Natural Art Contest |03.05.2021|

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম



কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি@shopon700🇧🇩বাংলাদেশ থেকে। Steem Bangladesh কমিউনিটিতে আয়োজিত আর্ট কনটেস্টে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আজ আমি আমার মনের মাধুরী মিশিয়ে পেন্সিলের সাহায্যে অঙ্কিত আমার গ্রাম বাংলার চিরচেনা সেই প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি।
আশা করি আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন।

IMG_20210503_154439.jpgcemera oppo A12


'বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর।'

-জীবনানন্দ দাশ।



কবি জীবনানন্দ দাশ বাংলার অপরূপ সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে, পৃথিবীর অন্য কোন সৌন্দর্য তিনি আর দেখতে চান না। কবি জীবনানন্দ দাশের মতো প্রতিটি মানুষের অন্তরে বাস করে গ্রাম বাংলার চিরচেনা সেই প্রাকৃতিক সৌন্দর্য।যা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। আমার গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কাছে পৃথিবীর অন্য সৌন্দর্য অতি নগণ্য।

IMG_20210503_162042.jpgCemera oppoA12 আট চলছে



IMG_20210503_161919.jpgCemera-Oppo-A12 আর্ট প্রায় শেষ



IMG_20210503_163006.jpgCemera-Oppo-A12 অবশেষে আর্ট শেষ করলাম

Specially Thanks to Steem Bangladesh Community arrange this Natural Art Contest

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর হয়েছে। রং ব্যবহার করলে অনেক সুন্দর দেখতে লাগতো। আশাকরি কন্টেস্টের নিয়ম গুলো ভালো ভাবে দেখে তারপর পোস্ট করবেন।

চেষ্টা করবো সামনে আরো ভালো করার জন্য।

খুব সুন্দর হয়েছে,

Thank you

খুবই সুন্দর এঁকেছেন

Thanks for the compliment.

ও মনু! হামাক এজলা শিকপেন নন বাহে??

হামার বাড়ি আইসেন বাহে।

ছবিটি সত্যিই খুব সুন্দর হয়েছে 🥀

Thanks for the compliment.

অনেক সুন্দর আর্ট করছেন ভাই

Thanks vaiya.

Wonderful art brother