি হচ্ছে ঢাকা সদরঘাট এর। সদরঘাটে একটি লঞ্চ এর উপর থেকে এই ছবিটি তোলা।আশে পাশে অনেক গুলো ছোট-বড় লঞ্চ দাড়িয়ে আছে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য।


IMG-20220802-WA0008.jpg

•. Location - MW4F+92V Parbatipur, Bangladesh.

আমার চতুর্থ ছবিটি হচ্ছে হাঁস এর। একটি পুকুরে অনেকগুলো হাঁস একসাথে ঘুরে বেড়াচ্ছে এবং পানিতে তাদের খাবার এর সন্ধান করছে।


IMG-20220802-WA0007.jpg

•. Location - JWXC+585 Parbatipur, Bangladesh.

আমার সর্বশেষ ছবিটি হলো একটি গোডাউন এর। এটি বাফার গোডাউন নামে পরিচিত। অনেক পুরাতন ভবন এটি। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র গোডাউন করে রাখা হয়।

I am inviting @parineeta & @poorvik to participate in this contest.

Thanks for Watching.



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
ছেলেটা ভালোই ঘুড়াঘুড়ি করে বেড়ায় 😆

তা অবশ্যই আপু একটু ঘোরাঘুরি না করলে হয় 😁😁😁 কাল কে আপনার শহরে গিয়েছিলাম।

দিনাজপুরে না ঢাকায়?
কাহিনী কি বলেন?
কার সাথে চুপি চুপি মিট করেন?

দিনাজপুর আপু 🤔🤔

You have shared some wonderful pictures, especially the dried tree with birds, thank you for the invitation

Welcome my dear friend. ❤️❤️

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া বিশেষ করে ৩ নাম্বার ছবিটা আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য

Thanks bro❤️❤️