Battle of Ayn Jalut: The first defeat of Genghis Khan's Mongol forces. (আইন জালুতের যুদ্ধঃ চেঙ্গিস খানের মঙ্গোলীয় বাহিনীর প্রথম পরাজয়।)

in hive-138339 •  3 years ago 

images (3) (5).jpeg

Image Source

The Mongol forces remained invincible until the decades after Genghis Khan's death. Until then, they had never lost a battle in their history. In 1258, Baghdad, the legendary city of "A Thousand and One Arab Nights," fell to Halaku Khan, the worthy grandson of Genghis Khan. As a result, there was no political force left in the whole of North and Central Asia to stop the Mongol forces. One by one the Khawarizm Sultanate, the Abbasid Caliphate, the Ayubi Sultanate were all destroyed by the Mongols. The Seljuks of Antolia were also tax payers of the Mongols. The only surviving Muslim political power in the world was the Delhi Sultanate of India and the Mamluk Sultanate of Egypt.

চেঙ্গিস খানের মৃত্যুর পরের কয়েক দশক পর্যন্তও মঙ্গোলীয় বাহিনী ছিল অপরাজেয়। তখন পর্যন্ত তারা তাদের ইতিহাসে কোন যুদ্ধে পরাজয় বরণ করেছিল না। ১২৫৮ সালে চেঙ্গিস খানের সুযোগ্য নাতি হালাকু খানের হাতে "সহস্র এক আরব্য রজনী" এর রুপকথার শহর বাগদাদের পতন হয়। ফলে পুরো উত্তর ও মধ্য এশিয়াতে কোন রাজনৈতিক শক্তি অবশিষ্ট ছিলনা মঙ্গোলীয় বাহিনীকে বাধা দেওয়ার জন্য। একে একে খাওয়ারিজম সালতানাত, আব্বাসীয় খিলাফত, আইয়ুবী সালতানাত সব কিছুই ধ্বংস করেছিল মঙ্গোলীয়ান রা। আনতোলিয়ার সেলজুকরাও তখন মঙ্গলীয়দের করদ প্রজা। সারা বিশ্বে মুসলিম রাজনৈতিক শক্তি বলতে টিকে ছিল শুধুমাত্র ভারতের দিল্লি সালতানাত আর মিশরীয় মামলুক সালতানাত।

Just then, Halaku Khan looked at the three holy places of the Muslims, Mecca, Medina and Jerusalem. Halaku Khan ordered them to march towards Jerusalem with 20,000 troops under Kitbuka Nayan. As a result, the Muslim community was shaken. In any case, the holy places must be protected. But even at such a time, the Delhi Sultanate could do nothing to protect the Muslim holy place. Because the way they would send troops to Jerusalem was Iran, Iraq was already under Halaku Khan's control. As a result, there was no one to save Jerusalem except the Egyptian Mamluks.

ঠিক সেসময় হালাকু খান নজর দিলেন মুসলিমদের পবিত্র তিন স্থান মক্কা, মদিনা আর জেরুজালেমের দিকে। হালাকু খান কিতবুকা নয়ানের অধীনে ২০০০০ হাজার সৈন্য দিয়ে তাদেরকে জেরুজালেমের দিকে মার্চ করে নির্দেশ দিলেন। ফলে মুসলিম সম্প্রদায় তখন নড়ে চড়ে বসলো। যে করেই হোক পবিত্র স্থান গুলোকে রক্ষা করতেই হবে। কিন্তু এমন সময়েও দিল্লি সালতানাত মুসলিমদের পবিত্র স্থান রক্ষা করার জন্য কোন সাহায্য করতে পারেনি। কারণ যে পথ দিয়ে তারা জেরুজালেমের দিকে সৈন্য পাঠাবে সেই ইরান, ইরাক তো আগেই হালাকু খানের করায়ত্ত হয়েছিল। ফলে জেরুজালেমকে রক্ষা করার জন্য মিশরীয় মামলুক রা ছাড়া কেউ ছিল না তখন।

The Mamluks did their job well. The Egyptian Mamluks, led by Sultan Saifuddin Qutuz and Rukun Uddin Bibars, fought with the Mongol forces in the desert of Ayn Jalut, Palestine. At first the Mamluks did not get along with the Mongol forces but in a short time the Mamluks turned around. In this case, two things worked like trump cards for them. First, the Arabian horse was able to run fast through the sands of the hot desert, with the help of which the Mamluks kept pace with the Mongols. Second, the first hand grenade was invented by Midfa, the Egyptian craftsman of that time, just before the Battle of Ayn Jalut. The midflies exploded, causing a flash of light that caused the Mongolian horses to run backwards in fear. The battle started in the morning and ended in the afternoon and the Mongols were defeated. This was the first defeat in the life of the Mongol forces. Halaku Khan later tried many times to avenge this defeat. But Halaku Khan could never look at Jerusalem again because of the various internal strife in the Mongol Empire.

মামলুক রা তাদের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছিল। সুলতান সাইফুদ্দীন কুতুজ ও রুকুন উদ্দিন বাইবার্সের নেতৃত্বে মিশরীয় মামলুক রা ফিলিস্থিনের আইন জালুতের প্রান্তরে মঙ্গোলীয় বাহিনীর সাথে লড়াইয়ে সামিল হয়েছিল। প্রথম দিকে মঙ্গোলীয় বাহিনীর সাথে মামলুকরা পেরে না উঠলেও অল্প সময়ের মধ্যেই মামলুকরা ঘুরে দাড়িয়েছিল। এক্ষেত্রে তাদের হয়ে তুরুপের তাসের মত কাজ করেছিল দুটো জিনিস। প্রথমত, তপ্ত মরুভূমির বালুর মধ্যেও তীব্র বেগে ছুটে চলতে পারার মত আরবী ঘোড়া, যার সাহায্যে মামলুক রা মঙ্গোলীয় দের গতিতে হার মানিয়েছিল। দ্বিতীয়ত, বর্তমান হ্যান্ড গ্রেনেডের আদি পুরুষ মিদফা, যেটি সেসময়ের মিশরীয় কারিগর রা আইন জালুতের যুদ্ধের ঠিক আগে আবিষ্কার করেছিল। মিদফা গুলো বিস্ফোরণের সময়ে প্রচন্ড আলোর ঝলকানির সৃষ্টি হত যার ফলে মঙ্গোলীয় ঘোড়াগুলো ভয় পেয়ে উল্টো দৌড় দিতে শুরু করতো। সকাল থেকে হশুরু সেই যুদ্ধ বিকেল নাগাদ শেষ হয় এবং মঙ্গোলীয় দের পরাজয় হয়। এটা ছিল মঙ্গোলীয় বাহিনীর জীবনের প্রথম পরাজয়। পরবর্তীতে হালাকু খান অনেক বার চেষ্টা করেছিলেন এই পরাজয়ের প্রতিশোধ নিতে। কিন্তু মঙ্গোলীয় সাম্রাজ্যের বিভিন্ন রকমের অন্তর কোন্দলের কারণে হালাকু খান আর কখনোই জেরুজালেমের দিকে নজর দিতে পারেন নি।

The battle of Ayn Jalutwill surely take place in the history of the world with dignity. When no empire in the whole world could stop the domination of the Mongols, an idea was formed among the common people that the Mongols were invincible. But their defeat on the field of Ayn Jalut forced the people to change their minds. When the Mamluks were defeated in the battle of Ayn Jalut, the fall of Jerusalem, Mecca and Medina was only a matter of time. Because then there would be no one to stop the Mongols. So it goes without saying that the Battle of Ayn Jalut helped rewrite the history of the world, and it was a historic time when the Mongols saw the first defeat in their history. Thanks.

আইন জালুতের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে অবশ্যই সম্মানের সাথে জায়গা করে নেবে। সারা পৃথিবীর কোন সাম্রাজ্যই যখন মঙ্গলীয়দের আধিপত্য ঠেকাতে পারছিল না, তখন সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে, মঙ্গলীয়রা অপরাজেয়। কিন্তু আইন জালুতের ময়দানে তাদের পরাজয় মানুষের মনে উক্ত ধারণা পাল্টাতে বাধ্য করে। আবার আইন জালুতের যুদ্ধে মামলুক দের পরাজয় হলে, জেরুজালেম, মক্কা, মদিনার পতন ছিল কেবল সময়ের ব্যাপার। কারণ তখন মঙ্গলীয়দের বাধা দেয়ার মত আর কেউই থাকতে না। সুতরাং বলায় যায়, আইন জালুতের যুদ্ধ পৃথিবীর ইতিহাস নতুন ভাবে লিখতে সহায়তা করেছে এবং এটি ছিল এক ঐতিহাসিক সময় যখন মঙ্গলীয়রা তাদের ইতিহাসের প্রথম পরাজয় দেখেছিল। ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!