মঙ্গলগ্রহ। মঙ্গলগ্রহ নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের অন্ত নেই।এটি আমাদের সৌরজগত মিল্কিওয়ের চতুর্থতম গ্রহ। অর্থাৎ সবথেকে কাছাকাছি গ্রহ হলো এটি।বিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ যখন চাঁদে অবতরণ করতে সক্ষম হয় তখন থেকেই মঙ্গলগ্রহে পদার্পণ করার ইচ্ছাটাও বিজ্ঞানীদের মনে চেপে বসে।আর তখন থেকেই শুরু হয় মঙ্গলগ্রহে যাওয়ার প্রস্তুতি।
লাল রক্তাক্ত রঙের গোলাকার পিন্ডের মত দেখতে এই গ্রহটির নামকরণ করেছিলেন রোমানরা।তারা তাদের যুদ্ধের দেবতার নামে এটির নামকরণ করেন। তারা তাদের যুদ্ধের দেবতা অ্যারেসের (Ares) নামানুসারে গ্রহটির নামকরণ করেছিল।অন্যান্য সভ্যতাগুলিও সাধারণত এই গ্রহের নাম দিয়েছিল । মিশরীয়রা এটিকে "হার দেসার" নাম দিয়েছিল, যার অর্থ "লাল"।প্রাচীন চীনা জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে "অগ্নি তারকা (The Fire Star" বলে অভিহিত করেছিলেন।
মঙ্গল গ্রহের ভুমি একধরনের উজ্জ্বল মরিচা রঙ এর রেগোলিথ। এখানকার ভুমির আলগা ধূলিকণা এবং শিলা এর পৃষ্ঠকে ঢেকে রাখে। পৃথিবীর মাটিও এক ধরনের রেগোলিথ, যদিও তাতে জৈব উপাদান থাকে। নাসার মতে, লোহার খনিজগুলো অক্সিডাইজ করে অর্থাৎ এগুলোতে মরিচা ধরে।আর এ কারণেই এই গ্রহের মাটি লাল দেখায়।
মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় অনেক বেশি ঠাণ্ডা। কেনো না সূর্য থেকে এর দূরত্ব বেশি। মঙ্গলগ্রহের গড় তাপমাত্রা প্রায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস। যদিও শীতকালে মেরুগুলির কাছে এটি মাইনাস ১২৫ ডিগ্রি সেলসিয়াস এবং নিরক্ষরেখার কাছাকাছি ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে।মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ অত্যধিক।যা পৃথিবীর তুলনায় প্রায় ১০০ গুন ঘন।
মঙ্গল পৃথিবীর তুলনায় সূর্য থেকে অনেক দূরে অবস্থিত।তাই মঙ্গলগ্রহের বছর গননা করা হয় পৃথিবীর থেকে বেশি দিনে। প্রথিবীতে ৩৬৫ দিনে বছর গননা করা হলেও মঙ্গলগ্রহে তা ৬৮৭ দিনে। তবে দুটি গ্রহের দিনের দৈর্ঘ্য একই রকম।মঙ্গল গ্রহ তার অক্ষের চারপাশে একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে প্রায় ২৪ ঘন্টা এবং ৪০ মিনিট সময় নেয়,যেখানে পৃথিবী তার অক্ষের উপর একবার ঘুরতে লাগে ২৪ ঘন্টা। পৃথিবীর যেমন ছয়টি ঋতু রয়েছে তেমনি মঙ্গলগ্রহেরও ঋতু রয়েছে।
I invite @jairymar and @nwafather to participate in this contest.
Steem/SBD doller sell korle inbox. 01887107866 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit