প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিপুঞ্জে গঠিত হয়েছিল এবং সেই প্রজেক্ট ব্যর্থ হওয়ার পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর মানুষ প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও আরো অনেক বেশি বিভীষিকা দেখেছিল। এ যুদ্ধের মধ্যে হাজার ১৯৪৫ সালে পৃথিবীর মানুষ সর্বপ্রথম পারমাণবিক বোমার ভয়াবহতার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিল। হিরোশিমা এবং নাগাসাকির মত জাপানি দুটি জনবহুল শহর মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়েছিল পৃথিবীর বুক থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতির সামান্য একটি অংশই তুলে ধরে এ দুটি শহর, পুরো বিভীষিকাময় অবস্থা আপনি পর্যবেক্ষণ করলে আপনার হৃদয় কেঁপে উঠতে বাধ্য হবে। যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির উপর দাঁড়িয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এই সকল পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই সৃষ্টি হয় জাতিসংঘের, যেটি বর্তমান পৃথিবীর সবথেকে বৃহত্তম সংগঠন।
কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠার প্রায় আট দশক পরে এসেও যে বিষয়টি সব থেকে বেশি চিন্তা-ভাবনার সৃষ্টি করে সেটি হল, "যে উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, জাতিসংঘ কি সেই উদ্দেশ্যে সঠিকভাবে পূরণ করতে পেরেছে?" জাতিসংঘ কি তার প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ও নামের উপরে সুবিচার করতে পেরেছে? জাতিসংঘ সম্পর্কিত পর্যবেক্ষণ একেকজনের কাছে একেক রকম হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয় কিছু কম গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া জাতিসংঘ তার অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়েই কোন সুষ্ঠু সমাধান আনতে পারেনি।
জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠার পর পৃথিবীর অশান্তির পরিমাণ কোন অংশে কমে যায়নি। বরং কোন কোন সময়ে অস্থিরতার পরিমাণ পূর্বের ইতিহাস কেও ছাড়িয়ে গিয়েছে। এই জাতিসংঘ প্রতিষ্ঠার পরেই ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, চেচনিয়া, জর্জিয়া, বসনিয়া, ইউক্রেন প্রভৃতি রাষ্ট্রে দাউ দাউদাউ করে আগুন জ্বলেছে। আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতিদিন অনাহারে মারা যায়, যদিও তাদের দেশ ছিল সম্পদে ভরপুর।এখনো একদেশ আরেকদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানে। অথচ এসকল বিষয়গুলোতে জাতিসংঘ কোন কার্যকর সমাধান আনতে পারেনি তার প্রতিষ্ঠার আট দশক পরে। সুতরাং এই বিষয়টা এখন খুব স্বাভাবিক যে, জাতিসংঘ অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। এবং এটার পেছনে আরেকটি প্রশ্ন ও এসে যায় যে, কারা এই অবস্থায় জন্য দায়ী?
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks a lot dear. I will try to stay in touch of you and to contribute this community soon.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit