Steem Bangladesh Contest || 🎮 Game Review || Archery Battle 🏹

in hive-138339 •  4 years ago 

আসসালামুয়ালাইকুম



আমি @sohag27 from 🇧🇩 Bangladesh



@steem-bangladesh কর্তৃক আয়োজিত আজকের টপ পোস্ট টপিক " Game Review 🎮 " কনটেস্টে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আজ যে গেমটি সম্পর্কে রিভিউ করব তার নাম "Archery Battle(আর্চারি ব্যাটল)"



Archery Battle 3D

1627396452443.jpeg
source



"Archery Battle 3D" হলো এখন পর্যন্ত সবচেয়ে এক্সাইটিং আর্চারি গেম।এটি একটি অনেক সুন্দর ও সহজ তীর-ধনুক মোবাইল গেম।এই গেমটিতে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর গ্ৰাফিক্স,এ্যামাজিং ব্যাকগ্রাউন্ড মিউজিক,এ্যানিমেশন এবং সহজাত নিয়ন্ত্রণ ক্ষমতা।



Screenshot_20210727_203701_5a5860dc4bd679e28b65799bd3da6bd7.jpg

Screenshot from my phone



গেমটি সম্পর্কে কিছু তথ্য :



নামArchery Battle 3D
ভার্শন1.3.8
রিলিজ৯ এপ্রিল ২০১৯
পরিবেশকDoodle Mobile Ltd.
ডাউনলোড১০ মিলিয়ন +


গেমটির ফিচার সমুহ :




  • অত্যাধুনিক বাস্তবসম্মত 3D পরিবেশ।
  • বহুমাত্রিক ক্যামেরার ব্যবহার।
  • ১০০ + লেভেলে।
  • Chest আনলক এ রয়েছে শক্তিশালী নতুন ধনুক এবং তীর।
  • গেমটি ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে সকল বয়সের মানুষই খেলতে পারবেন।


গেমটির Mode সমূহ :



Screenshot_20210727_203721_5a5860dc4bd679e28b65799bd3da6bd7.jpg

1.Classic 1 ON 1 :
এটি হলো ওয়ান ভার্সেস ওয়ান খেলার মোড। Classic 1 ON 1 এ ৮ টি Grade রয়েছে। গেমটি খেলার মাধ্যমে এই Grade গুলো পূরণ করতে হয়।Grade গুলো হলো :

  • Archery Club
  • Doodle Beach
  • Amousment Park
  • Deciduous Forest
  • Aurura Villa
  • Egyptian Remains
  • Doodle Beach 2
  • Nature Museum
  • Angel Bridge

Screenshot_20210727_203716_5a5860dc4bd679e28b65799bd3da6bd7.jpg

2.Rush (রাশ) 1 ON 1

3.Arena এ্যারিনা (win or lose)

4.Challenge (চ্যালেন্জ)
এখানে বিভিন্ন চ্যালেন্জ অতিক্রম করে এগিয়ে যেতে হয়।

5.Cereer (ক্যারিয়ার) single mode
এই মোডটিতে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়।এই মোডটিতে ২৪০ টি ধাপ রয়েছে।



গেমটি যেভাবে খেলতে হয় :



Screenshot_20210727_203711_5a5860dc4bd679e28b65799bd3da6bd7.jpg



"Archery Battle 3D" গেমটি অনলাইন বা অফলাইন দুই ভাবেই খেলা যায়। অনলাইনে সব মোডগুলো খেলা গেলেও অফলাইনে শুধুমাত্র একটি মোড খেলা যায়।আর সেটা হলো Cereer (ক্যারিয়ার ) single mode।শূধুমাত্র এই মোডটিই নেট কানেকশন ছাড়াই খেলা যায়।

Screenshot_20210727_210439_5a5860dc4bd679e28b65799bd3da6bd7.jpg

এই গেমটি খেলা অনেক সহজ।কোনো একটি মোড চালু করার পর আপনাকে শুধু ফোনের স্ক্রিনে ড্রাগ করে ধরে রাখতে হবে তাহলে ধনুকটি জুম হয়ে যাবে।এরপর নিশানা ঠিক করে ড্রাগ ছেড়ে দিতে হবে। তাহলেই তীরটি গিয়ে বোর্ডে লাগবে। বোর্ড টিতে বিভিন্ন অংশে দাগ কাটা থাকে।এই দাগগুলোয় বিভিন্ন পয়েন্ট দেয়া থাকে যা সাধারণত ১০ থেকে শুরু হয়ে ১ পয়েন্ট এ শেষ হয়।আপনার নিশানা যদি সঠিক এবং সোজা হয় তাহলে আপনি পেয়ে যাবেন ১০ পয়েন্ট।যাকে সাধারণত বলা হয় "বুলস আই"।

Screenshot_20210727_210450_5a5860dc4bd679e28b65799bd3da6bd7.jpg

আর আপনার নিশানা যদি সঠিকভাবে না হয় তাহলে আপনি পাবেন ৯,৮,৭,৬,৫,৪,৩,২ অথবা ১ পয়েন্ট। অর্থাৎ বোর্ড এর যে অংশে গিয়ে তীর লাগবে তত পয়েন্ট পাবেন।নিশানা ছাড়ার পর আপনার তীরটি যদি বোর্ডের কোথাও গিয়ে না লাগে তাহলে সেটি Miss (মিস) হিসেবে গন্য হবে। আর এটাই হলো এই গেমটির গেমপ্লে সংক্রান্ত তথ্য।

আমার মতামত



আমি যতগুলো আর্চারি গেম খেলেছি তার মধ্যে এটি অন্যতম।এই গেমটি আমার অন্যসব গেম থেকে অনেক ভালো লেগেছে।এই গেমটির গ্রাফিক্স এবং কন্ট্রোলিং অনেক সুন্দর।আমি কিছুদিন আগেই এই গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি।তারপর থেকে নিয়মিত আমি গেমটি খেলতেছি।আমার কাছে অসাধারণ লেগেছে গেমটি।

Screenshot_20210727_210435_5a5860dc4bd679e28b65799bd3da6bd7.jpg

Screenshot from my phone



গেমটির ডাউনলোড লিংক :



Play Store : https://play.google.com/store/apps/details?id=com.cg.archery



রেটিংস :



Play Store : 4.4
Personal : 4.5



Thank You

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW78stS8KMHUvSNeHiMbbGGpW4HYegQSoJSxsP9SLdh8VbZkZB2goQe61mqaxU1t1HpaaC3xhUkePW3W4N4PKN3CLKp.png


be1e307b-169f-451d-ae93-11fb59c6638d.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Khub valo review diyecen

ধন্যবাদ !!

Nice nice vai

ধন্যবাদ!!

ভালো লিখছেন

ধন্যবাদ ভাই।

onek sundor likhecen vae

Thank you vai....sobsomoy pashe thekben..

১০ মিলিয়ন প্লাস ডাউনলোড আর আপনার রিভিউ দেখে মনে হচ্ছে ভালো একটি গেম। খেলতে হবে একবার। নাইস রিভিউ।

হুম অনেক ভালো একটি গেম।খেলে দেখতে পারেন। ধন্যবাদ!!

গেমটি খুব ভালোভাবে তুলে ধরেছেন।

অসংখ্য ধন্যবাদ ভাই!!!

সুন্দর হয়েছে

ধন্যবাদ !!