The Diary Game || 4-10-21 || by @Sppriya..... Better Life.

in hive-138339 •  3 years ago 

শুভ অপরাহ্ন।

সুপ্রিয় বন্ধুরা।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

তোমরা সবাই কেমন আছে, আশা করি আল্লাহর রহমতে ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেকদিন পর আজকে আবার নতুন করে আসলাম গ্রুপের নতুন কিছু শেয়ার করার জন্য আশা করি তোমরা আমার সময়ের মূল্যায়ন করবে।

20210906_133648.jpg

দীর্ঘদিন পারিবারিক এবং নিজের ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে সময় করে উঠতে পারেনি এবং গ্রুপে বন্ধুদের সাথে কিছু শেয়ার করতে পারেনি আজকে একটু ফ্রি হলাম তাই বসলাম কিছু সময় বন্ধুদের সাথে কাটানোর জন্য।

20210906_150629.jpg

20210906_134825.jpg

গতকাল সোমবার, অক্টোবর ৪ তারিখ. খুব সকালে ভোরে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম নাস্তা করলাম পরিবারের প্রয়োজনীয় কাজকর্ম সেরে, তারপর কিছুক্ষণ পরে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে লাগলাম। এবং তারপর জানালার ধারে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার চেষ্টা করলাম এবং তার মধ্য থেকে একটি ছবি সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করলাম।

20210906_180328.jpg

দুপুরে পরিবারের রান্না-বান্না শেষ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করলাম। এবং তারপর বিকেলে ঘুরতে বের হওয়ার জন্য একটু প্রস্তুতি নিলাম তার মাঝে বিকেল চারটার সময় একটু চা বিরতি নিলাম। চা পান করার পর পরিবারের সদস্যরা মিলে একসাথে বেরিয়ে পড়লাম বিকেলে ঘোরার জন্য।

20210906_181108.jpg

পরিবারের সবাই মিলে একসাথে আমরা ফেনী শহরের সার্কিট হাউজের সামনে ফেনি বিজয় সিংহ দিঘি পাড়ে গেলাম ঘুরতে। সেখানে আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করলাম এরমধ্যে আমরা ঝাল মুড়ি আইসক্রিম চিপস ও ঠান্ডা পানীয় পান করলাম। দিঘির পাড়ে বসে আমরা বিকেলের সূর্যাস্তের পূর্ব মুহূর্তের দৃশ্য অবলোকন করলাম এবং দীঘির জলের শীতল হাওয়ায় নিজের এবং পরিবারের সকলে মিলে গা ভাসিয়ে আনন্দ ও ঠাণ্ডা বাতাস উপভোগ করলাম।।

20210906_181026.jpg

20210906_174311.jpg

যখন সন্ধ্যা ঘনিয়ে আসল তখন আমরা দিঘীরপাড় ছেড়ে রওনা দিলাম ফেনী গোল্ডেন শিশুপার্কের দিকে। সবাই মিলে আমরা একসাথে পার্কের ভিতরে গেলাম সেখানে বাছারা খেলাধুলা করল আমরা অনেকক্ষণ মজা করলাম ঘুরে ঘুরে দেখলাম বাচ্চাদের আনন্দ পার্কের বিভিন্ন ইভেন্টে ঘুরতে ঘুরতে প্রায় রাত আটটা বেজে গেল। এরপর যথারীতি নিয়মে পার্কের গেট বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পূর্ব মুহূর্তে সবাই মিলে আমরা একসাথে পার্ক ত্যাগ করলাম এবং পুনরায় রিকশাযোগে বাসায় ফিরে এসে রাত্রি যাপন করলাম এবং রাতের খাওয়া-দাওয়া শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম শরীরের বিশ্রামের জন্য। এই ভাবে কাটিয়ে ফেললাম একটি দিন যা হারিয়ে গেল আমাদের জীবন থেকে। বলতে গেলে দিনটি ছিল খুবই অসাধারণ এবং আনন্দময়। যখনই সময় পাই বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে চেষ্টা করি।

20210906_190907.jpg

কারণ বাইরে ঘুরতে গেলে বাচ্চাদের শরীর এবং মন দুটোই ফ্রেশ ও আনন্দদায়ক থাকে। তাদের আনন্দ যেন আমাদের আনন্দ। আজ এ পর্যন্ত আমি তোমাদের সাথে আমার কথা কালকের কাটানো কিছু মুহূর্তের কথা ও ছবি শেয়ার করলাম যদি আমার এই গল্প ও ছবি তোমাদের পছন্দ হয়ে থাকে তবে তোমাদের সাপোর্ট আশা করি। এখন এই মুহূর্তে আমি তোমাদের থেকে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

বিশেষ ধন্যবাদ আমার বন্ধুদের যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার গল্পটি পড়লো এবং দেখলো।

ধন্যবাদ এবং শুভেচ্ছা @Sppriya.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ! দারুন ছিল আপনার দিনটি।

ধন্যবাদ । আমার পোস্টটি দেখার জন্য।