Sultan Murad II: After the Ottoman Civil War who brought back the old glory of this empire.

in hive-138339 •  3 years ago 

images (3) (3).jpeg

Image Source

Sultan Muhammad I died in 1421, the news of his death was kept secret. The main reason for this was that at that time the Ottoman Empire was going through a deep crisis. The Ottoman Civil War ended just seven years before the death of Sultan Muhammad I. Since then, he has worked hard to stabilize the empire. But before all become good and done, he died and was succeeded by his son Sultan II.

১৪২১ সালে যখন সুলতান ১ম মুহাম্মদ মারা গেলেন তখন তার মৃত্যুর খবর গোপন রাখা হয়েছিল। এর প্রধান কারণ ছিল, সেসময় অটোমান সাম্রাজ্য এক গভীর সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। সুলতান ১ম মুহাম্মদের মৃত্যুর মাত্র সাত বছর আগে অটোমানদের গৃহযুদ্ধ শেষ হয়েছিল। তখন থেকে এই সাম্রাজ্যকে স্থিতিশীল করার জন্য তিনি অনেক পরিশ্রম করেছিলেন। কিন্তু সবকিছু ঠিক হওয়ার আগেই তিনি মারা যান এবং সিংহাসনে বসেন তার ছেলে সুলতাম ২য় মুরাদ৷

As soon as Sultan Murad II ascended the throne, he saw that it was still very dark in front of the empire. After the death of Sultan Muhammad I, Serbs and Byzantines re-emerged. The Byzantines first helped Sultan Murad II's uncle Mustafa and then Sultan Murad's brother Kuchuk Mustafa to revolt with much help. Sultan Murad II successfully suppressed these revolts. After suppressing this revolt, the Sultan laid siege to the Byzantine cities. As a result, the Byzantines were forced to pay taxes to Murad. Earlier, Sultan Murad I, the great-grandfather of Sultan Murad II, first forced the Byzantines to pay taxes in 1384. Later, during the Ottoman Civil War, the Byzantines stopped paying taxes. Sultan Murad II forced the Byzantines to pay taxes again in 1425, for the second time.

সুলতান ২য় মুরাদ সিংহাসনে বসেই দেখলেন সাম্রাজ্যের সামনে তখনো ঘোরতর অন্ধকার। সুলতান ১ম মুহাম্মাদের মৃত্যুর পরে সার্বিয়ান আর বাইজান্টাইনরা আবার মাথা চারা দিয়ে উঠেছিল। প্রথমে বাইজান্টাইনরা সুলতান ২য় মুরাদের চাচা মুস্তফাকে এবং এরপরে সুলতান মুরাদের ভাই কুচুক মুস্তপাকে অনেক সাহায্য দিয়ে বিদ্রোহ করতে সাহায্য করেছিল। সুলতান ২য় মুরাদ সফল ভাবে এসকল বিদ্রোহ দমন করেছিলেন। এই বিদ্রোহ দমন করার পরে সুলতান বাইজান্টাইন শহরগুলোকে অবরোধ করলেন। ফলে বাইজান্টাইনরা মুরাদকে কর দিতে বাধ্য হল। এর আগে সুলতান ২য় মুরাদের পরদাদা সুলতান ১ম মুরাদ প্রথমবার বাইজান্টাইন দেরকে কর দিতে বাধ্য করেছিলেন ১৩৭৪ সালে। পরে অটোমানদের গৃহযুদ্ধের মধ্যে বাইজান্টাইনরা কর দেয়া বন্ধ করে দিয়েছিল। সুলতান ২য় মুরাদ ১৪২৫ সালে আবার বাইজান্টাইন দেরকে কর দিতে বাধ্য করে ২য় বারের মত।

After that the Sultan burnt a lot of wood and brought the empire to a stable state but by 1440 it was facing a deep crisis. This time his opponent was one of the best generals in the history of Europe, John Hunadi. Hunadi is thought to have been the illegitimate child of John Sigismund, emperor of the Holy Roman Empire at the time. Hunadi was very skilled in husaib warefare, one of the best tactics of war in Europe. Due to Hunadi's outstanding talent, the Ottoman expeditions to Serbia from 1440 to 1442 were severely hampered. Later, Sultan Murad II signed a ten-year peace treaty with the Hungarian Empire. Then Sultan Murad left the empire to his son Muhammad II and went to a secluded place to spend some time in peace. But his intention was not successful. A few months later, news reached him that a combined European force was advancing through Bulgaria towards its capital, Adrianople.

এরপরে সুলতান অনেক কাঠখড় পুড়িয়ে সাম্রাজ্য স্থিতিশীল একটা অবস্থায় নিয়ে আসলেও ১৪৪০ সাল নাগাদ এক গভীর সংকটের মুখে পড়েন। এবারে তার প্রতিপক্ষ হয়ে এসেছিলন ইউরোপের ইতিহাসের সেরা জেনারেলদের একজন, জন হুনাদি। ধারণা করা হয় হুনাদি ছিল সে সময়ের হলি রোমান সাম্রাজ্যের সম্রাট জন সিগিসমুন্ডের অবৈধ সন্তান। ইউরোপের সেরা যুদ্ধ কৌশলের মধ্যে হুসাইব ওয়্যারফেয়ারে হুনাদি ছিলেন খুবই দক্ষ। হুনাদির অসামান্য প্রতিভার বদৌলতে ১৪৪০-১৪৪২ সালের দিকে সার্বিয়াতে অটোমানদের অভিযান গুলো ব্যাপক বাধার সম্মুখীন হয়েছিল। পরে সুলতান ২য় মুরাদ হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে দশ বছর মেয়াদী এক শান্তি চুক্তি করেন। এরপর সুলতান মুরাদ তার ছেলে ২য় মুহাম্মদের কাছে সাম্রাজ্য ছেড়ে দিয়ে এক নির্জন জায়গায় চলে যান কিছুদিন শান্তিতে কাটাবেন বলে। কিন্তু তার এ উদ্দেশ্য সফল হয়নি। অল্প কয়েক মাস পরেই তার কাছে খবর আসে ইউরোপের সম্মিলিত বাহিনী বুলগেরিয়ার মধ্যে দিয়ে ধেয়ে আসছে তার রাজধানী অ্যাড্রিয়ানোপলের দিকে।

The King of Poland, John Hunadi, Mirsia of Walasia, Bohemia, Bosnia, Croatia, Albania, the aristocratic Knight Army, and a large army of Transylvanians were marching towards Adrianople, destroying the Ottoman forts in Bulgaria. The Ottomans were then in a state of panic. The boy Sultan Muhammad II did not know what to do. Meanwhile, Sultan Murad were not willing to leave his peaceful day and take the helm of the empire. What happened to the Ottomans at that time? If you want to know, wait till tomorrow. Thanks.

পোল্যান্ডের রাজা, জন হুনাদি, ওয়ালাসিয়ার মিরসিয়া, বোহেমিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, অভিজাত নাইট বাহিনী, ট্রানসিলভানিয়ার কিছু সৈন্য মিলে বিশাল এক সৈন্য বাহিনী বুলগেরিয়ার অটোমান দূর্গ গুলো মাটির সাথে মিশিয়ে দিয়ে অ্যাড্রিয়ানোপলের দিকে আসছিল। অটোমানদের তখন ত্রাহিত্রাহি অবস্থা। বালক সুলতান ২য় মুহাম্মাদ কিছুই বুঝে উঠছিলেন না কি করবেন তিনি। ওদিকে সুলতান মুরাদ ও তার শান্তিবাস ছেড়ে সাম্রাজ্যের হাল ধরতে রাজি হচ্ছিলেন না। কি হয়েছিল এসময় অটোমানদের? জানতে হলে অপেক্ষা করুন আগামীকাল পর্যন্ত। ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!