আসসালামু আলাইকুম
আশাকরি আপনারা সবাই ভালোই আছেন।আমি ও ভালো আছি।@steem-bangladesh কর্তৃক নিয়মিত আয়োজিতSteem Bangladesh Contest : The Diary Game এ আজ আবার উপস্থাপন করতে যাচ্ছি আমার ডায়েরি। নিত্য দিনের নানান ব্যস্ততার মাঝে কেটে যায় আমাদের দিন।তারই সল্প কিছু সময়ের বর্ননা এই ডায়েরি।নিত্য নতুন ঘটনা ঘটে যায় আমাদের জীবনে,যা ছোট আকারে লিখার শান্তিটাই আলাদা ধরনের।
রোজঃ শনিবার,৩০ জুলাই,২০২২,পার্বতীপুর, দিনাজপুর।
সকাল
সকালে তারাতাড়ি ঘুম থেকে ওঠার জন্য মনীষীরা সব সময় চাপ দিয়েছে,কেননা সকালে তারাতাড়ি উঠলে শারীরিক ও মানসিক ভাবে মানুষ সতেজ থাকে।অনেকে ভোর বা সকালকে একই সময় মনে করে। তবে অধিকাংশ মানুষই মনে করে ভোর আর সকাল এক সময় নয়।সকাল হলো দিনের প্রথমাংশ এবং ভোরের পরবর্তী অংশ। সকালে দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম।নাস্তা করে একটু পরে গোসল দিলাম দাওয়াত খেতে যাব বরে।
দুপুর
location:MP4P+32W Chirirbandar
আমার ফুপুর বাসায় দাওয়াত ছিল,তাই চলে গেলাম ফুপুর বাসায়।ফুপুর বাসা দূরে হওয়ায় পৌঁছাতে বেশ সময় লাগলো। দাওয়াত খেয়ে সবার সাথে আড্ডা দিয়ে চলে আসলাম বাহিরে।
বিকাল
location:MP5J+P49 Chirirbandar
বাসায় মেহমান অতিরিক্ত থাকায় বাহিরে গেলাম হাটতে,বাহিরের গাছ পালা সহ প্রকৃতি ছিল অনেক শান্ত।আমার আবার শান্ত পরিবেশে ঘুরতে বেশ ভালো লাগে।তেই বেশ খানিকটা সময় বাহিরে ঘোরাঘুরির পরে ফুপার বাসায় চলে আসলাম। এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
রাত
location:MVJ4+47P Digharan
বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়।বাসায় পৌঁছে পোশাক পরিবর্তন করে বাহিরে গেলাম কিছু কাজ থাকায়। অতঃপর এশার নামাজ পরে চলে আসলাম বাসায়। বাসায় এসে বই পরলাম বেশ খানিকটা সময়। কিছুক্ষণ পরে খাওয়া করে গেম খেলতে বসলাম।আগে পাবজি মোবাইল লাইট ভার্সন খেলে ও এখন নতুন করে পাবজি মোবাইল ডাউনলোড দিয়ে খেলা শুরু করি।খেলা শেষে ঘুমিয়ে পরি।
@steem bangladesh কমিউনিটিতে তাদের নানান ধরনের চমৎকার ও অসাধারণ সব কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @shohana1 @steemit-fairy কে।
ধন্যবাদ সবাইকে 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ভাবে দিনটি কাটিয়েছেন ।পাবজি গেম খেলতে পারিনা তবে দেখতে ভাল লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া,খেলবেন আশা করি বেশ ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit