My best craft @shamimhossain

in hive-138339 •  3 years ago 


আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Share with us your best Craft প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।



IMG_20220516_132418~2.jpg



উপকরণঃ

• কালার পেপার (লাল, হলুদ, সাদা, সবুজ, )
• আঠা
• কাচি
• স্কেল



ধাপ : ১

IMG_20220514_113411~2.jpg

সবার প্রথমে আমরা ফুল তৈরি করব আর ফুল তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম একটি A4 সাইজের লাল রং এর কাগজ নিতে হবে। তারপর একটি স্কেল এর সাহায্য নিয়ে মাঝ বরাবর কাগজটি কেটে নিতে হবে।



ধাপ : ২

IMG_20220514_114133~2.jpg

এবার কাগজটি ভাজ করে একটি কাচির সাহায্য নিয়ে চিকন চিকন করে কাগজটি কেটে নিতে হবে।



ধাপ : ৩

IMG_20220514_114556~2.jpg

কাগজটি কাটা শেষ হলে আমরা আঠা দিয়ে লাগিয়ে নিবো।



ধাপ : ৪

IMG_20220514_115033~2.jpg

IMG_20220514_115305~2.jpg

IMG_20220514_124200~2.jpg

এবার আমরা ফুলের মধ্যে খানে বসানোর জন্য আমরা ২.৫ *৭ সে.মি এর মাপ অনুযায়ী কাগজ কেটে নিবো এবং একটি কাচির সাহায্য নিয়ে চিকন চিকন করে কেটে আঠা দিয়ে লাগিয়ে নিবো।



ধাপ : ৫

IMG_20220514_115851~2.jpg

ফুল বসানোর জন্য তো আমাদের ডাল বানাতে হবে সেই জন্য আমরা ৪.৫*২৩ সে.মি মাপ নিয়ে সবুজ কাগজ কেটে নিবো।



ধাপ : ৬

IMG_20220516_131707~2.jpg

এবার সবগুলো একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিবো এবং আমাদের একটি ফুল তৈরি হয়ে গেছে।



ধাপ : ৭

IMG_20220516_131901~2.jpg

একই ভাবে আমরা আরো ২ টি ফুল বানিয়ে নিবো।

আমাদের ফুল তৈরি করা হয়ে গেছে এবার ফুল রাখার জন্য একটি টব বানাতে হবে।



ধাপ : ৮

IMG_20220514_133327~2.jpg

IMG_20220514_133402~2.jpg

IMG_20220514_134726~2.jpg

ফুলের টব বানানোর জন্য আমাদের কিছু বিভিন্ন রং এর কাগজ নিতে হবে তারপর মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপর কাটা কাগজগুলো চিকন করে গোল করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।



ধাপ : ৯

IMG_20220514_170505~2.jpg

এবার কাটা কাগজ গুলো ৭ সে.মি মাপ নিয়ে ত্রিভুজ আকৃতি দিতে হবে।



ধাপ : ১০

IMG_20220514_171025~2.jpg

IMG_20220516_131605~2.jpg

IMG_20220516_131534~2.jpg

ত্রিভুজ আকৃতি কেটে রাখা কাগজের টুকরাগুলো আঠা দিয়ে লাগাতে হবে। সবগুলো লাগানোর পরে আমাদের ফুলের টব তৈরি হয়ে গেলো।



ধাপ : ১১

IMG_20220516_132424~2.jpg

এবার আমাদের তৈরি ফুলের টবে ফুল রাখার পালা।



ধাপ : ১২

IMG_20220516_132906.jpg

সর্বশেষ ধাপে আমি আমার তৈরি কাগজের নৈপুণ্য এর সাথে একটি সেলফি তুললাম।



I am inviting @enamul17 & @emmybless to participate in this contest.

Thank You.



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

This is beautiful keep it up.

Thank you so much

সত্যিই ভাই অসাধারণ হয়েছে আপনার তৈরি কাগজের তৈরি নৈপুণ্য টি।ধন্যবাদ এত সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন।।

Thank you so much via

Congratulations..!!!

Your quality post has been supported by @nishadi89 member of "Arts Curator Team", using the @steemcurator04 account. We appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qu3xTQPDs6S6RRXLb8rm5fojsDN7rKh64CkzAdmkW96RMRcnjThuXRHBHVT1REjisP1dRF2KMmLVEcx5HUCczGrwn44JUuWiwEx7ZUQWhKUx1nn.png