ডাইরি গেম
১০-১০-২১__রবিবার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুভ সকাল
সুপ্রিয় বন্ধুরা। প্রতিদিনের মত রাতের অন্ধকার কাটিয়ে ভোরে সোনালী সূর্য উঠে গেল পূর্ব আকাশে। সেই রোদের মিষ্টি ঝলকানি জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে ঘরের মধ্যে প্রবেশ করল এবং পুরো ঘর আলোকিত করল। রাতের অন্ধকার কাটিয়ে যখন ঘর আলোকিত হয়ে উঠল তখনই ঘুম ভেঙে গেল ভোর ছয়টার দিকে। ঘুম থেকে উঠে হাত পা একটু নাড়াচাড়া করে তারপর বাইরে গেলাম ফ্রেশ হওয়ার জন্য পুরসভার পর সকালের নাস্তার জন্য চা বানালাম এবং চা পান করার পরে নাস্তার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম এবং নাস্তা তৈরি করলাম। সকাল আটটায় নাস্তা শেষ করে কিছু সময় পত্রিকায় চোখ রাখলাম এবং প্রতিদিনকার খোঁজখবর রাখার করলাম। তারপর আমি আমার দুপুরে রান্না প্রস্তুতি নিয়ে রান্না করতে চলে গেলাম।
শুভ অপরাহ্ন
দুপুর দেড়টার দিকে রান্না শেষ করে একটু ফ্রি হয়ে গেলাম গোসল করতে। গোসল শেষ করে এসে জোহরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে পরিবারের সবাই মিলে একসাথে দুপুরের খাবার গ্রহণ করলাম এবং খাবার মাঝে বসে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সাথে আলাপচারিতা করালাম বিভিন্ন বিষয় নিয়ে। এখন দুপুরের খাবারটা অনেক মজা হবে সবাই যে মত পেট ভরে দুপুরের খাবার গ্রহণ করল। খাবার শেষে সবকিছু গুছিয়ে রেখে চলে গেলাম বিশ্রাম নেওয়ার জন্য। দুপুরে খাবারের পর বিশ্রাম নেওয়া আমার একটা দৈনিক রুটিন মাফিক কাজ হয়ে গেছে।
শুভ সন্ধ্যা
দিন শেষে যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেল তখনই শুরু হলো রাতের নীরবতা সন্ধ্যার সময় মাগরিবের নামাজ শেষ করে সবাই মিলে একসাথে বসলাম সন্ধ্যাকালীন নাস্তার করার জন্য নাস্তায় আমাদের আজকের রেসিপি হলো মিষ্টি দই এবং ঝাল পিঠা। ঝাল পিঠা বাড়িতে নিজের তৈরি করা এবং মিষ্টি দই হল কুমিল্লা থেকে আনা। মাঝেমধ্যে ঢাকায় যাতায়াত করা হলে আসার সময় মিষ্টি নিয়ে আসে। কারন আমার বড় বাবুটা রসমালাই এবং মিষ্টি রোদে অনেক বেশি পছন্দ করে তাই ওর বাবা প্রায় সময় মিষ্টি দধি এবং রসমালাই নিয়ে আসে তাদের জন্য।
শুভ রাত্রি
রাত ৯ টা পর্যন্ত পরিবারের টুকিটাকি কিছু কাজ করলাম মোবাইল নিয়ে গ্রুপে নোটিফিকেশন চেক করলাম। যখন গ্রুপের নোটিফিকেশনে ভিন্ন কিছু দেখি তখন মনটা আনন্দে লাফিয়ে উঠে। এবং তাঁরই অনুপ্রেরণায় নতুন কিছু করার আগ্রহ জাগে। মোবাইলের নোটিফিকেশন গুলো চেক করার পর রাতের খাবার গ্রহণ করে কিছুক্ষণ টিভি দেখে তারপর চলে গেলাম ঘুমানোর উদ্দেশ্যে। ঘুমানোর পূর্বে মোবাইলটা আর একবার হাতে নিয়ে আবারো গ্রুপে একবার ঘুরে আসি। এরপর রুমের লাইট গুলো বন্ধ করে বাবুদের নিয়ে শান্তির নিদ্রা জন্য বিছানায় শুয়ে পড়ে। এবং আগামী দিনে সুন্দর একটি সকাল ও দিনের অপেক্ষায় থাকে সবাইকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মত আমি এখানে আমার ডায়েরী গেম শেষ করলাম। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।