আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই! আশা করি আপনারা সবাই ভাল আছেন! আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
@ridoykhan22 আমাকে #thediarygame এ আম্নত্রন জানিয়েছে।
আজকের দিনটি অনেক সুন্দর প্রতিদিনের মতোন আমি সকালে ঘুম থেকে উঠে এবং আমি আমার সকালের নাস্তা শেষ করি। তারপরে আমার বন্ধু আমাকে কল দেয় আর আমি মাঠে যাই।
মাঠে গিয়ে দেখি ছোট বাচ্চারা খেলা করছে এবং ক্রিকেট ব্যাট তাদের সাথে আমি বলি আমিও খেলবো তারা বলে আপনি বড় আমি বলেছিনা আমি তোমাদের সাথে খেলব তো তারা আমাকে তাদের সাথে খেলা নিতে রাজি হয় কিন্তু সীমিত সময়ের জন্য। আমি আমার পছন্দের খেলাটি উপভোগ করি কিন্তু সময় ব্যস্ততার কারণে এখন খেলা হয়না। ছোটকালে আমি প্রতিনিয়ত ক্রিকেট খেলতাম কিন্তু এখন আর হচ্ছে না। আমার বন্ধুদের কে বলব যে তোমরা খেলাধুলা চালু করো আমাদের অবসর সময়ে এবং আমরা যখন ফ্রি থাকি তখন আমাদের খেলাধুলা করা উচিত আপনাদের সবার পছন্দের খেলা কি! আমাকে comment করে জানাবেন। আমার পছন্দের খেলা ক্রিকেট এটা আমি অনেক ভালো বুঝি এবং খেলতে পারি আমাকে অনেক ভালো লাগে আমি all rounder আমি ব্যাটিং বোলিং দুটোই করি আমি বেশিভাগ বোলিংকরতে পছন্দ করি। আমাকে খুব ভালো লাগে cricket খেলতে।
আমার প্রিয় খেলোয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্রেন্ডন ম্যাককালাম আর আমার বাংলাদেশের জাতীয় দলের প্রিয় খেলোয়ার হচ্ছে সাকিব আল হাসান। দুজনকে আমার অনেক ভালো লাগে এবং তাদেরকে আমি অনেক পছন্দ করি এবং তাদের খেলা দেখতে অনেক ভালো লাগে আমার তাদের খেলা দেখে আমি অনেক শিখেছি এবং আমি তাদের মতনই করে খেলতে চাই এবং আমি কিছুটা তাদের মতন করে খেলি যেহেতু আমি সেরকম পর্যায়ে ক্রিকেটার না তারপরও আমি খেলার চেষ্টা করি এবং আমার বন্ধুদের কাছে আমি অনেক প্রশংসার দাবিদার হই এবং তারা আমার খেলার অনেক প্রশংসা করে বেশিরভাগ বোলিং এর সময় আমার উপর সবাই আস্থা রাখে এবং সবাই আমার উপর আস্থা রেখে আমার হাতে বল তুলে দেয়। আমি খুব সুন্দর বোলিং করি এবং প্রতিপক্ষকে তাড়াতাড়ি আউট করার ক্ষমতা রাখি।
ব্যস্ততার কারণে প্রতিনিয়ত খেলা হয় না তাই যখন শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকে তখন আমরা বন্ধু-বান্ধব এবং ছোট ভাইদের সাথে বিকেলে এবং সকালে খেলতে বের হই মাঠে।
এবং আমরা নিজেদের মধ্যে দুটি দল ভাগ করে নিয়ে খেলি।
আর ব্যাটিং করার সময় আমি খুব ক্লাসিক ধরনের ব্যাটিং করি আমি বেশিভাগ টাইমিং এর ওপর নির্ভরশীল হই এবং বল ভালোভাবে দেখে তা কানেক্ট করার চেষ্টা করি আমাকে ভালো লাগে ব্যাটিং করতে এবং বোলিং করতে। আমি ক্রিকেট খেলাটা খুব ইনজয় করি।
আজকে আমিও কিছুটা সময় ব্যাটিং করেছি এবং বাচ্চাদেরকে বোলিং করেছি এবং তারাও খুব আনন্দ পেয়েছে তাদের মুখে হাসি দেখে আমাকে খুব ভালো লেগেছে মোট কথায় আমরা সবাই অনেক ইনজয় করেছি খেলাটা এবং অনেক ভালোভাবে দিনটা পার করেছি খেলা শেষে আমি বাড়ি আসি এবং গোসল করে আমি আমার দুপুরের খাওয়া করি এবং একটু রেস্ট করি। খেলাধুলার পর শরীর একটু ক্লান্ত লাগে খেলাধুলা করলে শারীরিক ব্যায়াম হয় এবং মন ও ভালো থাকে। খেলাধুলা করার পর কিছুটা সময় শরীরকে বিশ্রাম দেওয়া দরকার।
আজ আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই আমার আজকের অ্যাক্টিভিটি যেনে অনেক খুশি হয়েছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সবার প্রিয় খেলা কি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ"।
You have written a good blog but in bangla language,this blog can be reached more people if you had written in English. But don't worry,bangla is acceptable for daily diary game too.
You have joined in daily diary game a little late,but don't loose hope and Keep writing.
Thanks for sharing your diary with us.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as some early tips
Also join LUCKY 10S
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Ok bro!!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি আপনার ক্রিকেট খেলার স্বপ্ন যেন সত্যি হয়😌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Tnx bro!!! In Sha Allha.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Good writing bro, carry on
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডায়েরি গেমে স্বাগতম।
সাকিব আল হাসান এ যুগের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ও তার খেলা খুব পছন্দ করি। এবার বিশ্বকাপে তিনি অসাধারণ খেলেছেন। ব্র্যান্ডন ম্যাককালামও একজন অসাধারণ খেলোয়াড়। তার শেষ বিশ্বকাপে তিনি অনবদ্য কিছু ইনিংস খেলেছেন, যার জন্য ক্রিকেট বিশ্ব তাকে মনে রাখবে।
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for sharing your diary with us,
Here is a little tips from @steemitblog,
For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!
One Percent For Everyone
Also join LUCKY 10S
#onepercent
#bangladesh
greeting from @tarpan
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit