My Village in 10 pics||17 March 2021||Brahmanbaria

in hive-138339 •  4 years ago 

শুভ সকাল স্টিমবাসী🤘😇
আমি @sonetsarkar,বাংলাদেশ থেকে🇧🇩
আজকে আমি আমার গ্রামের দশটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো।
অপরুপ সৌন্দর্যের লীলাভূমি আমার গ্রাম।💚💚
চারিদিকে সবুজের সমারোহ💚💚
নির্মল প্রকৃতির রূপ প্রতিনিয়তই আমাকে মুগ্ধ করে।

IMG_20201125_120140-01.jpeg

W4H9+HF Brahmanbaria

ছবির মতো আঁকা গ্রাম আমার।চারিদিক সবুজে ভরপুর।
এখানে নেই কোনো কোলাহল।আছে হরেক রকম পাখির মধুমাখা কিচির মিচির ধ্বনি।
নিঃসন্দেহে সৃষ্টিকর্তার অন্যতম এক সুন্দর সৃষ্টি প্রকৃতি।

IMG_20210316_105446.jpg

W4H9+HF Brahmanbaria

মেঠো পথ।
গ্রাম বাংলার ঐতিহ্য।
এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের হাইস্কুলে যেতে হয়।
প্রতিদিন বই হাতে অসংখ্য শিক্ষ্যার্থী স্কুলে যায় এই মেঠো পথ ধরে।

IMG_20210316_105045.jpg

W4H9+HF Brahmanbaria

লাউয়ের কুঁড়ি।
এটি পরিনত হয়ে লাউ তৈরি করে।
এবছর আমরা অনেক লাউ বিক্রি করতে পেরেছি।

IMG_20210316_104953.jpg

W4H9+HF Brahmanbaria

গ্রাম বাংলার মেঠো পথ!
যদিও এই রাস্তার শুদ্ধ নাম আইল,আমরা আঞ্চলিক ভাষায় একে লাইল বলি।
তবে অনেক সময় লাইলে ভয়ানক জোক দেখতে পাওয়া যায়।
অনেক কৃষকই জোকের আক্রমনের শিকার হন।

IMG_20210316_104923.jpg

W4H9+HF Brahmanbaria

আমাদের গাছের সবুজ টমেটো।মাত্র গাছে ধরেছে।পাকতে আরো কিছুদিন সময় নিবে।
আমরা অল্প অল্প করে সব রকম সবজিই চাষ করে থাকি নিজেদের খাবারের জোগান দেয়ার জন্য।

IMG_20210316_104900.jpg

W4H9+HF Brahmanbaria

এটা জুরু মিয়ার বীজক্ষেত নামে পরিচিত।
আমাদের গ্রামে বীজের জোগান দেন এলাকার সাবেক মেম্বার জুরু মিয়া।তিনি তার ক্ষেতে বীজের জন্য গাছ বড় করেন পরে বীজ বিক্রি করেন।

IMG_20210316_100607.jpg

W4H9+HF Brahmanbaria

আমাদের লাউক্ষেত!
এবছর এই ক্ষেত থেকে এখন পর্যন্ত প্রায় ২০০+ লাউ বিক্রি করা হয়েছে।প্রথমে একটু চড়া দাম পেলেও এখন দাম অনেকটাই কমে গেছে।তবে গাছ থেকে আগামী দুই মাস ফলন পাওয়ার আশা আছে।

IMG_20210316_100614.jpg

W4H9+HF Brahmanbaria

গ্রামের রহিম কাকার টমেটো বাগান।কাকা আগে ধান চাষ করতেন এই জমিতে।
কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি টমেটো চাষ শুরু করেন।
তিনি এখন স্বাবলম্বী একজন কৃষক।

IMG_20210316_100330.jpg

W4H9+HF Brahmanbaria

আমাদের গ্রাম থেকে বের হওয়ার একমাত্র রাস্তা।এই রাস্তা দিয়ে শহরে আসা যাওয়া করি আমরা।এই রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিলো।
গতবছর রাস্তাটিকে পাকা করা হয়।

১০

IMG_20210316_105804.jpg

W4H9+HF Brahmanbaria

বিমল দাদুর গাব গাছ।
বসন্তের ছোঁয়া লেগেছে।
তাইতো নতুন কুড়ি মেলেছে।
প্রকৃতিকে জানান দিচ্ছে বসন্তের বাসন্তী রঙে সেও সেজেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অস্থির হয়েছে ছবি গুলা

ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য

খুব সুন্দর হইছে ছবিগুলো।

ধন্যবাদ