আসসালামুয়ালাইকুম।
বাইম মাছ ভুনা:
আমার হাতের বাইম মাছ ভুনা।
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
উপকরণ:
- বাইম মাছ।
- পেঁয়াজ কুচি।
- রসুন কুচি।
- জিরা বাটা।
- সয়াবিন তেল।
- লবণ।
- হলুদ গুড়া।
- মরিচের গুড়া।
- টমেটো কুচি ।
রান্নার প্রক্রিয়া:
২) এরপর আমি একটি পাত্রে তেল ঢেলে তা গরম করে নিয়ে নিয়েছি।এরপর গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও জিরা বাটা দিয়ে নেড়ে নিয়েছি। পেঁয়াজের রং কিছুটা বাদামি রং হয়ে গেলে এতে পরিমাণ মতো লবণ, মরিচের গুড়া, হলুদের গুড়া, টমেটো কুচি ও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি।
৩) এরপর কষানো মসলার মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়েছি। কষানো মসলার সাথে মাছের টুকরোগুলো কে ভালোভাবে মিশিয়ে দিয়েছি । এরপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিয়েছি।
৪) 15 মিনিট কষানোর পরে দেখলাম মাছগুলো প্রায় ভুনা হয়ে এসেছে।এরপর একটি পরিষ্কার বাটিতে মাছ ভুনা তুলে নিলাম পরিবেশনের জন্য।