হ্যালো আমার প্রিয় বন্ধুরা।
শুভ সন্ধ্যা।
কেমন আছো তোমরা সবাই ?
আশা করি আল্লাহর রহমতে ভালো।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
গতকালের কাটানো কিছু সময়ের কথা আজকে আমার ডাইরি গেমে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা এটি উপভোগ করবে। তো চলুন শুরু করা যাক:
সকাল
সকালে ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে ফরজের নামাজ আদায় করে নিলাম। নামাজের বিছানায় বসে কিছুক্ষণ দোয়া দুরুদ পরলাম ও ইস্তেগফার করলাম। নামাজের বিছানা থেকে উঠে নিজের বিছানা গুছিয়ে রেখে তারপর সকালের নাস্তা তৈরি করার কাজে লেগে গেলাম সকালের নাস্তা তৈরি করলাম রুটি এবং বাজি। বাবুদের জন্য আলু ভাজির পাশাপাশি ডিম ভেজে নিলাম। সকালের নাস্তা শেষ করে তারপর চা ফান করলাম। তারপর পত্রিকার পাতায় একটু চোখ রেখে পত্রিকা টা দেখে নিলাম।
দুপুর
রান্না বান্না শেষ করে খুব তারাতারি বাহির হলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে বিশেষ কিছু কাজ থাকায় দুপুরবেলা যেতে হল বাজারে। বাজারে কি দিয়ে আম্মুর জন্য কিছু ওষুধ এবং পরিবারের কিছু প্রয়োজনীয় বাজার পুনরায় রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার গ্রহণখন করলাম এবং বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বাবুরা খুব বেশী দুষ্টামি করছিলাম তাই দুপুরে ঘুমাতে পারলাম না। এরপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে আসরের নামাজ আদায় করলাম। তারপর বিকেলের নাস্তার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।
সন্ধ্যাবেলা
সন্ধ্যায় নাস্তার জন্য বাহির থেকে পুরি নিয়ে আসলাম। তার সাথে রাখলাম বাসায় রান্না করার সবজি এবং সাথে থাকলো স্বামীর ব্যবস্থা। সন্ধ্যা নাস্তা করার পরে কিছুক্ষণ টিভি দেখলাম। এবং অলস সময় পার করলাম। হঠাৎ করে মনে এলো গ্রুপে বন্ধুদের সাথে কিছু সময় কাটায় এবং কিছু উপদেশ এবং নির্দেশ গ্রহণ করেন বন্ধুদের বিভিন্ন পোস্ট থেকে। তাই গ্রুপ টি ওপেন করে বন্ধুদের শেয়ার করা বিভিন্ন পোস্ট দেখলাম এবং ভিজিট করলাম খুব ভালো লাগলো এবং অনেক কিছু শিখতে পেলাম আমাকে ভবিষ্যতে সুন্দরভাবে পোষ্ট করতে সাহায্য করবে।
রাত
রাত 9 টার দিকে রাতের খাবার গ্রহণ করে চলে গেলাম বিছানায়। সন্ধ্যাবেলা বিছানা তৈরি করে রাখার কারণে বাবুদের কে প্রথমে ঘুম পারালাম। তারপর বসে বসে কিছুক্ষণ মোবাইলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান এবং খবর দেখলাম। এভাবে রাত দশটা পার করে প্রস্তুতি নিলাম ঘুমানোর। ঘুমানোর পূর্বে আমারও একবার গ্রুপে ঢুকে পোস্ট গুলো চেক করে নিলাম। পোস্টগুলো দেখার পর মোবাইলটা রেখে বাতি বন্ধ করে ঘুমিয়ে পরলাম প্রশান্তির উদ্দেশ্য। আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে তবে সুন্দরভাবে সকালে উঠে পরেরদিনই কাজকর্ম করার চেষ্টা করবো এই আশা রেখে ঘুমিয়ে পড়া।
আজ এখন পর্যন্ত আমি আমার গতকালকের সামান্য কিছু সময়ের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, যদি তোমরা পাশে থাকো, তাহলে আমার পথ চলাটা অনেকটা সহজ হবে। এ আশায় রইল তোমাদের কাছে। রইল সবার জন্য শুভকামনা।