My best craft @shamimhossain

in hive-138339 •  3 years ago 


আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত কাগজের নৈপুণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।



IMG_20220610_225231~2.jpg

কাগজের নৈপুণ্য

•. Location - MW67+HJ Parbatipur, Bangladesh



উপকরণ
  • বিভিন্ন রং এর কালার পেপার
  • আঠা
  • একটি স্কেল
  • একটি পেন্সিল
  • একটি কম্পাস
  • একটি কাটার
  • একটি কাগজের মোটা বোর্ড


ধাপ : ০১

IMG_20220606_150049~2.jpg

সবার প্রথমে আমাদের সাদা একটি কাগজ নিতে হবে। তারপর কাগজটি চিকন করে গোল গোল করে ঘুরিয়ে একটি লম্বা কাঠির মতো করতে হবে। আর এটির লম্বা ১৪ সে.মি।



ধাপ : ০২

IMG_20220606_150113~2.jpg

একই ভাবে আমাদের আরো কিছু লম্বা সাদা কাগজের দন্ড লাগবে সেটার লম্বা ১১ সে.মি।



ধাপ : ০৩

IMG_20220606_150133~2.jpg

এই ধাপে আমাদের একটি মোটা কাগজ নিতে হবে তারপর একটি কম্পাস এ পেন্সিল দিয়ে আমাদের কাগজটি গোল আকৃতির মাপ নিয়ে কাগজটি একটি কাটার এর সাহায্য নিয়ে কেটে নিতে হবে।



ধাপ : ০৪

IMG_20220606_151124~2.jpg

এবার আমরা ১৪সে.মি. এর লম্বা দন্ড গুলো আঠা দিয়ে কাগজের বোর্ডে লাগিয়ে দিবো।



ধাপ : ০৫

IMG_20220606_151402~2.jpg

এই ধাপে ১৪ সে.মি. দন্ডের মধ্যে যে ফাকা জায়গা আছে আর মধ্যে একটি করে ১১ সে.মি এর কাগজের দন্ড গুলো আঠা দিয়ে লাগিয়ে দিবো।



ধাপ : ০৬

IMG_20220606_152606~2.jpg

এবার একটি কালার পেপার নিয়ে ১০×১০ সে.মি. এর মাপ নিয়ে কেটে নিতে হবে।

IMG_20220606_154739~2.jpg

একই ভাবে সবগুলো কাগজের মাপ নিয়ে আমরা মাঝ খান থেকে কেটে নিবো।



ধাপ : ০৭

IMG_20220606_163156~2.jpg

এই ধাপে আমরা প্রতিটি কাগজ টিকে ছোট ছোট করে ভাজ দিয়ে পাতার আকৃতি দিবো।

IMG_20220606_164551~2.jpg

এবার কাগজগুলোর মাঝে আঠা দিয়ে লাগিয়ে দিলে আমাদের পাতা রেডি।



ধাপ : ০৮

IMG_20220608_153323~2.jpg

এবার আমরা কাগজের দন্ড গুলোতে আঠা লাগিয়ে পাতা গুলো বসিয়ে দিবো।



ধাপ : ০৯

IMG_20220608_131017~2.jpg

এবার একটি স্কেল দিয়ে বিভিন্ন রং এর কালার পেপার ৬×১৫ সে.মি. মাপ অনুযায়ী কেটে নিবো।



ধাপ : ১০

IMG_20220608_131228~2.jpg

তারপর কাগজগুলো কোনা কুনি ভাজ করে নিয়ে একটি কাটার এর সাহায্য নিয়ে কেটে ফেলব।

IMG_20220608_133955~2.jpg

সব কাগজগুলো এমন ভাবে ত্রিভূজ আকৃতির হবে।



ধাপ : ১১

IMG_20220608_153416~2.jpg

এবার কাগজগুলো গোল করে আঠা দিয়ে লাগিয়ে নিবো।



ধাপ : ১২

IMG_20220608_154832~2.jpg

এই ধাপে আমরা যে কালার আছে তার ঠিক নিচে একই কালার এর কাগজের টুকরাগুলো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।



ধাপ : ১৩

IMG_20220608_160224~2.jpg

একই ভাবে এই ধাপে আমরা কাগজের টুকরাগুলো আঠা দিয়ে লাগিয়ে দিবো কিন্তু মিশিয়ে দিবো। যেনো কালার গুলো এক সাথে মিশে না যায়।



ধাপ : ১৪

IMG_20220608_164326~2.jpg

মাঝ খানে ফুল দেওয়ার জন্য আমরা A4 সাইজের সাদা কাগজ মাঝ খান থেকে কেটে নিবো। তারপর একটি কাটার এর মাধ্যমে চিকন করে কেটে নিবো।

IMG_20220608_164955~2.jpg

কাগজ কাটা শেষ হলে আমরা আঠা লাগিয়ে গোল গোল করে কাগজটি ঘুরিয়ে একটি ফুলের আকৃতি দিবো ।



ধাপ : ১৫

IMG_20220610_225231~2.jpg

এবার মাঝ খানের ফাকা জায়গায় আমরা আঠা দিয়ে সাদা ফুলটি বসিয়ে দিবে।আর আমাদের কাগজের নৈপুণ্য টি সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেলো।



ধাপ : ১৬

IMG_20220611_121537~2.jpg

সর্বশেষ ধাপে আমি আমার তৈরি কাগজের নৈপুণ্য টির সাথে একটি সেলফি তুললাম।



I am inviting @rashmarashma & @rezaul-420 to participate in this contest.

Thanks for Watching.



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

image.png

ওয়ার চমৎকার একটি ক্রাফট তৈরি করেছেন। আমার প্রশ্ম এটি তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছিলো?

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। এটি অবসর সময়ে তৈরি করা হয়েছে ভাই ২-৩ দিন ১৫-২০ মিনিট করে।

অসাধারণ হয়েছে ক্রাফট টি ভাইয়া।আপনি অনেক গোছালো টাইপের,ভবিষ্যতে ভাবীর কষ্ট কম হবে 😁

এখনই ভাবি 🙄🙄 না আপু খুব ভালো আছি

বিয়ে করলে আরো ভালো থাকবেন ভাইয়া 😁😁😁

সোহান ভাইকে আগে দিতে হবে আপু😋

ভাইয়া মেয়ে খুজেন জলদি।সোহানের বিয়েতে আম্রা অনেক মজা করবো 😛

খুব সুন্দর হয়েছে।সাথে কাজের বর্ননা গুলো খুব ভালো ভাবে দিয়েছেন।

ধন্যবাদ ভাই

অসাধারণ ক্রাফট ভাই। ছবিগুলো আকর্ষণীয় ছিল, সেই সাথে চমতকার বর্ণনাও দেয়া হয়েছে।

Thank you bro