Steem- Bangladesh কমিউনিটি রুলস
ঘৃণামূলক কোনো মন্তব্য কিংবা সাপোর্ট সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন, সন্দেহ কিংবা মন্তব্য প্রকাশ করলে আজীবনের জন্য কমিউনিটি থেকে মিউট করা হবে। তাই সর্বদা ভালো মন্তব্য করার চেষ্টা করুন।
সবাই এডমিন-মডারেটরদের মেনে চলবেন এবং তাদের উদ্দেশ্য করে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। কমেন্টে এডমিন প্যানেলের কাউকে মেনশন দিয়ে সাপোর্ট কিংবা ভোট চাওয়া হতে বিরত থাকতে হবে, তা না হলে ব্যান করা হবে। কমিউনিটির কোনো মডারেটরকে অমান্য করলে তিনি কমিউনিটি থেকে আপনাকে নিষিদ্ধ করার সম্পূর্ণ ক্ষমতা রাখেন।
কারো পোস্টে কোনো নেগেটিভ কমেন্ট করা যাবে না। পজিটিভ কমেন্টের মাধ্যমে সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করুন। নতুনদেরকে গাইড করার চেষ্টা করুন। সবার সাথে বন্ধুত্ব বজায় রাখুন।
কপি-পেস্ট পোস্ট কিংবা যে কোনো ভাষা থেকে অনুবাদকৃত পোস্ট গ্রহণযোগ্য হবে না। অন্য কোনো উৎস থেকে ধারণা নিয়ে পোস্ট করতে পারেন সেক্ষেত্রে উৎস বা রেফারেন্স উল্লেখ করে পোস্ট করার চেষ্টা করবেন। কপি পেস্ট পোস্ট কিংবা অনুবাদকৃত পোস্ট প্রমাণিত হলে এক মাসের জন্য কমিউনিটি থেকে মিউট করা হবে।
কমিউনিটিতে যে কেউ পোস্ট করতে পারেন। ১০০ শব্দের নিচে কোনো পোস্ট করলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং পোস্টটি মিউট করা হবে এবং ডাউনভোট দেয়া হতে পারে।
ডায়েরি গেম, ফটোগ্রাফি, টেন পিক্স, রেসিপি, আর্ট এবং ক্রাফট এই বিষয়গুলো নিয়ে পোস্ট করতে হবে। অন্যান্য বিষয়ে পোস্ট করলে তা অবশ্যই plagiarism free হতে হবে।
বুমিং সাপোর্টের কোনো নিশ্চয়তা দেয়া সম্ভব না এবং কয়টি সাপোর্ট পাবেন সেটা নির্দিষ্ট না। কারো কাছে ভোট কিংবা বুমিং সাপোর্টের জন্য আবেদন কিংবা প্রশ্ন করলে সরাসরি নিষিদ্ধ করা হবে।
- মার্কডাউন ব্যবহার করার চেষ্টা করুন। শেখার কোন শেষ নেই, তাই সর্বদা ভালো পোস্টগুলো দেখে শেখার চেষ্টা করুন।
- নিজের তোলা ছবি বেশি প্রাধান্য পাবে। ডাউনলোড করা ছবি হলে সোর্স লিংক উল্লেখ করতে হবে এবং কপিরাইট ফ্রী ছবি ব্যবহার করতে হবে।
এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তাই বিদ্বেষমূলক কিংবা রাজনীতি বিষয়ক কোনো পোস্ট গ্রহণযোগ্য হবে না, তাহলে সরাসরি নিষিদ্ধ করা হবে।
একটি পোস্ট বারবার করা যাবে না। কোনো প্রকার স্প্যামিং গ্রহণ্যযোগ্য হবে না। একই পোস্ট বারবার করলে পোস্টটি মিউট করা হবে এবং ওয়ার্নিং দেয়া হবে, মিউটও করা হতে পারে।
উপরে উল্লেখিত নিয়মগুলো কমিউনিটির সবাই মেনে চলার চেষ্টা করবেন। শুধুমাত্র কর্তৃপক্ষ নিয়ম পরিবর্তন কিংবা শিথিল করার ক্ষমতা রাখে। কমিউনিটির মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু কঠোর নিয়ম-কানুন সংযুক্ত করা হয়েছে। নিয়ম-কানুন না মানলে কঠোর সিদ্ধান্তগুলো যে কারো ক্ষেত্রে ১০০% কার্যকর করা হবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
![default.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNwBDPMPvL1yaKWTYF4wxyUmxWiEJgAy1WZWTJyCha5wE/jswit_comment_initial.w320.jpg)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দেওয়া রুলসের সাথে আমি ১ মত 💯👍।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য। সর্বদায় কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব। কমিউনিটির পাশে আছি ইনশাল্লাহ পরবর্তীতে ও থাকবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit