Book review || Paradoxical Sajid - 1

in hive-138339 •  4 years ago 


হ্যালো বন্ধুরা, আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে পুনরায় আপনাদের মাঝে বই রিভিউ নিয়ে হাজির হলাম। আজকে আমি বাংলাদেশের একটি আলোচিত ও সমালোচিত বইয়ের রিভিউ করতে চলেছি। আমি যে বইটির রিভিউ করবো সেটি হচ্ছে প্যারাডক্সিকাল সাজিদ -১ । চলুন তাহলে শুরু করা যাক :-



IMG_20210617_195459.jpg

মোবাইল অ্যাপস থেকে স্ক্রিনশট নেয়া



📗বইটির কিছু গুরুত্বপূর্ণ বিষয়📗



লেখকআরিফ আজাদ
প্রকাশকগার্ডিয়ান পাবলিকেশন
প্রকাশিত৯ই ফেব্রুয়ারি, ২০১৭
বিষয়ইসলামী আদর্শ ও মতবাদ
ধরনছোট গল্প
পৃষ্ঠাসংখ্যা১৭৬


বর্তমানে আমারা প্রেজেন্টেশনের যুগে বসবাস করছি। যে যত সুন্দর ভাবে মানুষের মাঝে কোনো কিছু উপস্থাপন করতে পারবে তার প্রতি মানুষের আকর্ষন বৃদ্ধি পাবে। অর্থাৎ , আপনি একটি বিষয় মানুষের মাঝে কত সহজ , সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করবেন তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। মানুষের একটা স্বভাব আছে তারা পেঁচানো কথা সহজে হজম করতে পারে না। তারা সবসময় সহজবোধ্যতা চায়। আর আজকে আমি যে বইটির রিভিউ লিখতেছি তার লেখক আরিফ আজাদ খুবই সুন্দর ও সাবলীল ভাষায় পাঠকদের মাঝে উপস্থাপন করেছেন। তিনি তার বই প্যারাডক্সিকাল সাজিদ বই টিতে কোনো পেঁচানো বা তত্বকথার ধাঁচে না গিয়ে, নিজের বক্তব্যের বিষয়গুলো কে গল্পের আঁকারে তৈরি করেছেন। তার এই বইয়ের প্রতিটি গল্পের শিরোনাম ও শুরুতেই আছে মজার আগ্রহ একটি সূচনা। যা পাঠকদের বইটি পড়তে আকৃষ্ট করতে বাধ্য করবে। বইয়ের প্রত্যেকটি গল্পের মূল চরিত্রে রয়েছেন দুই বন্ধু সাজিদ ও আরিফ।প্রতিটি গল্পের কোনো অংশে রয়েছে দুই বন্ধুর মজার খুনসুটি, আবার রয়েছে সিরিয়াস কোনো বিষয় রয়েছে সিরিয়াসনেস ভাব। বইটির মূল যে বিষয়টি আমার ভালো লেগেছে তাহলো প্রত্যেকটি গল্পের শিরোনাম। যা দেখে আমার বইটি পড়ার আগ্রহ তৈরি হয়েছে। বইটির নামের মাঝেও একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। বইটি মূলত নাস্তিকদের অনেক ভুল ভ্রান্তি , কিছু অবিশ্বাসের অন্ধকার চিন্তা ভাবনার সঠিক মুক্তি তর্কের মাধ্যমে ব্যাখা প্রদান‌ করা হয়েছে। এই বইটি প্রকাশিত হওয়ার পর অনেক আলোচিত , সমালোচিত ও বিতর্কিত হয়েছে।


IMG_20210617_200145.jpg

মোবাইল অ্যাপস থেকে স্ক্রিনশট নেয়া



📗কেন বইটি আলোচিত📗


বিক্রি

বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এবং ২০১৮ সালের জানুয়ারিতে এই বইটির লেখক ও প্রকাশক দুজনে ১ লাখ বই বিক্রি উপলক্ষে উদযাপনের খবর দেন। তাহলে বইটি প্রকাশিত হওয়ার ১ বছরের মাথায় ১ লাখ বই বিক্রি করা মোটেও চারটি খানি কথা না। যেখানে লেখকের এটিই প্রথম প্রকাশিত বই ।

কন্টেন্ট

বইটির কন্টেন্ট এর কারনে বইটি ব্যপক আলোচিত। বইটিতে আস্তিক নাস্তিক বিযষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের দেশে আস্তিক নাস্তিক নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। আর এই দ্বন্দ্ব মারামারি পর্যায়ে না গিয়ে সুন্দর ও সাবলীল ভাষায় বোঝানো হয়েছে।



📗বইটির গল্পের শিরোনাম সমূহ।📗


  • একজন অবিশ্বাসীর বিশ্বাস

  • তকদিরর বনাম স্বাধীন ইচ্ছা শক্তি -স্রষ্টা কি এখানে বিতর্কিত?

  • *স্রষ্টা কোন মন্দ কাজে দায় নেন না?

  • শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব
  • তাদের অন্তরে আল্লাহর মোহর মেরে দিন। সত্যি কি তাই?
  • *মুশরিকদের যেখানে পাও হত্যা কর। অতঃপর...
  • স্রষ্টাকে কে সৃষ্টি করলো?
  • একটা সাম্প্রদায়িক আয়াত এবং....
  • কোরআন কি সূর্যের পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে?
  • মুসলমানদের কুরবানী একজন মাতুব্বরের অযাচিত মাতুব্বরি
  • আল-কুরআন কি মানব রচিত??
  • রিলেটিভিটির গল্প
  • A letter to David : Jesus wasn't myth. He excited
  • কুরআন, আকাশ, ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার
  • আয়েশা (রাঃ) এবং হযরত মুহাম্মদ ( সঃ) বিয়ে এবং কথির নাস্তিকদের.....
  • কুরআন কি হযরত মুহাম্মদ (সঃ) এর নিজের কথা?
  • স্রষ্টা যদি দয়া হয় না তবে জাহান্নাম কেন?
  • কোরআনের মধ্যে পৃথিবী কি সমতল নাকি গোলাকার?
  • একটি ডিএন এর জবানবন্দি
  • কোরআন বিজ্ঞান কাকতালীয় নাকি বাস্তবতা?
  • স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবেন যা স্রষ্টা নিজেই তুলতে পারবেন না ?
  • ভেলকিবাজি সাতকাহন।


বইটি ২০১৭ সালে প্রকাশিত হওয়ার পর পিডিএফ ও অ্যাপস আকারের বের হয়। অতি সহজেই বইটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে পড়তে পারবেন। বইটির মূল্য তালিকা মাত্র ২০০ টাকা।


IMG_20210617_195759.jpg

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার স্ক্রীনশট



📗বইটি সম্পর্কে আমার মতবাদ📗


আমি বইটি পড়ে সত্যি অনেক মজা পেয়েছি। একজন পাঠক যদি বই পড়ে মজা না পায় তাহলে একজন লেখকের কষ্ট বৃথা যাবে। আর এই বইটিতে লেখক আরিফ আজাদ খুবই সুন্দর ও সাবলীল ভাষায় যুক্তি তর্কের মাধ্যমে সকল আস্তিক ও নাস্তিক বিষয় গুলো ব্যাখা করেছেন। যেখানে গল্পের মূল চরিত্রে থাকা সাজিদ একজন আস্তিক ও ধর্মভীরু ছেলে ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে নাস্তিক হয়ে যায়। পরবর্তীতে সে পূনরায় আস্তিক হয় এবং খুব সুন্দর ভাবে নাস্তিক বাদদের আস্তিকতার ব্যাখা দেন। বইটির প্রত্যেকটি গল্পে পাঠকদের মজা দেওয়া হয়েছে। আপনারা বইটি পড়লে অনেক কিছু জানতে পারবেন। তাছাড়া গল্পের শিরোনাম গুলো দেখলেই আপনি ‌বইটি পড়ার জন্য আগ্রহ প্রকাশ করতে বাধ্য হবেন।



ধন্যবাদ সবাইকে।


শুভেচ্ছান্তে
@sobuj28



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর হয়েছে ভাই ❤️

ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে। প্যারাডক্সিক্যাল সাজিদ 1 আমি অনেকবার পড়েছি, আমার অনেক ভালো লাগে বইটি পড়তে।

এই বইয়ের ২টি পার্ট ই পড়েছি।🥰,, প্রত্যেক ভাই-বোনদের এই বইটি পড়া দরকার

অসাধারণ একটা বই ভাই পড়েছি আমি.!

বই'টি আমার গার্লফ্রেন্ড গিফট করেছে।

🤪🤪