The dairy game : 18-11-2020. ##First time sell steem and buy this product.steemCreated with Sketch.

in hive-138339 •  4 years ago  (edited)

সকাল

আমি আজ সকাল ৮ টার সময় ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। সকালে খাবার মেন্যুতে ছিল ভাত এবং শাক সবজি ভাজি । সকালে খাবার টা অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম কারণ এই খাবারটা আমার অনেক পছন্দের এবং আমি দীর্ঘদিন যাবত এই ধরনের খাবার খেতে পছন্দ করি। খাবার খেয়ে বিশেষ করে আমি একটু বিশ্রাম গ্রহণ করি।

এবার আমার দৈনন্দিন রুটিন অনুযায়ী আমি লেখাপড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। আজ আমিব প্রথমেই আমার ডিপার্টমেন্টের ইন্জিনিয়ারিং মেটেরিয়ালস বইয়ের টরশনের অংক সমাধান করলাম এবং ১১ টা পর্যন্ত অংক করার পর একজন বড় ভাই আমার রুমে পড়ানোর জন্য আসলো।এবং ১২ঃ৪৫ মিনিট পর্যন্ত আজ পড়ালেন। পড়া শেষে বড় ভাই চলে গেলে আমরা কিছু সময় জিরিয়ে নিলাম।

দুপুর

এরপর আমি গোসল করতে গেলাম গোসল করা শেষে রুমে আসলাম রুমে ১ঃ৩০ মিনিটে দুপুরের খাবার খেলাম।

আজকের দুপুরের মেনু তে ছিল মাছ , আলু রান্না সাথে পেঁপে রান্না। এই খাবার টা আমি অনেক তৃপ্তি সহকারে খেলাম।খাওয়া শেষে ২ঃ৩০ মিনিটের মধ্যে একটা ফ্রেশ ঘুম দিলাম। আমি আসরের নামাজের আগে ঘুম থেকে উঠলাম।

বিকাল

আসরের নামাজের পর বাইরে বের হয় এবং সোজা বিকাশের দোকানে যাই। বিকাশের দোকান থেক বিকাশ করার পরে চায়ের দোকানে গেলাম চা খেতে।

চার দোকানে চা খাওয়ার পরে সোজা চলে যায় একটি বইয়ের দোকানে।বইয়ের দোকানের নাম ইঞ্জিনিয়ার্স বুক হাউস 2। সেখান থেকে একটি বই কিনলাম।

বইয়ের নাম বিসিএস প্রিলিমিনারি এনালাইসিস।বইটি আমার খুব ভালো লাগে পড়তে। বইটি দাম ৪৫০ টাকা। এবং সেখান থেকে আরো ২ টি কলম কিনলাম।

এরপর আমি চলে যায় ঢাকা বুক হাউজে। এখান থেকে পাওয়ায় প্লান্ট সম্পর্কিত দুইটি শীট কিনি যার মূল্য ৪৫ টাকা এবং এই মাসের কারেন্ট এফিয়ার্স কিনলাম একটা, যার দাম ২০ টাকা।

এরপর সোজা আমি আমার রুমে ফিরে আসলাম।

IMG_20201118_170048.jpg

##এক কাপ চা।

Google plus code :2C99+47 chhatrabaash

IMG_20201118_170623.jpg

এলটেক এলুমিনিয়াম ফাক্টরি।

Google plus code :2C99+47 chhatrabaash

IMG_20201118_170754.jpg

ইন্জিনিয়ারিং বুক হাউজ।

Google plus code :2C99+47 chhatrabaash

IMG_20201118_172217.jpg

পাওয়ায় প্লান্ট সম্পর্কিত শীট।

IMG_20201118_172243.jpg

এই মাসের কারেন্ট এফিয়ার্স।

IMG_20201118_172256.jpg

কভার সহ নতুন বই।

IMG_20201118_172316.jpg

বিসিএস প্রিলিমিনারি এনালাইসিস -৩য় এডিশন।

রাত

এরপর আমি ফ্রেশ হয়ে আবারও পড়তে বসলাম। এখন বিসিএস পরীক্ষায় ২১ নং প্রশ্ন সম্পুর্ন সমাধান করলাম এবং কিছুসময় রেস্ট নিয়ে নেয়ে এভাবে পড়া চালিয়ে গেলাম।

ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই অনেক ভালো পোষ্ট লিখেছেন কিন্তু একই ছবি বারবার ইউজ করেছেন এক জায়গার ছবি দুইটা ইউজ করবেন এবং ছবি গুলো সাজিয়ে দিবেন তাহলে আপনার পোস্টটি সুন্দর হবে।
#steem-bangladesh #affable


Polish_20201009_015638739.jpg

Hi @sohanbd your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sm-shagor

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

আপনি তো দেখা যায় সারাদিনই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন৷ জন্মের পর প্রথম ৫ বছর জীবনে শান্তি থাকে। এরপর স্কুলে ভর্তি হওয়া। তখন থেকে পড়ালেখা শুরু। প্রায় 20 বছর পড়াশোনা শেষ করে চাকরি খোঁজা শুরু। খনিকের এই দুনিয়ার শান্তি নাই৷ ভালো কাজ করলে মৃত্যুর পর ইনশাআল্লাহ শান্তি পাওয়া যাবে।

ভাই আমি একা না।@rex-sumon ও সাথে আছে।ওহ আমার থেকে বেশি পড়ে।

😄😄, নোবেল প্রাইজ পেয়ে যাবেন আপনারা

চেষ্টায় আছি ভাই, জীবনে তো কিছু করতে হবে।দোয়া করবেন ভাই।

  ·  4 years ago (edited)

Nice post bro! I read the entire diary post and wrote the topics of the day well. Is the latest book available in Engineering Book House? Eating colored tea is good for health.

#steem-bangladesh

yes bro.it is available.

আচ্ছা, জেনে ভালো লাগলো! আমাদের এরিয়াতে লাইব্রেরি রয়েছে তবে নতুন বই পেতে সময় লাগে।

ওহ।লাগলে জানাবেন।

ইনশাআল্লাহ ভাই!

You have presented your post in a very beautiful way.You wrote the post in your own language.
You have presented your post in very elegant language.

#steem-bangladesh

Ok

Thank you for taking part in The Diary Game on Steem.

And thank you for setting your post to 100% Powerup.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Thanks....

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thanks