The diary game 7/01/2022 by siam7

in hive-138339 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম আমার নাম মোঃ আবির হাসান সিয়াম আমি প্রতিদিন আপনাদের মাঝে steemit বাংলাদেশ ডায়রি লিখতে আসি। আজও আপনাদের মাঝে কিছু তথ্য নিয়ে আমি steemit bangla তে এসেছি।

সকাল

সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানোর পর দাঁত মাজলাম। দাঁত মাজা শেষে কিছু খেলাম খাওয়ার পর একটু পড়তে বসলাম। পড়া শেষে আমার ছোট বোন বায়না ধরল সে পরোটা খাবে তাকে দোকানে নিয়ে গিয়ে পরোটা কিনে দিলাম কিনে আনার পর আমি এবং আমার ছোট বোন পরোটা খালাম। খাওয়া শেষে একটু মাকে সাহায্য করলাম।

20220107_082155.jpg

দুপুর

দুপুরে ছোট ভাইদের সঙ্গে খেলা করার খেলার পর সবার সাথে একটু বড়ই পারতে গেলাম বড়ই পড়ার শেষে সবাই ভাগ করতে গেলাম ভাগ করার পর বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে আসার পর ছোট বোনকে একটু বড়ই দিলাম বড়ই দেওয়ার শেষে একটু গোসল করলাম। গোসল করার পর সবার সঙ্গে খাবার খেলাম খাবার খাওয়ার পর। একটু টিভি দেকলাম টিভি দেখা শেষে বাড়িতে ঘুমিয়ে পরলাম।

20220105_122429.jpg

বিকাল

বিকেলে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম ছেলে পেলেদের অনেক ভিড় সেখানে গিয়ে দেখলাম। যে দুইটা কুকুর মারামারি লাগছে তাদের মারামারি দেখে বাড়িতে ফিরে আসলাম। বাড়ীতে ফিরে আসার পরও দুপচাঁচিয়ায় প্রাইভেট পড়তে গেলাম পাইভিট পর শেষে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম। তারপর ক্রিকেট খেলার পর বাড়ীতে আসলাম।

সন্ধ্যা

সন্ধ্যা হওয়ার পরও মাগরিবের নামাজ মসজিদে পড়তে গেলাম নামাজ পড়ে এসে বাড়িতে ফিরে আসলাম। বাড়ীতে ফিরে আসার পর কিছু খাওয়ার পর একটু পড়তে বসলাম পড়া শেষে বন্ধুদের সাথে একটু রাতে রাকেট খেললাম রাকেট খেলার পর বাড়িতে ফিরে আসলাম।

রাত

রাকেট খেলার পর বাড়িতে আসার পর আমাকে একটু রান্না-বান্না করতে সাহায্য করলাম। রান্না হওয়ার পর বাড়িতে সবার সাথে খাবার খেলাম খাবার খাওয়ার পরও ছোট বোনের সাথে একটু খেলা শেষে টিভি দেখলাম টিভি দেখার পর সবাই ঘুমিয়ে পরলাম।

প্রতিদিন আপনাদের মাঝে আমি ডায়েরি লিখি। তাই আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি। আপনার পোষ্টটি অনেক সুন্দর হয়েছে।

সম্পূর্ণ পোস্ট পড়ুন। পোস্ট বুঝে ২-৩ লাইন কমেন্ট করুন। ধন্যবাদ।

Tnx

You had a great day. Helping mother is a very good habit. Please keep it up.

tnx


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER: