1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 07/08/2020 Friday

in hive-138339 •  5 years ago  (edited)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। Steemit এ আজকে আমার ৩য় পোষ্ট। @ridoykhan22 আমাকে #thediarygame এ আম্নত্রন জানিয়েছে।
আজকের দিনটি অনেক আনন্দময় ছিল এবং আমিও অনেক সুন্দর ভাবে দিনটা কাটিয়েছি আজকের দিনটা আমি অনেক মজা করেছি আজ শুক্রবার ছিল। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তাই আজকে আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম এবং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি টিভি দেখতে বসে ছিলাম এবং টিভি দেখতে দেখতে আমি আমার সকালে নাস্তা শেষ করি।তারপর কিছুক্ষণ আমি আমার মোবাইলে গেম খেলি।গেম খেলতে খেলতে যখন আযান দেয় তখন আমি গোসল করতে চাই এবং শুক্রবারে নামাজ আদায় করার জন্য মসজিদে যাই। অবশেষে আমি শুক্রবারের নামাজ আদায় করি।
Snapchat-185655863.jpg
এবং বাসায় আসি। বাসায় এসে আমি রেডি হই কারণ আজকে আমার বন্ধুর বড় ভাইয়ের বিয়ে ছিল এবং আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছিল। তাই আমি রেডি হয়ে আমি তাদের সাথে বরযাত্রিতে অংশগ্রহণ করি এবং সেখানে আমরা উপস্থিত হয় প্রায় সাড়ে তিনটার দিকে।

IMG_20200807_145052.jpg
বরযাত্রী রওনা হয় ইকো রিসোর্ট এর উদ্দেশ্যে কারণ অনুষ্ঠানটি ওখানে হওয়ার কথা তাই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই সাড়ে তিনটার দিকে। এবং সবাই আমরা গাড়িতে চড়ে বরের সাথে আমরা যাই মজা করতে করতে এবং আমরা পৌঁছে সেখানে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হই অবশেষে আমরা বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া করতে বসি। খাবার এর মধ্যে ছিলো আমার প্রিয় বিরিয়ানি তাছার ছিলো কাবাব,শিক কাবাব,রোস্ট,সালাদ,চাটনি,মিষ্টি পোলাও এবং সোফট ড্রিংস।

IMG_20200807_172721.jpg

IMG_20200807_170543.jpg

IMG_20200807_154717.jpg

অবশেষে আমরা খাওয়া সম্পন্ন করি এবং তারপরে আমরা বরের কাছে চাই এবং বরের সাথে ছবি তুলি বরের সাথে ছবি তুলে আমরা কিছুক্ষনের মধ্যে একটু ঘোরাঘুরি করে তারপরে বিয়ে পড়ানোর জন্য কাজি আসে এবং আমরা তাতে শরিক হয় এবং নব দম্পতির জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে তাদের সুখী দাম্পত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আমাদের কাজ সম্পন্ন করি।
IMG_20200807_161421.jpg

তারপরে প্রায় বিকেল পাঁচটার দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমি এবং আমার বড় ভাই একসাথে মোটরসাইকেলের বসে আমারা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে এসে আমি একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করি এবং ঘুমিয়ে পড়ি তারপর যখন সন্ধ্যা হয় তখন আমার ঘুম ভাঙ্গে পরে আমি হালকা কিছু নাস্তা খেয়ে তারপরে আমি বাড়ির বাইরে বের হই। এবং একটু ঘোরাফেরা করি।
তারপর আমার বন্ধু ফোন দেয় ফোন দিয়ে বলে আমাকে প্লাজা আসতে কারণ অনলাইনে টিকিট কাটতে বলে ১০ তারিখের ঢাকার উদ্দেশ্যে আর তাই আমি প্লাজা যাই এবং আমরা একসাথে ১০ তারিখের টিকিট কাটি। অনলাইনে ট্রেনের টিকেট কাটার পর আমরা রাত ৯ টায় বাড়িতে আসি এবং খাওয়া-দাওয়া শেষ করে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকের জন্য এই ছিল আমার আজকের অ্যাক্টিভিটি আশা করি আমি কালকে ইনশাআল্লাহ আরো ভালো অ্যাক্টিভিটির বিবরণ আপনাদের কাছে তুলে ধরব আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে নিজেকে পরিষ্কার পরিছন্নতা রাখার চেষ্টা করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ ভাই৷ প্রতিদিন পোস্ট করে যান৷ ইনশাআল্লাহ ভালো ভোট পাবেন ভবিষ্যতে।

ভাই তোমার রুটিন আমার অনেক পছন্দ হয়েছে।অনেক মজা করেছো বিয়েতে বুঝা যাচ্ছে।এভাবেই সব সময় হাসি খুশি থাক এটাই দোয়া করি।

Thanks for sharing your diary with us,

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!
One Percent For Everyone

Also join LUCKY 10S

#onepercent

#bangladesh

greeting from @tarpan