আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে @toufiq777 ভাইয়ের আয়োজিত ম্যাক্রো ফটোগ্রাফি ও লেখার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে।
প্রজাপতিঃ- প্রজাপতি লেপিডোপ্টেরা বর্গের অন্তর্গত এক ধরনের কীট। এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। প্রজাপতির ১০ খণ্ডে গঠিত দেহ আকৃতিতে অনেকটা বেলনের মত। এছাড়াও প্রজাপতির জন্ম ডিম থেকেই হয়। তবে ডিম থেকে সরাসরি প্রজাপতি বের হয় না। প্রথমে শুঁয়োপোকা বের হয় এবং নির্দিষ্ট সময় পর শুঁয়োপোকা প্রজাপতিতে রুপান্তরিত হয়। ছোট বড় সবাই প্রজাপতিকে অনেক বেশি পছন্দ করে। প্রজাপতি অনেক ধরনের প্রজাতির হয়ে থাকে।একটি মেয়ে প্রজাপতি ২৫ থেকে ১০ হাজারটি ডিম দিতে পারে। কোনো কোনো প্রজাপতি উড়তে উড়তে ডিম দিতে পারে। বেশির ভাগ প্রজাপতির আয়ু এক-দুই মাস। তবে যারা শীতে ঘুমিয়ে কাটায় তারা নয় মাসও বাঁচতে পারে। প্রজাপতির ঘ্রাণশক্তি মানুষের চেয়েও অনেক বেশি।
ফড়িংঃ- ঘাসফড়িং Arthropoda পর্ব, Insecta শ্রেণির অন্তর্ভুক্ত প্রাণী । পৃথিবীর সর্বত্রই বিশেষ করে তৃণভূমি অঞ্চলে এদের প্রচুর পাওয়া যায় । পৃথিবীতে প্রায় ২০,০০০ প্রজাতির ঘাস ফড়িং হয়েছে। পৃথিবীর সবখানে ঘাসফড়িং পাওয়া যায় । তৃণভূমি, সবুজ শস্যক্ষেত, শাক-সবজির বাগান ইত্যাদি স্থানে এদের বেশি পাওয়া যায়।শাক-সবজি, ধান, পাট ইত্যাদি ফসলের কচি পাতা খেয়ে এরা ফসলের ব্যাপক ক্ষতি করে।
মাশরুমঃ- (Mushroom) এক ধরনের উপকারী ছত্রাকজাতীয় উদ্ভিদ। উদ্ভিদ হলেও অন্যান্য উদ্ভিদের মতো মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। আমাদের দেশে মাশরুম ব্যাঙের ছাতা নামে বেশি পরিচিত। একে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি।
বিঃ দ্রঃ তবে এই মাশরুমটি খাবার উপযোগী নয়। কারন এটা জঙ্গলে বেশির ভাগ জন্মে থাকে। সাধারন স্যাতস্যাতে জায়গায় এটি সবচেয়ে বেশি জন্মে থাকে। আর খাওয়ার জন্য বিভিন্ন দোকান বা সপ থেকে ক্রয় করা মাশরুম খাওয়ার উপযোগী।
ফুলঃ- এটি একটি নাম না জানা ফুল। ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রতিটি গাছের নিজস্ব ফুল দেখা যায়। নাম ভেদে এদের বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। আর এটি একটি সাধারন ফুলের ছবি। আর এটি মাঠের পাশে ছোট্ট একটি গাছের। হঠাৎ চোখ পড়ার মতোই না। তবে এর আকার অন্য ফুলের থেকে অনেক ছোট। আকার ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর।
Location | Parbatipur, Bangladesh |
---|---|
Device | Samsung S21 Ultra |
Image type | Macro photography |
ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @sohanurrahman ভাই & @biplobsarker ভাই কে ।
চমৎকার হয়েছে ছবিগুলো। ৩নং প্রজাপতির ছবি টা আমাকে অনেক ভালো লাগেছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রজাপতির ছবি গুলো অনেক সুন্দর কর তুলছেন ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘাসফড়িংটি নিশ্চিন্তভাবে হাতে বসে আছে। দারুণ ফটোগ্রাফি করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit