আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আমি আজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
এতো ভালো থাকার কারনটাই আপনাদের সাথে শেয়ার করবো।
আমাদের পরিবারে আজ একজন নতুন সদস্যের আগমন ঘটেছে তাই আজ সবাই আনন্দিত। নতুন সদস্যের আগমনে আজ সবার মুখে হাসি ফুটেছে।
ফজরের কিছুসময় আগেই হঠাৎ ফোন বেজে উঠলো ফোন ধরতেই আমার ভাইয়া জানালো আমি ফুপু হয়েছি। আমিতো মহা খুশি। আমার ভাইয়া বললো মেসেঞ্জারে ছবি পাঠিয়েছি বাবুর। আমার মা - বাবাকে ডাক দিলাম তারা শুনেও খুব খুশি তারপর বাবুর ছবি দেখালাম।
তারপর আমরা কথা বলতে বলতে ফজরের আজান দিলো। আমি অজু করে নামাজ পড়াম। আমার ভাইয়ের ছেলেকে যেন আল্লা নেক হায়াত দেয় সেই দোয়ার করলাম।
তারপর আমি সবাইকে ফোন করে জানালাম যে আমি ফুপু হয়েছি।
আমার ভাবি তার বাবার বাড়িতে আছে। তার বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর এখন করোনার কারোনে প্রায় জায়গায় লকডাউন তাই যাওয়ার উপায় নেই।
দূর থেকেই বাবুর জন্য অনেক দোয়া করছি আমারা। খুব মিস করছি, বাবুকে কাছে গিয়ে দেখতে ইচ্ছে করছে খুব।
আমরা সকালের নাস্তা করে। আমি ভাইয়াকে কল করলাম। মা ভাইয়ার সাথে ভাবির সাথে কথা বললেন। তারা সবাই ভালো আছে।
আমার মা বাবুর নাম রাখলে আব্দুল্লাহ। আমারা বাবুকে ভিডিও কলে দেখলাম।
আমার ভাবি এখন হাসপাতাল আছে, তাকে ৫ দিন পরে বাসায় নেয়া হবে। সবাই আমার পরিবারের নতুন সদস্যের জন্য দোয়া করবেন।
দুপুর হয়ে গেলে রান্না বান্না শেষ হলে আমরা খাবার খাই ও বিশ্রাম নেই তারপর আমি আমার ছাত্রকে পড়াই।
পাড়ানো শেষ হলে আমি আসরের নামাজ পড়ি।
আসরের নামাজ পড়ে আমি আমার ভাইয়ার সাথে আবার কথা বলি।
আসলে সারাক্ষণ আব্দুল্লাহকে দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করে ছোট ছোট হাত পা গুল স্পর্শ করি করি। কোমল গাল দুটো ছুঁয়ে দিতে ইচ্ছে করে। কিন্তু কিছুয়েই করার নেই এতোদূর থেকে যাওয়াটা এই সময় বিপদজনক।
সন্ধ্যা হলে মাগরিবের নামাজ পড়ে আমি চা ও সেমাই খাই।
তারপর আমার ভাইয়ের মেয়েকে পড়াতে বসি। পড়ানো শেষ হলে আমি নামাজ পড়ি ও রাতের খাবার। তারপর আমার বিছানায় যাই মোবাইলটি হাতে নেই কিন্তু হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি।
আজ এখানে আমার লেখা শেষ করছি।
সবাই দোয়া করবেন আমার পরিবারের নতুন সদস্যের জন্য।
আমার লেখায় কোন ভূল হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ সবাইক।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আল্লাহ বাচ্চাটিকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit