Steem Bangladesh Contest || Movie Review || Your Name || Review by @sohag27

in hive-138339 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম



@steem-bangladesh কর্তৃক আয়োজিত আজকের টপ পোস্ট টপিক হলো "Movie Review"।আমি আজকে যে মুভিটির রিভিউ করব তার নাম হলো "Your Name"(ইউর নেম)।তো চলুন শুরু করা যাক....



🎬 Your Name

1627893973283.jpeg

source



"Your Name" ২০১৬ সালে নির্মিত জাপানিজ এ্যানিমেটেড রোমান্টিক ফ্যান্টাসি মুভি।



মুভিটি সম্পর্কে কিছু তথ্য :



নামYour Name(ইউর নেম)
আসল নামKimi no Na wa
ধরনএ্যানিমেশন ড্রামা, রোমান্স,টাইম ট্রাভেল
পরিচালকমাকোতো শিনকাই
প্রযোজককইচিরো ইতো,কাতসুহিরো তাকেই
রিলিজ ডেটজুলাই ৩ ২০১৬ ও ২৬ জুলাই ২০১৬(জাপান)
রানটাইম১০৭ মিনিট
দেশজাপান
ভাষাজাপানিজ


Screenshot_20210802_143937.jpg

screenshot from my phone



প্রধান কাস্ট :



ক্যারেক্টারভয়েস
তাকি তাচিবানারায়ুনোসুকে কামিকি
মিৎসুয়া ইতোমরিমনি কামিশিরাইশি

Screenshot_20210802_145120.jpg

screenshot from my phone



কাহিনী সংক্ষেপ:



Screenshot_20210802_143851.jpg

মিৎসুয়া ইতোমরি গ্রামের একটা মেয়ে। গ্রাম্য জীবনে অতিষ্ঠ।জীবন নিয়ে বিতৃষ্ণা থেকেই সে চাইতো নেক্সট লাইফে যেনো টোকিও শহরে একজন ছেলে হয়ে জন্মগ্রহণ করে। এদিকে টোকিও শহরের তাকি তাচিবানা , সেও জীবন নিয়ে অসুখী। হঠাৎ এক সকালে মিৎসুহা ও তাকি দুজনেই হঠাৎ একজনের দেহে অন্যজনকে আবিষ্কার করে। এভাবে ঘুমের মধ্যে শরীর অদল বদল হয়ে যায় এবং তারা নোট লিখে যায়।


কিন্তু হঠাৎ একদিন শরীর বদল বন্ধ হয়ে যায় এবং তাকি মিৎসুহাকে না চিনেও তীব্র টানের কারণে বন্ধুদের সাথে ইতোমরি চলে আসে আর এসেই এমন সব অদ্ভুত ট্রাজেডির সম্মুখীন হয় তা না দেখলে বুঝবেন না।


Screenshot_20210802_143800.jpg

তাকির সাথে মিৎসুহার মোট তিনবার দেখা হয়েছিল।
প্রথমবার ট্রেনের ভিতর। কিন্তু দুটো টাইমলাইনের কারণে তাকি মিৎসুহাকে চিনতে পারে নি কারণ তাকি তখন ২০১৬ তে এবং মিৎসুহা ২০১৩ তে বাস করতো। সময় দ্বারা দুজনকে আলাদা করা হয়েছিল।মিৎসুহা তার মাথার রেড ফিতা টি তাকি কে দিয়ে যায় এবং তাকি সেটা কোনো এক অলৌকিক কিছুর সাহায্যে হাতে বেঁধে ফেলে। লাল ফিতা জাপানিজরা দৃশ্য অদৃশ্যের বন্ধন এমন কিছু মনে করে।


Screenshot_20210802_143946.jpg

screenshot from my phone


দ্বিতীয়বার দেখা হয়েছিল ধূমকেতু পতনে ধ্বংস হয়ে যাওয়া পর্বত প্রান্তরে। কিন্তু এখানেও সময় দিয়ে বেধে ফেলা হয়েছিল তাদের। কিন্তু সময়কে অতিক্রম করেও ভালোবাসার জোরে একে অপরকে ক্রস করার সময় থমকে দাঁড়ায়। বিকেলের শেষ আভা তাদের প্রেমের সাঁকো হয়ে দুজনকে দৃশ্যমান হতে সাহায্য করে। এই সময়টা জাপানিজরা লৌকিক অলৌকিক সময় ভাবে। কিন্তু টুয়েইলাইটের সল্প সময়ের মধ্যে তারা একে অপরের হাতে তাদের নাম লিখে যেতে পারে নি। এই সিনটা অনেক বেশী হৃদয় বিদারক ছিলো।


Screenshot_20210802_143842.jpg

Screenshot_20210802_143812.jpg


তৃতীয় বার দেখা হয় মুভির শেষে আধুনিক সময়ে সেখানে সময়ের ব্যবধান ছিলো না।সম্পূর্ণ নতুন টাইমলাইনে দেখা হয় তাদের। তখন দুজনেই টোকিও শহরে ছিলো। হঠাৎ ই রেলিং এ দেখা হয়ে যায় দুজনের। তীব্র ভালোবাসা দুজনকে আবারো থমকে দাঁড় করিয়ে দেয়। দুজনেই বলে ওঠে...তোমার নাম কী??



মুভিটির ট্রেইলার :





রেটিংস :



IMDb : 8.4/10
Personal : 8.5/10



আমার মতামত :



অনেক সুন্দর একটা এ্যানিমেশন মুভি। শিনকাই পরিচালিত আরো অনেক মাস্টারপিচ আছে তন্মধ্যে অন্যতম এই মুভিটা। এই মুভির অসাধারণ গ্রাফিক্স, বিজিএম গুলো তো জাস্ট ওয়াও কেমন গায়ে কাঁটা দিচ্ছিলো। মুভির প্লট সবকিছু এত পারফেক্ট ছিলো যে আমি চোখ সরাতে পারিনি স্ক্রিন থেকে। অনেক বেশী সুন্দর একটা মুভি।

Screenshot_20210802_144029.jpg

screenshot from my phone



"Your Name " মুভিটি আপনারা চাইলে ইংরেজি ও হিন্দি ডাবিং এ দেখতে পারেন।আবার ইংরেজি অথবা বাংলা সাবটাইটেল যোগ করেও দেখতে পারেন।
সাবটাইটেল লিংক :



ℍ𝕒𝕡𝕡𝕪 𝕎𝕒𝕥𝕔𝕙𝕚𝕟𝕘

IMG_20210712_170628.png



𝓒𝓞𝓝𝓣𝓐𝓒𝓣 𝓦𝓘𝓣𝓗 𝓜𝓔:

EmailFacebookTwitterInstagram

be1e307b-169f-451d-ae93-11fb59c6638d.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Valo hoyeche apnar movie review ta,good post

Thank you vai!!

ভালো হয়েছে আপনার পোস্ট,

ধন্যবাদ !!