Travel Review || Week 1 || 30% to @hive-138339

in hive-138339 •  3 years ago 


আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্টিম বাংলাদেশ কমিউনিটি এর ট্রাভেলিং কনটেস্ট এ আমি অংশ গ্রহণ করতে যাচ্ছি।



স্থানঃ- ডানা পার্ক নওগাঁ, জমিদার বাড়ি এবং হাঁসাইগাড়ী বিল নওগাঁ।

তারিখঃ- ৩০ আগস্ট ২০২১

আপনাদের মাঝে আমি আমার ট্রাভেলিং এর সম্পূর্ণ বিষয় তুলে ধরছি আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবেঃ-

মাস টা ছিল আগষ্টের ২৮ তারিখ শনিবার সকালে অফিস করে বাসায় চলে আসছি এবং যথাসময়ে সেকেন্ড টাইমে অফিসে যাওয়ার সময় আমার কলিগ শাওন এর সাথে দেখা হয় সে বলল ৩০ তারিখে আমাদের একটি সরকারি ছুটি আছে ঐ দিন নওগাঁ শহরে ঘুরতে যাবে আর আমাদের ৪ থেকে ৫ জন কলিগ মিলে যাওয়ার প্লান করছে। আমি আর না করলাম না কারন অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় নি। অফিস শেষ করে আমি রাজিব ভাই আর আমার কলিগ শাওন এক স্থানে বসে চা খেতে খেতে প্লান করলাম কখন কি ভাবে যাওয়া যায় আর কত টাকা করে উঠাতে হবে সে সব ডিসকাশন করতে লাগলাম। তখন আমাদের মাঝে খালেদ ভাই আসলো আর খালেদ ভাইয়ের বাসা নওগাঁ শহরে। খালেদ ভাই নিজেই আমাদের কে নিমন্ত্রণ করেছে। ভাই বলল বেশি খচর না ৩০০ থেকে ৪০০ টাকার মতো খরচ হবে। আর আমাদের সাথে আমাও আর এক জন কলিগ আছে ফয়সাল সেও যাবে। পরে আমাদের একজন বড় ভাই বিপ্লব সরকার রাজিব ভাই বলল বিপ্লব ভাই কে কল দিয়ে শুনতে ভাই যাবে কি না আমি ভাইকে কল দিলাম ভাই বলল যাবে সমস্যা নাই। আমরা সেই ভাবে প্রস্তুতি নিলাম ৩০ তারিখ সকালে আমরা নওগাঁর উদ্দেশ্যে রওনা দিবো।



৩০ তারিখ সকালে আমাদের প্লান অনুযায়ী আমরা সকাল ৭ টা ৪৫ মিনিটে একটি ট্রেন আছে বরেন্দ্র এক্সপ্রেস সেটাতে যাবে সেই সময় অনুয়ায়ী সবাই স্টেশনে চলে আসলাম। আর খালেদ ভাই আগে থেকেই নওগাঁতে আছে। আমরা ট্রেনে উঠলাম আমরা সবাই ই বাংলাদেশ রেলওয়ে তে চাকুরি করি সেজন্য আর টিকিট করলাম না। আমরা সান্তাহার রেলওয়ে স্টেশনে নামলাম তখন সময় ১১ টার মতো বাজে। সান্তাহার স্টেশনে নেমে আমাদের কে খাদিল ভাই রিসিভ করল। তারপর একটি অটো নিয়ে আমাদের কে সান্তাহার বউ বাজারে যেতে বলল আর খালিদ ভাই বউ বাজারের সামনে দাড়িয়ে আছে সেখান থেকে নেমে তাদের বাসায় চলে গেলাম। খাদিল ভাইয়ের বাসায় গিয়ে ফ্রেস হয়ে নিলাম। তারপর আমাদের কে নাস্তা দিলো আমরা নাস্তা খেয়ে কিছু সময় রেস্ট করলাম। তারপর আমরা রেডি হলাম ডানা পার্কে যাওয়ার জন্য।



ডানা পার্কঃ-

এদিকে খালিদ ভাই একটি অটো ঠিক করে নিয়ে আসলো আর প্রতিজনের ভাড়া ৩০ টাকা করে তারপর আমরা ডানা পার্কের উদ্দেশ্য রওনা দিলাম।

received_193000669440728~2.jpeg


ডানা পার্ক, নওগাঁ

• Location - RX66+PW2 Naogaon


ডানা পার্কে গিয়ে আমরা সব কিছু ঘুরে দেখতে লাগলাম। ডানা পার্কের ভিতরে চিড়িয়াখানা ও আছে সেখানে কিছু বিভিন্ন প্রজাতির পাখি, খরগোশ, সাপ, বানোর ইত্যাদি। আমরা ঘুরতে ঘুরতে অনেক ছবিও তুললাম।

1630383218295.jpg

1630383218244.jpg

1630383218362.jpg

1630383218407.jpg

1630383218280.jpg

1630383218387.jpg

1630383218182.jpg


ডানা পার্কের ভিতরের দৃশ্য।

• Location - RX67+J57 Naogaon


সব কিছু ঘোরা শেষ করে আমরা সুইমিং করার জন্য ৫০ টাকা দিয়ে টিকিট কাটলাম আর ডানা পার্কের ভিতরে ঢোকার জন্য ৫০ টাকা করে টিকিট। আমরা একটি লকার নিলাম সেই লাকারে ভালো করে চেক করে আমাদের মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে দিলাম। এবার আমরা সবাই মিলে গোসল করতে ঝাপিয়ে পড়লাম।

1630383218064.jpg

1630383218074.jpg

1630383218032.jpg

1630383217876.jpg


সুইমিং পুল, ডানা পার্ক, নওগাঁ।

• Location - RX66+HV8 Naogaon


অনেক সময় ধরে আমরা গোসল করলাম এবং কিছু খেলা করলাম। আমরা একটি ৫ টাকার কয়েল পানিতে চেলে দিয়ে কে খুজে পায় সেই খেলা খেলাতে লাগলাম। এভাবে কিছু সময় খেলার পরে টাকাটা হারিয়ে গেলো আর খুজে পেলাম না। তারপর আমরা আমাদের মতো ঝাপিয়ে ঝাপিয়ে গোসল করতে লাগলাম। গোসল করা শেষে আমরা উপরে উঠে আসলাম। তারপর ফ্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে আবার ও খালিদ ভাইয়ের বাসার উদ্দেশ্য রওনা দিলাম। কিছু সময় পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে নিলাম এবং আমাদের দুপুরের খাবার আয়োজন খালিদ ভাইয়ের বাসায় করা হয়েছে। আমার দুপুরের খাবার খেয়ে নিলাম তারপর সবার মিলে কিছু সময় রেস্ট করলাম এবং বিকালের আগে আমরা রেডি হলাম হাঁসাই গাড়ী বিলে যাওয়ার জন্য।



জমিদার বাড়ী নওগাঁঃ -

received_2966337706959130.jpeg

1630383217754.jpg

1630383217769.jpg

1630383217776.jpg

1630383217841.jpg

1630383217814.jpg


জমিদার বাড়ি , নওগাঁ।

• Location - RRW4+QPF Baliher


হাঁসাই গাড়ী বিলে যাওয়ার পথে জমিদার বাড়ি পড়ে আর আমরা যে অটো রিজার্ভ করেছি সেটা যাওয়া ও আসার জন্য মোট ভাড়া ৫০০ টাকা। আমরা রওনা দিলাম অটোতে করে। যেতে যেত আমাদের সেই কাঙ্ক্ষিত রাজবাড়ী চলে আসলো। আমর অটো থামিয়ে চলে গেলাম ভিতরে দেখার জন্য। অনেক পুরাতন বাড়ি। এখন শুধু মাত্র যারা দেখাশোনা করে তারাই ঐ বাড়িতে বসবাস করে। আমরা ভিতরে গিয়ে অনেক ছবি তুললাম।



হাঁসাই গাড়ী বিলঃ-

1630383217614.jpg

1630383217435.jpg

1630383217493.jpg

1630383217496.jpg

1630383217589.jpg

1630383217455.jpg


হাঁসাই গাড়ী বিল, নওগাঁ।

• Location - QV65+GM Hashai


জমিদার বাড়ি দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য স্থান হাঁসাই গাড়ী বিল যার জন্য আমরা পার্বতীপুর থেকে নওগাঁ শহরে গিয়েছি ঘোরার জন্য। অনেক সময় লাগে যেতে আর মাঝে কিছু রাস্তা এতো পরিমাণ খারাপ বলে বোঝানো যাবে না। রাস্তার দুপাশে শুধু পানি আর পানি। বিলটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা না দেখলে বুঝবেন না। আমরা গিয়ে একটি নৌকা ভাড়া করলাম ৩০০ টাকা কিন্তু আমরা ২ বার বিল ঘুরলাম ৫০০ দিয়ে। এতো ফ্রেশ মুড আর কোথাও খুজে পাওয়া যাবে না। এতো সুন্দর পরিবেশ আপনাদের আর কি বলব। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলো আমার ঘোরা শেষ করে আবার ও নওগাঁর উদ্দেশ্য রওনা দিলাম। তারপর খালিদ ভাইয়ের বাসায় এসে ফ্রেস হয়ে রেস্ট করলাম। রাতের খাবার ও খালিদ ভাইয়ের বাসায় করলাম। খাওয়া শেষ করে আমরা রেস্ট করলাম। আমাদের ট্রেন রাত ১২ টার সময় বাংলাবান্ধা এক্সপ্রেস। আমরা সান্তাহার রেলওয়ে স্টেশনে ১১ টা ৩০ মিনিটে চলে আসলাম। কিছু সময় আড্ডা দিতে দিতে ট্রেন চলে আসলো আমরা ট্রেনে উঠে পড়লাম। রাত ৩ টার দিকে আমাদের কে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দিলো। তারপর আমরা একটি ভ্যান নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে গেলাম।



এই ছিলো আমার নওগাঁ ভ্রমণ। জানি না আপনাদের কে কেমন লেগেছে আশা করি সবাইকে ভালো লেগেছে সময় করে পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER: