Rising prices of all essential commodities remind us of famine. Now is not the time to leave your land vacant. The present time is to cultivate one's own land.
সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি আমাদের দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দেয়। এখন আপনার জমি খালি রাখার সময় নয়। বর্তমান সময় নিজের জমিতে চাষাবাদ করার।
The climate of Bangladesh is temperate and the soil of this country is composed of fertile soil. Bangladesh is a very suitable country for agriculture. So I couldn't sit still. I started planting trees in the open space in front of the house. Although not arable land, I started to make the land suitable for cultivation.
বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং এ দেশের মাটি উর্বর মাটি দ্বারা গঠিত। বাংলাদেশ কৃষির জন্য খুবই উপযোগী দেশ। তাই আর বসে থাকতে পারিনি। বাড়ির সামনের খোলা জায়গায় গাছ লাগাতে লাগলাম। আবাদি জমি না হলেও জমিকে চাষের উপযোগী করতে শুরু করি।
We first make this land suitable for cultivation with irrigation and cultivation. Then I planted two mango and one litchi sapling. Since the trees are seedlings, there is only shade in a few places. Elsewhere I am cultivating red spinach, spinach, barbati, squid, sweet squash, rice squash etc.
আমরা প্রথমে এই জমিকে সেচ দিয়ে চাষাবাদের উপযোগী করি। এরপর দুটি আম ও একটি লিচুর চারা লাগাই। গাছগুলো চারা হওয়ায় কয়েকটি জায়গায় শুধু ছায়া থাকে। অন্যত্র আমি লাল শাক, পালং শাক, বরবটি, স্কুইড, সুইট স্কোয়াশ, রাইস স্কোয়াশ ইত্যাদি চাষ করছি।
This is the path you need to take to survive. Otherwise you will get lost due to lack of food, lack of water. You must become a successful farmer.
বেঁচে থাকার জন্য এই পথটি আপনাকে নিতে হবে। না হলে খাবারের অভাবে, পানির অভাবে আপনি হারিয়ে যাবেন। আপনাকে অবশ্যই একজন সফল কৃষক হয়ে উঠতেই হবে।