Cooking Contest Week 2: 🧆Share My Own Cooking 🍝(বাইম মাছ ভুনা) @shopon700 {24.05.2021}

in hive-138339 •  4 years ago 

আসসালামুয়ালাইকুম।


হ্যালো বন্ধুরা, আমি @shopon700 🇧🇩বাংলাদেশ থেকে। Steem Bangladesh Community তে আজ আমি আপনাদের সাথে আমার হাতের বাইম মাছ ভুনার রেসিপি নিয়ে Cooking Contest Week 2 তে অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন।

বাইম মাছ ভুনা:

IMG20210524090942.jpgআমার হাতের বাইম মাছ ভুনা।
Cemera:Oppo-A12.

ধাপ-১

IMG20210523080322.jpgCemera:Oppo-A12.

ধাপ-২

IMG20210523091147.jpgCemera:Oppo-A12.

ধাপ-৩

IMG20210524082935.jpgCemera:Oppo-A12.

ধাপ-৪

IMG20210524084636.jpgCemera:Oppo-A12.

ধাপ-৫

IMG20210524084930.jpgCemera:Oppo-A12.

ধাপ-৬

IMG20210524085546.jpgCemera:Oppo-A12.

ধাপ-৭

IMG20210524085602.jpgCemera:Oppo-A12.

ধাপ-৮

IMG20210524090459.jpgCemera:Oppo-A12.

ধাপ-৯

IMG20210524090530.jpgCemera:Oppo-A12.

ধাপ-১০

IMG20210524090820.jpgCemera:Oppo-A12.

ধাপ-১১

IMG20210524090947.jpgCemera:Oppo-A12.

উপকরণ:

  1. বাইম মাছ।
  2. পেঁয়াজ কুচি।
  3. রসুন কুচি।
  4. জিরা বাটা।
  5. সয়াবিন তেল।
  6. লবণ।
  7. হলুদ গুড়া।
  8. মরিচের গুড়া।
  9. টমেটো কুচি ।

রান্নার প্রক্রিয়া:

১) প্রথমে বাইম মাছগুলো ভালো ভাবে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি।
২) এরপর আমি একটি পাত্রে তেল ঢেলে তা গরম করে নিয়ে নিয়েছি।এরপর গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও জিরা বাটা দিয়ে নেড়ে নিয়েছি। পেঁয়াজের রং কিছুটা বাদামি রং হয়ে গেলে এতে পরিমাণ মতো লবণ, মরিচের গুড়া, হলুদের গুড়া, টমেটো কুচি ও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি।
৩) এরপর কষানো মসলার মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়েছি। কষানো মসলার সাথে মাছের টুকরোগুলো কে ভালোভাবে মিশিয়ে দিয়েছি । এরপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিয়েছি।
৪) 15 মিনিট কষানোর পরে দেখলাম মাছগুলো প্রায় ভুনা হয়ে এসেছে।এরপর একটি পরিষ্কার বাটিতে মাছ ভুনা তুলে নিলাম পরিবেশনের জন্য।



সকলকে ধন্যবাদ।


Specially Thanks @rokonn @toufiq777 @nahidhasan23 @steem-bangladesh @sohanurrahaman @masumrbd

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!